Tokyo Olympics 2020: অলিম্পিকে বিয়ের প্রস্তাব পেলেন আর্জেন্টিনার ফেন্সার
Summer Olympics 2020: ক্রিকেট, ফুটবল মাঠে প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব আজকাল প্রায়শই চোখে পড়ে। এ বার অলিম্পিকের মঞ্চেও বিয়ের প্রস্তাব। হ্যাঁ ঠিকই শুনছেন। আর্জেন্টিনার ফেন্সার (Fencer) মারিয়া বেলেন পেরেজ মরিসকে (Maria Belen Perez Maurice) বিয়ের প্রস্তাব দিলেন তাঁর কোচ লুকাস সৌসেদো (Lucas Saucedo)। তবে এই প্রথমবার নয়, ১১ বছর আগে তিনি ছাত্রীকে একই প্রস্তাব দেন, তখন তাতে সাড়া না মিললেও এবার লুকাস হতাশ হননি।
Most Read Stories