Karan Johar: বলিউডের শিরদাঁড়া হারিয়ে গিয়েছে: বিস্ফোরক মন্তব্য করণ জোহরের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Updated on: Dec 10, 2022 | 8:30 AM

Karan Johar: কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন করণ জোহর? বলিউড নিয়ে তাঁর মুখে কটাক্ষ শুনে অনেকেই হতবাক।

Dec 10, 2022 | 8:30 AM
তবে কথা রাখতে পারেননি কেআরকে। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি বিয়ে করবেন, তবে কী হল, ১০ বছর পেরিয়েও সে ইচ্ছেপূরণ করে উঠতে পারলেন না তিনি।

তবে কথা রাখতে পারেননি কেআরকে। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি বিয়ে করবেন, তবে কী হল, ১০ বছর পেরিয়েও সে ইচ্ছেপূরণ করে উঠতে পারলেন না তিনি।

1 / 5
কেবল তাই নন, তারপর তিনি করণ জোহরের গলায় মালাও দেবেন। জডজ়ের গতিতে ছড়িয়ে পড়েছিল তাঁর এই বার্তা। ২০১২ সালে এই মন্তব্য করেছিলেন তিনি। এরপর দুই লোকসভা নির্বাচনেই জডয় হয় মোদীর।

কেবল তাই নন, তারপর তিনি করণ জোহরের গলায় মালাও দেবেন। জডজ়ের গতিতে ছড়িয়ে পড়েছিল তাঁর এই বার্তা। ২০১২ সালে এই মন্তব্য করেছিলেন তিনি। এরপর দুই লোকসভা নির্বাচনেই জডয় হয় মোদীর।

2 / 5
তাই স্টারকিডদের নিয়ে ছবি করলে সেই খাতে কমটাকা দিতে হয়। সেই কারণেই তিনি স্টারকিডদের নিয়ে ছবি বানিয়ে থাকেন।

তাই স্টারকিডদের নিয়ে ছবি করলে সেই খাতে কমটাকা দিতে হয়। সেই কারণেই তিনি স্টারকিডদের নিয়ে ছবি বানিয়ে থাকেন।

3 / 5
সাল ২০১৪, লোকসভা নির্বাচনের সময় বাজি লড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যদি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেতেন তবে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলবেন।

সাল ২০১৪, লোকসভা নির্বাচনের সময় বাজি লড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যদি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেতেন তবে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলবেন।

4 / 5
ফলে করণ জোহরকে তিনি কি চোখে দেখেন, সেই প্রসঙ্গ বহুবার সামনে এসেছে। তাইবলে চক্ষুশূল এক ব্যক্তির গলায় তিনি মালা দেবেব! এও সম্ভব? নিজে মুখে এমনটাই বলেন কেআরকে।

ফলে করণ জোহরকে তিনি কি চোখে দেখেন, সেই প্রসঙ্গ বহুবার সামনে এসেছে। তাইবলে চক্ষুশূল এক ব্যক্তির গলায় তিনি মালা দেবেব! এও সম্ভব? নিজে মুখে এমনটাই বলেন কেআরকে।

5 / 5

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla