অনুষ্কা শর্মার ফ্যাশন স্টেটমেন্ট এখন জেন-ওয়াই-এর ফ্যাশন গোল

সদ্য মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফ্যাশন গোল তৈরি করেছে জেন-ওয়াই-এর জন্য। প্রেগন্যান্ট সময়ের ফ্যাশন হোক বা তার আগের পার্টি, কিংবা বিয়েবাড়ি, অনুষ্কার ফ্যাশনের নিপুণতায় এক নম্বরও কম দেওয়া যাবে না কখনও।

| Updated on: Feb 02, 2021 | 4:26 PM
অনুষ্কা শর্মার ‘বেবি বাম্প’-এর প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কালো ঢিলে জামার মধ্যে সাদা পোলকা ডট। প্রেগন্যান্ট সময়ে সাধারণ একটা জামা পরে ক্যাজুয়াল লুকে ভীষণ মানিয়েছিল অনুষ্কাকে।

অনুষ্কা শর্মার ‘বেবি বাম্প’-এর প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কালো ঢিলে জামার মধ্যে সাদা পোলকা ডট। প্রেগন্যান্ট সময়ে সাধারণ একটা জামা পরে ক্যাজুয়াল লুকে ভীষণ মানিয়েছিল অনুষ্কাকে।

1 / 9
অনুষ্কা শর্মার ট্র্যাভেল লুক। ট্র্যাভেল মানেই লাল লিপস্টিক বা রোদ চশমা নয়। প্রকৃতির মাঝে মেক-আপ ছাড়া নীল জ্যাকেটে ভীষণ স্নিগ্ধ লেগেছে অভিনেত্রীকে।

অনুষ্কা শর্মার ট্র্যাভেল লুক। ট্র্যাভেল মানেই লাল লিপস্টিক বা রোদ চশমা নয়। প্রকৃতির মাঝে মেক-আপ ছাড়া নীল জ্যাকেটে ভীষণ স্নিগ্ধ লেগেছে অভিনেত্রীকে।

2 / 9
সাদা পোশাকে অনুষ্কা যেন ‘রিল’ নয় ‘রিয়েল’ লাইফের পরী। সাদা জামার সঙ্গে বার্গেন্ডি চুলে অনুষ্কাকে মার্জিত এবং সুন্দর লেগেছে।

সাদা পোশাকে অনুষ্কা যেন ‘রিল’ নয় ‘রিয়েল’ লাইফের পরী। সাদা জামার সঙ্গে বার্গেন্ডি চুলে অনুষ্কাকে মার্জিত এবং সুন্দর লেগেছে।

3 / 9
সোনালী আলো আর সোনালী জামা। রাজকীয় লুকে অনুস্কা শর্মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। অভিনেত্রীর একদিকে হাফলেংথ এবং অন্যদিকে ফুললেংথের সোনালী জামায় তাঁকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে।

সোনালী আলো আর সোনালী জামা। রাজকীয় লুকে অনুস্কা শর্মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। অভিনেত্রীর একদিকে হাফলেংথ এবং অন্যদিকে ফুললেংথের সোনালী জামায় তাঁকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে।

4 / 9
নীল পালাজো এবং একই প্রিন্টের জ্যাকেট। ভিতর থেকে দেখা যাচ্ছে সাদা শার্ট। সঙ্গে নীল টাই এবং কালো জুতো। সব মিলিয়ে এলিগ্যান্ট লুকে অনুষ্কা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

নীল পালাজো এবং একই প্রিন্টের জ্যাকেট। ভিতর থেকে দেখা যাচ্ছে সাদা শার্ট। সঙ্গে নীল টাই এবং কালো জুতো। সব মিলিয়ে এলিগ্যান্ট লুকে অনুষ্কা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

5 / 9
করবা চৌথেও স্পেশ্যাল লুক ছিল অনুষ্কার। লাল শাড়ি, লাল চুরি, সঙ্গে সোনার ভারী গয়না। ভারতীয় বউয়ের সাজে আর কি চাই?

করবা চৌথেও স্পেশ্যাল লুক ছিল অনুষ্কার। লাল শাড়ি, লাল চুরি, সঙ্গে সোনার ভারী গয়না। ভারতীয় বউয়ের সাজে আর কি চাই?

6 / 9
অনুষ্কার শীতকালীন সাজও চোখ ধাঁধানো। কালো জেগিংস আর সাদা সোয়েটারে বেশ প্রাণবন্ত লাগছে অভিনেত্রী। সোফার উপর বসে অনুষ্কার মিষ্টি হাসি অবশ্যই মন কেড়েছে দর্শকদের।

অনুষ্কার শীতকালীন সাজও চোখ ধাঁধানো। কালো জেগিংস আর সাদা সোয়েটারে বেশ প্রাণবন্ত লাগছে অভিনেত্রী। সোফার উপর বসে অনুষ্কার মিষ্টি হাসি অবশ্যই মন কেড়েছে দর্শকদের।

7 / 9
কমলা-সাদা স্ট্রাইপ করা বিকিনি। সঙ্গে কালো রোদ-চশমা আর কানে গোল্ডেন রিং। অভিনেত্রীর মন কাড়া হাসি ছবিটিতে পূর্ণতা দিয়েছে।

কমলা-সাদা স্ট্রাইপ করা বিকিনি। সঙ্গে কালো রোদ-চশমা আর কানে গোল্ডেন রিং। অভিনেত্রীর মন কাড়া হাসি ছবিটিতে পূর্ণতা দিয়েছে।

8 / 9
অনুষ্কা শর্মার বিয়েবাড়ি লুক। অলিভ গ্রিন রঙের সিফন শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে অনুষ্কার বিয়েবাড়ি লুক একদম হিট। ফ্লোরাল প্রিন্টের শাড়ির সঙ্গে জমকালো কুন্দনের কানের দুলে অপূর্ব মানিয়েছে নায়িকাকে।

অনুষ্কা শর্মার বিয়েবাড়ি লুক। অলিভ গ্রিন রঙের সিফন শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে অনুষ্কার বিয়েবাড়ি লুক একদম হিট। ফ্লোরাল প্রিন্টের শাড়ির সঙ্গে জমকালো কুন্দনের কানের দুলে অপূর্ব মানিয়েছে নায়িকাকে।

9 / 9
Follow Us: