UEFA Women’s EURO Cup 2022: হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেসের, বড় জয় ফ্রান্সের

মেয়েদের ইউরো কাপের গ্রুপ-ডি-র ম্যাচে নিউ ইয়র্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইতালি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেস গেওরোর। ৫-১ গোলে ইতালিকে হারিয়েছে ফ্রান্স। মেয়েদের ইউরো কাপের ইতিহাসে প্রথমার্ধেই ৫টি গোল করা প্রথম দল ফ্রান্স। ম্যাচের শেষের দিকে ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা পিমোন্ট।

| Edited By: | Updated on: Jul 11, 2022 | 1:19 PM
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup 2022) গ্রুপ-ডি-র ম্যাচে নিউ ইয়র্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইতালি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেস গেওরোর। ৫-১ গোলে ইতালিকে হারিয়েছে ফ্রান্স। মেয়েদের ইউরো কাপের ইতিহাসে প্রথমার্ধেই ৫টি গোল করা প্রথম দল ফ্রান্স। ম্যাচের শেষের দিকে ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা পিমোন্ট। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup 2022) গ্রুপ-ডি-র ম্যাচে নিউ ইয়র্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইতালি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেস গেওরোর। ৫-১ গোলে ইতালিকে হারিয়েছে ফ্রান্স। মেয়েদের ইউরো কাপের ইতিহাসে প্রথমার্ধেই ৫টি গোল করা প্রথম দল ফ্রান্স। ম্যাচের শেষের দিকে ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা পিমোন্ট। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

1 / 5
মেয়েদের ইউরো কাপে হ্যাটট্রিক করা প্রথম ফুটবলার হলেন ফ্রান্সের গ্রেস গেওরো (Grace Geyoro)। ইতালির বিরুদ্ধে গ্রেসের গোল যথাক্রমে ৯, ৪০ ও ৪৫ মিনিটের মাথায়। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

মেয়েদের ইউরো কাপে হ্যাটট্রিক করা প্রথম ফুটবলার হলেন ফ্রান্সের গ্রেস গেওরো (Grace Geyoro)। ইতালির বিরুদ্ধে গ্রেসের গোল যথাক্রমে ৯, ৪০ ও ৪৫ মিনিটের মাথায়। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

2 / 5
ম্যাচের ১২ মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন মেরি-অ্যান্টোইনেত্তে কাতোতো (Marie-Antoinette Katoto)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

ম্যাচের ১২ মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন মেরি-অ্যান্টোইনেত্তে কাতোতো (Marie-Antoinette Katoto)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

3 / 5
ইতালিকে প্রথমার্ধে গোলের কোনও সুযোগই দেননি ফ্রান্সের ফুটবলাররা। ৩৮ মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে তৃতীয় গোল ডেলফাইন ক্যাসকারিনোর (Delphine Cascarino)। ম্যাচের প্রথমার্ধেই ৫টি গোল করে ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

ইতালিকে প্রথমার্ধে গোলের কোনও সুযোগই দেননি ফ্রান্সের ফুটবলাররা। ৩৮ মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে তৃতীয় গোল ডেলফাইন ক্যাসকারিনোর (Delphine Cascarino)। ম্যাচের প্রথমার্ধেই ৫টি গোল করে ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

4 / 5
ম্যাচের শেষের দিকে, ৭৪ মিনিটের মাথায় আরিয়ানা কারউসোর পরিবর্তে নামেন মার্টিনা পিমোন্ট (Martina Piemonte)। মাঠে নামার ঠিক ২ মিনিটের মধ্যে, ৭৬ মিনিটের মাথায় ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

ম্যাচের শেষের দিকে, ৭৪ মিনিটের মাথায় আরিয়ানা কারউসোর পরিবর্তে নামেন মার্টিনা পিমোন্ট (Martina Piemonte)। মাঠে নামার ঠিক ২ মিনিটের মধ্যে, ৭৬ মিনিটের মাথায় ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

5 / 5
Follow Us: