AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Miss Universe 2021: চন্ডীগড়ের গলি থেকে মিস ইউনিভার্স, মঞ্চে হাউহাউ করে কান্না, এই হারনাজ সান্ধু আদপে কে?

২১ বছর পর ২১ বছরের ভারতীয় তরুণীর নতুন খেতাবে গর্বিত গোটা দেশ। সেনসেশনের নাম হারনাজ সান্ধু। বা বলা ভাল মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। খুশির দিনে চিনে নিন হারনাজকে।

| Edited By: | Updated on: Dec 13, 2021 | 6:19 PM
Share
২১ বছরের মেয়েটি এক স্বপ্ন দেখেছিল। বিশ্বজয়ের স্বপ্ন। সেই স্বপ্নের উড়াল শুরু হয়েছিল অনেক ছোটবেলায়। চন্ডীগড়ের কোনও এক অখ্যাত গলিতে বেড়ে ওঠা মেয়েটি অবশেষে পেরেছেন। পেরেছেন দেশের মুখ উজ্জ্বল করতে। ২১ বছর পর ২১ বছরের ভারতীয় তরুণীর নতুন খেতাবে গর্বিত গোটা দেশ। সেনসেশনের নাম হারনাজ সান্ধু। বা বলা ভাল মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। খুশির দিনে চিনে নিন হারনাজকে।

২১ বছরের মেয়েটি এক স্বপ্ন দেখেছিল। বিশ্বজয়ের স্বপ্ন। সেই স্বপ্নের উড়াল শুরু হয়েছিল অনেক ছোটবেলায়। চন্ডীগড়ের কোনও এক অখ্যাত গলিতে বেড়ে ওঠা মেয়েটি অবশেষে পেরেছেন। পেরেছেন দেশের মুখ উজ্জ্বল করতে। ২১ বছর পর ২১ বছরের ভারতীয় তরুণীর নতুন খেতাবে গর্বিত গোটা দেশ। সেনসেশনের নাম হারনাজ সান্ধু। বা বলা ভাল মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। খুশির দিনে চিনে নিন হারনাজকে।

1 / 6
পঞ্জাবের চন্ডীগড়ে জন্ম তাঁর। পড়েছেন শিবালিক পাবলিক স্কুলে।

পঞ্জাবের চন্ডীগড়ে জন্ম তাঁর। পড়েছেন শিবালিক পাবলিক স্কুলে।

2 / 6
 জনসংযোগ নিয়ে মাস্টার্স করেছেন তিনি। পঞ্জাবি ছবির জগতে রয়েছেন বহুদিন। মডেলিং জগতেও তিনি বেশ সুপরিচিত নাম।

জনসংযোগ নিয়ে মাস্টার্স করেছেন তিনি। পঞ্জাবি ছবির জগতে রয়েছেন বহুদিন। মডেলিং জগতেও তিনি বেশ সুপরিচিত নাম।

3 / 6
 ভালবাসেন অভিনয় করতে। হবি সাঁতার কাটা, ঘোড়ায় চড়া আর নাচ। এর আগেও মিস চন্ডীগড় হয়েছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও জুটেছে তাঁর।

ভালবাসেন অভিনয় করতে। হবি সাঁতার কাটা, ঘোড়ায় চড়া আর নাচ। এর আগেও মিস চন্ডীগড় হয়েছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও জুটেছে তাঁর।

4 / 6
মিস ইউনিভার্সের মঞ্চে প্রথম থেকেই তিনি ছিলেন নজরে। তবে ফাইনাল স্পিচের বাজিমাত করেন হারনাজ। হারনাজ বলেনম "এই সময় যুবরা যে সমস্যার মুখে পড়েছে তা হন নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ কর। তার চেয়ে বরং বিশ্বব্যাপী কী হচ্ছে তা নিয়ে কথা বল। তুমি নিজেই তোমার আওয়াজ। আমি নিজেকে বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে রয়েছি।

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথম থেকেই তিনি ছিলেন নজরে। তবে ফাইনাল স্পিচের বাজিমাত করেন হারনাজ। হারনাজ বলেনম "এই সময় যুবরা যে সমস্যার মুখে পড়েছে তা হন নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ কর। তার চেয়ে বরং বিশ্বব্যাপী কী হচ্ছে তা নিয়ে কথা বল। তুমি নিজেই তোমার আওয়াজ। আমি নিজেকে বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে রয়েছি।

5 / 6
ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নগদ যখন মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হয়, মঞ্চের মধ্যে দাঁড়িয়েই ঝরঝর করে কেঁদে ফেলেন হারনাজ। এক স্বপ্ন দেখেছিলেন তিনি। দেখেছিলেন ২১ বছরে ভারতের মিস ইউনিভার্স না পাওয়ার যন্ত্রণাকে লাঘব করতে। আজ তাঁর স্বপ্নপূরণের দিন, তাঁকে অনেক শুভেচ্ছা।

ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নগদ যখন মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হয়, মঞ্চের মধ্যে দাঁড়িয়েই ঝরঝর করে কেঁদে ফেলেন হারনাজ। এক স্বপ্ন দেখেছিলেন তিনি। দেখেছিলেন ২১ বছরে ভারতের মিস ইউনিভার্স না পাওয়ার যন্ত্রণাকে লাঘব করতে। আজ তাঁর স্বপ্নপূরণের দিন, তাঁকে অনেক শুভেচ্ছা।

6 / 6