Butterfly: ফ্যাশনে আবারও ফিরে এসেছে প্রজাপ্রতি মোটিফ! দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 23, 2021 | 9:21 PM

Fashion trends: ফ্যাশন থেকে ইন্সটাগ্রাম এখন ট্রেন্ডিং প্রজাপ্রতি। আঠারো শতের সেই ফ্যাশন আবারও ফিরে এসেছে এ বছর। জ্যাকেট থেকে বেলি চেন সবেতেই সেই প্রজাপ্রতি।

1 / 4
গয়না থেকে পোশাক-সর্বত্রই এখন ট্রেন্ডিং প্রজাপ্রতি! অবাক হচ্ছেন? ব্যাপারটা কিন্তু এরকমই।

গয়না থেকে পোশাক-সর্বত্রই এখন ট্রেন্ডিং প্রজাপ্রতি! অবাক হচ্ছেন? ব্যাপারটা কিন্তু এরকমই।

2 / 4
আঠারো শতকের প্রজাপ্রতি মোটিফ আবারও ফিরে এসেছে ফ্যাশনে। টিকলি-টায়রা থেকে পোশাক সর্বত্রই এই প্রজাপ্রতির মোটিফ।

আঠারো শতকের প্রজাপ্রতি মোটিফ আবারও ফিরে এসেছে ফ্যাশনে। টিকলি-টায়রা থেকে পোশাক সর্বত্রই এই প্রজাপ্রতির মোটিফ।

3 / 4
আছে প্রজাপ্রতি মোটিফের চোকার থেকে বাচ্চাদের প্রজাপ্রতি ক্লিপ। লো ওয়েস্ট জিন্সের সঙ্গে প্রজাপ্রতি কাট টপ এখন ফ্যাশনে হিট।

আছে প্রজাপ্রতি মোটিফের চোকার থেকে বাচ্চাদের প্রজাপ্রতি ক্লিপ। লো ওয়েস্ট জিন্সের সঙ্গে প্রজাপ্রতি কাট টপ এখন ফ্যাশনে হিট।

4 / 4
এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অনেক তারকাকে দেখা গিয়েছে এই প্রজাপ্রতি মোটিফ ফ্যাশনে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা গিয়েছে এই পোশাকে।

এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অনেক তারকাকে দেখা গিয়েছে এই প্রজাপ্রতি মোটিফ ফ্যাশনে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা গিয়েছে এই পোশাকে।

Next Photo Gallery