Navratri Fashion: নবরাত্রির দ্বিতীয় দিনে সেজে উঠুন সবুজের সাজে! স্টাইল করুন তারকাদের মত…

আজ নবরাত্রির দ্বিতীয় দিন। আজ পুজো করা হয় মাতৃদেবী ব্রহ্মচারীনির অবিবাহিত রূপের। অন্যদিকে, নবরাত্রির নয় দিনের রয়েছে ভিন্ন রঙের তাৎপর্য। আজকের জন্য শুভ হল সবুজ রঙ, যা সবুজ রঙটি প্রকৃতি মায়ের বিভিন্ন দিক এবং এর পুষ্টিকর গুণাবলীকে বোঝায়।। সুতরাং আজ আপনি সবুজ রঙের পোশাক পরে স্টাইল করতে পারেন আর এর জন্য অনুপ্রেরণা নিন আপনার প্রিয় বলিউড স্টারেদের থেকে...

| Edited By: | Updated on: Oct 08, 2021 | 3:50 PM
সাধারণ কিন্তু এলিগেন্ট লুক চাইছেন? তাহলে করিনার মত বেছে নিন সবুজের ওপর নিয়নের কাজ করা কুর্তা ও পায়জামার সেট। বেবোর এই কুর্তাটি ডিজাইন করেছেন মাসাবা গুপ্তা।

সাধারণ কিন্তু এলিগেন্ট লুক চাইছেন? তাহলে করিনার মত বেছে নিন সবুজের ওপর নিয়নের কাজ করা কুর্তা ও পায়জামার সেট। বেবোর এই কুর্তাটি ডিজাইন করেছেন মাসাবা গুপ্তা।

1 / 6
আপনি যদি লেহেঙ্গা পরতে ভালবাসেন তাহলে মাধুরী দীক্ষিতের মত স্টাইল করতে পারেন। সেজ গ্রিন রঙের এই লেহেঙ্গাটি ডিজাইন করেছেন টোরানি। সাদার এমব্রয়ডারি কাজ রয়েছে লেহেঙ্গাটিতে। এর সঙ্গে মাধুরী পরেছেন ডায়মন্ড নেকলেস।

আপনি যদি লেহেঙ্গা পরতে ভালবাসেন তাহলে মাধুরী দীক্ষিতের মত স্টাইল করতে পারেন। সেজ গ্রিন রঙের এই লেহেঙ্গাটি ডিজাইন করেছেন টোরানি। সাদার এমব্রয়ডারি কাজ রয়েছে লেহেঙ্গাটিতে। এর সঙ্গে মাধুরী পরেছেন ডায়মন্ড নেকলেস।

2 / 6
পুরোপুরি সবুজ ভাল লাগে না? আজ নবরাত্রির দ্বিতীয় দিন তাই সবুজ পরতেই হবে! তাহলে বেছে মালাইকার মত সবুজ সিকুইন শাড়ি। এর সঙ্গে মালাইকা পরেছেন হাতকাটা সবুজ ব্লাউজ। আর পরছেন ডায়মন্ডের সেট।

পুরোপুরি সবুজ ভাল লাগে না? আজ নবরাত্রির দ্বিতীয় দিন তাই সবুজ পরতেই হবে! তাহলে বেছে মালাইকার মত সবুজ সিকুইন শাড়ি। এর সঙ্গে মালাইকা পরেছেন হাতকাটা সবুজ ব্লাউজ। আর পরছেন ডায়মন্ডের সেট।

3 / 6
একটু নতুনত্ব খুঁজছেন? বেছে নিন শিল্পা সেট্টির মত কল্ড সোল্ডার ঘারারা। কুর্তির এক ধারে রয়েছে এমব্রয়ডারি। শিল্পার এই ড্রেসটি ডিজাইন করেছেন নুপুর কানোই।

একটু নতুনত্ব খুঁজছেন? বেছে নিন শিল্পা সেট্টির মত কল্ড সোল্ডার ঘারারা। কুর্তির এক ধারে রয়েছে এমব্রয়ডারি। শিল্পার এই ড্রেসটি ডিজাইন করেছেন নুপুর কানোই।

4 / 6
এমব্রয়ডারি কাজের শাড়ি পছন্দ? অনুপ্রেরণা নিন কিয়ারার থেকে। ফ্লোরাল সবুজ হাত কাটা ব্লাউজের সঙ্গে কিয়ারা পরেছে এই সবুজ শীর শাড়িটি। আর গয়না বলতে শুধু ঝুমকা।

এমব্রয়ডারি কাজের শাড়ি পছন্দ? অনুপ্রেরণা নিন কিয়ারার থেকে। ফ্লোরাল সবুজ হাত কাটা ব্লাউজের সঙ্গে কিয়ারা পরেছে এই সবুজ শীর শাড়িটি। আর গয়না বলতে শুধু ঝুমকা।

5 / 6
যেহেতু নবরাত্রির দ্বিতীয় দিন, তাই লুক হতে হবে একদম এলিগেন্ট। এর জন্য অনুপ্রেরণা নিতে পারেন কঙ্গনার থেকে। কঙ্গনা পরেছেন সবুজ রঙের একটি শাড়ি যা পারে ঐতিহ্যবাহী জরির এমব্রয়ডারি করা। এই শাড়িটি ডিজাইন করেছেন সব্যসাচী।

যেহেতু নবরাত্রির দ্বিতীয় দিন, তাই লুক হতে হবে একদম এলিগেন্ট। এর জন্য অনুপ্রেরণা নিতে পারেন কঙ্গনার থেকে। কঙ্গনা পরেছেন সবুজ রঙের একটি শাড়ি যা পারে ঐতিহ্যবাহী জরির এমব্রয়ডারি করা। এই শাড়িটি ডিজাইন করেছেন সব্যসাচী।

6 / 6
Follow Us: