
ট্যাটু করার সময় পুরনো সূচ ব্যবহার করলে শরীরের ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

ট্যাটুর মাধ্যমে ত্বকের রোগ সহজে ছড়িয়ে পড়ে। তাই সংক্রমণ ঠেকাতে ব্যান্ডেজ দিয়ে মুড়ে দেওয়া হয়।

ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখার কয়েক ঘণ্টা পর ট্যাটু পরিষ্কার করার আগে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

ট্যাটু করার পরে লোশন, ক্রিম অথবা পেট্রোলিয়াম জেলি লাগাতে হবে। অন্তত দুই সপ্তাহ ময়েশ্চারাইজার লাগাতে ভুললে চলবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপজ্জনক রাসায়নিক পদার্থ এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ট্যাটুকে দূরে রাখা।

ট্যাটু ভিজে গেলে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে ট্যাটু করার পরে অন্তত তিন সপ্তাহ গরম জলে স্নান কিংবা সাঁতার কাটা উচিত নয়।