Friendship Day: ‘বন্ধুত্ব’ নিয়ে বলিউডের সেরা কয়েকটি সিনেমা, দেখুন ছবিতে

বন্ধুত্ব নিয়ে বলিউডে অসংখ্য সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ফারহান আখতারের ছবি 'দিল চাহতা হ্যায়'। ২০০১ সালে রিলিজ হয়েছিল এই সিনেমা।

| Edited By: | Updated on: Aug 01, 2021 | 6:27 PM
বন্ধুত্ব নিয়ে বলিউডে অসংখ্য সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ফারহান আখতারের ছবি 'দিল চাহতা হ্যায়'। ২০০১ সালে রিলিজ হয়েছিল এই সিনেমা। তিন বন্ধুর গল্পে মজেছিলেন দর্শকমহল। সিনেমা রিলিজের ২০ বছর পরেই আকাশ মালহোত্রা। সমীর আর সিদ্ধার্থ সিড সিনহাকে ভোলেননি দর্শকরা। আমির খান (আকাশ), সইফ আলি খান (সমীর) এবং অক্ষয় খান্না (সিদ্ধার্থ)- মুখ্য চরিত্রে ছিলেন এই তিন অভিনেতা।

বন্ধুত্ব নিয়ে বলিউডে অসংখ্য সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ফারহান আখতারের ছবি 'দিল চাহতা হ্যায়'। ২০০১ সালে রিলিজ হয়েছিল এই সিনেমা। তিন বন্ধুর গল্পে মজেছিলেন দর্শকমহল। সিনেমা রিলিজের ২০ বছর পরেই আকাশ মালহোত্রা। সমীর আর সিদ্ধার্থ সিড সিনহাকে ভোলেননি দর্শকরা। আমির খান (আকাশ), সইফ আলি খান (সমীর) এবং অক্ষয় খান্না (সিদ্ধার্থ)- মুখ্য চরিত্রে ছিলেন এই তিন অভিনেতা।

1 / 7
বন্ধউত্ব নিয়ে সিনেমার আলোচনা হবে আর সেই তালিকায় 'জানে তু ইয়া জানে না' থাকবে না, তাই আবার হয় নাকি। ২০০৮ সালে রিলিজ হয়েছিল এই ছবি। এ আর রহমানের সুরে ছবির প্রতিটি গান যেমন দর্শকদের পছন্দ হয়েছিল, ঠিক তেমনই মনজয় করেছিল জয় (ইমরান খান)-অদিতির (জেনেলিয়া ডিসুজা) বন্ধুত্ব।

বন্ধউত্ব নিয়ে সিনেমার আলোচনা হবে আর সেই তালিকায় 'জানে তু ইয়া জানে না' থাকবে না, তাই আবার হয় নাকি। ২০০৮ সালে রিলিজ হয়েছিল এই ছবি। এ আর রহমানের সুরে ছবির প্রতিটি গান যেমন দর্শকদের পছন্দ হয়েছিল, ঠিক তেমনই মনজয় করেছিল জয় (ইমরান খান)-অদিতির (জেনেলিয়া ডিসুজা) বন্ধুত্ব।

2 / 7
বলিউডের একাধিক বন্ধুত্বের ছবিতে অভিনয় করেছেন আমির খান। তার মধ্যে দিল চাহতা হ্যায় আর থ্রি ইডিয়টস প্রায় সকলেরই দেখা। তাই তালিকাতেই রয়েছে আর একটি ছবি। 'রঙ দে বাসন্তী'। রাকেশ ওমপ্রকাশ মেহেরার ছবিতে দলজিৎ বা ডিজে চরিত্রে নজর কেড়েছিলেন আমির। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন কুনাল কাপুর, সোহা আলি খান, সিদ্ধার্থ, সরমন যোশী, অতুল কুলকার্নি এবং অন্যান্যরা।

বলিউডের একাধিক বন্ধুত্বের ছবিতে অভিনয় করেছেন আমির খান। তার মধ্যে দিল চাহতা হ্যায় আর থ্রি ইডিয়টস প্রায় সকলেরই দেখা। তাই তালিকাতেই রয়েছে আর একটি ছবি। 'রঙ দে বাসন্তী'। রাকেশ ওমপ্রকাশ মেহেরার ছবিতে দলজিৎ বা ডিজে চরিত্রে নজর কেড়েছিলেন আমির। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন কুনাল কাপুর, সোহা আলি খান, সিদ্ধার্থ, সরমন যোশী, অতুল কুলকার্নি এবং অন্যান্যরা।

3 / 7
বলিউড, বন্ধুত্ব আর অয়ন মুখার্জির ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'- এক সুতোয় বাঁধা। ছবির গান, সংলাপ, লোকেশন আর সেই সঙ্গে বানি-অদিতি-নয়না-অভির বন্ধুত্ব বারবার মুগ্ধ করে দর্শকদের। এমন অনেকেই আছেন, যাঁরা বন্ধুর জন্য মন খারাপ হলেই ইউটিউবে হয়তো এই সিনেমাটি চালিয়ে দেখে নেন।

বলিউড, বন্ধুত্ব আর অয়ন মুখার্জির ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'- এক সুতোয় বাঁধা। ছবির গান, সংলাপ, লোকেশন আর সেই সঙ্গে বানি-অদিতি-নয়না-অভির বন্ধুত্ব বারবার মুগ্ধ করে দর্শকদের। এমন অনেকেই আছেন, যাঁরা বন্ধুর জন্য মন খারাপ হলেই ইউটিউবে হয়তো এই সিনেমাটি চালিয়ে দেখে নেন।

4 / 7
হস্টেল জীবন যাঁরা কাটিয়েছেন, বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার সময় হস্টেলে থেকে তাঁদের জন্য নীতেশ তিওয়ারির ছবি 'ছিছোড়ে' আদর্শ। হস্টেল লাইফ কাটানো বা না কাটানো, আপনি যে দলেই থাকুন, বন্ধুত্বের অসাধারণ বন্ধন দেখার জন্য এই ছবি আপনি বারবার দেখতে পারবেন। ২০১৯ সালে রিলিজ হয়েছিল এই সিনেমা। অ্যানি- র চরিত্রে সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি বাকি সব অভিনেতাই অভিনয় দক্ষতায় ১০০ তে ১০০।

হস্টেল জীবন যাঁরা কাটিয়েছেন, বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার সময় হস্টেলে থেকে তাঁদের জন্য নীতেশ তিওয়ারির ছবি 'ছিছোড়ে' আদর্শ। হস্টেল লাইফ কাটানো বা না কাটানো, আপনি যে দলেই থাকুন, বন্ধুত্বের অসাধারণ বন্ধন দেখার জন্য এই ছবি আপনি বারবার দেখতে পারবেন। ২০১৯ সালে রিলিজ হয়েছিল এই সিনেমা। অ্যানি- র চরিত্রে সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি বাকি সব অভিনেতাই অভিনয় দক্ষতায় ১০০ তে ১০০।

5 / 7
জোয়া আখতারের ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা' কিন্তু 'মাস্ট ওয়াচ মুভি' থেকে একাধিকবার দেখা যায় এমন সিনেমা। অর্জুন সালুজা (হৃতিক রোশন), কবীর দিওয়ান (অভয় দেওল) এবং ইমরান কুরেশি (ফারহান আখতার)- এই তিন বন্ধুর গল্প নিয়েই এগিয়ে চলবে সিনেমা। অনেক ব্যাচেলরই কিন্তু এই ছবি দেখে বিয়ের আগে একটা দারুণ জমজমাট ট্রিপ ঘুরে এসেছেন কিংবা বেড়াতে যাবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন।

জোয়া আখতারের ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা' কিন্তু 'মাস্ট ওয়াচ মুভি' থেকে একাধিকবার দেখা যায় এমন সিনেমা। অর্জুন সালুজা (হৃতিক রোশন), কবীর দিওয়ান (অভয় দেওল) এবং ইমরান কুরেশি (ফারহান আখতার)- এই তিন বন্ধুর গল্প নিয়েই এগিয়ে চলবে সিনেমা। অনেক ব্যাচেলরই কিন্তু এই ছবি দেখে বিয়ের আগে একটা দারুণ জমজমাট ট্রিপ ঘুরে এসেছেন কিংবা বেড়াতে যাবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন।

6 / 7
কালিন্দী, অবনী, সাক্ষী আর মীরা- চারজন স্কুলবেলার বান্ধবীর জীবনের নানা গল্প, ওঠাপড়া নিয়ে তৈরি হয়েছে 'ভিরে দি ওয়েডিং'। কথায় বলে বন্ধু নাকি স্কুলেই তৈরি হয়। এর আদর্শ প্রমাণ পাওয়া যাবে শশাঙ্ক ঘোষের এই ছবিতে।

কালিন্দী, অবনী, সাক্ষী আর মীরা- চারজন স্কুলবেলার বান্ধবীর জীবনের নানা গল্প, ওঠাপড়া নিয়ে তৈরি হয়েছে 'ভিরে দি ওয়েডিং'। কথায় বলে বন্ধু নাকি স্কুলেই তৈরি হয়। এর আদর্শ প্রমাণ পাওয়া যাবে শশাঙ্ক ঘোষের এই ছবিতে।

7 / 7
Follow Us: