AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tokyo Olympics 2020: অলিম্পিকে বিয়ের প্রস্তাব পেলেন আর্জেন্টিনার ফেন্সার

Summer Olympics 2020: ক্রিকেট, ফুটবল মাঠে প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব আজকাল প্রায়শই চোখে পড়ে। এ বার অলিম্পিকের মঞ্চেও বিয়ের প্রস্তাব। হ্যাঁ ঠিকই শুনছেন। আর্জেন্টিনার ফেন্সার (Fencer) মারিয়া বেলেন পেরেজ মরিসকে (Maria Belen Perez Maurice) বিয়ের প্রস্তাব দিলেন তাঁর কোচ লুকাস সৌসেদো (Lucas Saucedo)। তবে এই প্রথমবার নয়, ১১ বছর আগে তিনি ছাত্রীকে একই প্রস্তাব দেন, তখন তাতে সাড়া না মিললেও এবার লুকাস হতাশ হননি।

| Edited By: | Updated on: Jul 27, 2021 | 10:30 PM
Share
টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মরিস প্রথম রাউন্ডেই হেরে যান। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সকলের সামনে তাঁর কোচ লুকাস সৌসেদো তাঁকে বিয়ের প্রস্তাব দেন। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মরিস প্রথম রাউন্ডেই হেরে যান। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সকলের সামনে তাঁর কোচ লুকাস সৌসেদো তাঁকে বিয়ের প্রস্তাব দেন। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

1 / 6
ক্যামেরার সামনে হঠাৎ প্রস্তাব পেয়ে চমকে যান আর্জেন্টিনার ফেন্সার। লুকাস তাঁর ছাত্রীকে বলেন, "সকলে দেখছে আমাদের, হ্যাঁ বলে দাও তুমি।" ম্যাচ হারার দুঃখ থাকলেও, মুহূর্তের মধ্যে তা খুশিতে পরিণত হয়ে যায়। তিনি তাঁর কোচের প্রস্তাবে সম্মতিও জানান। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

ক্যামেরার সামনে হঠাৎ প্রস্তাব পেয়ে চমকে যান আর্জেন্টিনার ফেন্সার। লুকাস তাঁর ছাত্রীকে বলেন, "সকলে দেখছে আমাদের, হ্যাঁ বলে দাও তুমি।" ম্যাচ হারার দুঃখ থাকলেও, মুহূর্তের মধ্যে তা খুশিতে পরিণত হয়ে যায়। তিনি তাঁর কোচের প্রস্তাবে সম্মতিও জানান। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

2 / 6
তবে লুকাস এই প্রথম মারিয়া বেলেন পেরেজ মরিসকে বিয়ের প্রস্তাব দেননি। এর আগে ২০১০ সালে একই ভাবে প্যারিস বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি একইভাবে বিয়ের প্রস্তাব দেন তাঁর ছাত্রীকে। সে বার যদিও, সম্মতি জানানোর জায়গায়, মারিয়া প্রশ্ন করেন, "আমার সঙ্গে মজা করা হচ্ছে না কী অন্য কিছু?" (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

তবে লুকাস এই প্রথম মারিয়া বেলেন পেরেজ মরিসকে বিয়ের প্রস্তাব দেননি। এর আগে ২০১০ সালে একই ভাবে প্যারিস বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি একইভাবে বিয়ের প্রস্তাব দেন তাঁর ছাত্রীকে। সে বার যদিও, সম্মতি জানানোর জায়গায়, মারিয়া প্রশ্ন করেন, "আমার সঙ্গে মজা করা হচ্ছে না কী অন্য কিছু?" (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

3 / 6
দীর্ঘদিন ধরে মারিয়া বেলেন পেরেজ মরিসকে লুকাস সৌসেদো ফেন্সিংয় কোচিং করাচ্ছেন। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

দীর্ঘদিন ধরে মারিয়া বেলেন পেরেজ মরিসকে লুকাস সৌসেদো ফেন্সিংয় কোচিং করাচ্ছেন। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

4 / 6
তবে একসময় মারিয়া বেলেন পেরেজ মরিস ফেন্সিংয়ে আগ্রহী ছিলেন না। ছেলেবেলায় তাঁর মায়ের জন্যই ফেন্সিংয়ের প্রতি ধীরে ধীরে ভালোবাসা জন্মাতে থাকে। যখন মারিয়া ইভেন্টে জিততে থাকেন তার পর থেকে তিনি বেশি আগ্রহী হন ফেন্সিংয়ে। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

তবে একসময় মারিয়া বেলেন পেরেজ মরিস ফেন্সিংয়ে আগ্রহী ছিলেন না। ছেলেবেলায় তাঁর মায়ের জন্যই ফেন্সিংয়ের প্রতি ধীরে ধীরে ভালোবাসা জন্মাতে থাকে। যখন মারিয়া ইভেন্টে জিততে থাকেন তার পর থেকে তিনি বেশি আগ্রহী হন ফেন্সিংয়ে। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

5 / 6
১৩ বছর বয়স থেকে ফেন্সিং শুরু করেন মারিয়া। আর্জেন্টিনার হয়ে তিনবার অলিম্পিকে অংশগ্রহণও করেছেন তিনি। অলিম্পিকে পদক লাভ এখনও হয়নি মারিয়ার। তবে তিনি প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে ২০১৪ সালে সোনা পেয়েছিলেন। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

১৩ বছর বয়স থেকে ফেন্সিং শুরু করেন মারিয়া। আর্জেন্টিনার হয়ে তিনবার অলিম্পিকে অংশগ্রহণও করেছেন তিনি। অলিম্পিকে পদক লাভ এখনও হয়নি মারিয়ার। তবে তিনি প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে ২০১৪ সালে সোনা পেয়েছিলেন। (সৌজন্যে-মারিয়া বেলেন পেরেজ মরিস ইন্সটাগ্রাম)

6 / 6