Asia Cup 2022: হার্দিক থেকে শাদাব, ভারত-পাক ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যাঁরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 27, 2022 | 9:30 AM

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এমন অলরাউন্ডার মজুত রয়েছে দুই দলেই। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শাদাব খান, মহম্মদ রিজওয়ানরা ব্যাটে-বলে বিপক্ষকে ঘোল খাওয়ানোর জন্য তৈরি।

1 / 5
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এমন অলরাউন্ডার মজুত রয়েছে দুই দলেই।  হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শাদাব খান, মহম্মদ রিজওয়ানরা ব্যাটে-বলে বিপক্ষকে ঘোল খাওয়ানোর জন্য তৈরি। (ছবি:টুইটার)

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এমন অলরাউন্ডার মজুত রয়েছে দুই দলেই। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শাদাব খান, মহম্মদ রিজওয়ানরা ব্যাটে-বলে বিপক্ষকে ঘোল খাওয়ানোর জন্য তৈরি। (ছবি:টুইটার)

2 / 5
প্রথমেই আসা যাক হার্দিক পান্ডিয়ার কথায়। ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় চোখ বন্ধ করে ভরসা করা যায়। আইপিএলের পর থেকে বদলে যাওয়া হার্দিক পাকিস্তানের মাথাব্য়াথার অন্য়তম কারণ। সবচেয়ে স্বস্তির বিষয় যে হার্দিক বোলিংটাও পুরোদমে শুরু করেছেন। উইকেটও পাচ্ছেন। তাঁকে সামলাতে পাকিস্তানকে বেগ পেতে হবে বলাই বাহুল্য। (ছবি:টুইটার)

প্রথমেই আসা যাক হার্দিক পান্ডিয়ার কথায়। ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় চোখ বন্ধ করে ভরসা করা যায়। আইপিএলের পর থেকে বদলে যাওয়া হার্দিক পাকিস্তানের মাথাব্য়াথার অন্য়তম কারণ। সবচেয়ে স্বস্তির বিষয় যে হার্দিক বোলিংটাও পুরোদমে শুরু করেছেন। উইকেটও পাচ্ছেন। তাঁকে সামলাতে পাকিস্তানকে বেগ পেতে হবে বলাই বাহুল্য। (ছবি:টুইটার)

3 / 5
পাকিস্তানের ইউটিলিট প্লেয়ার। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার পাকিস্তানের শাদাব খান। এশিয়া কাপে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে তিনি। শুধু তাই নয়, ব্যাট হাতেও তাণ্ডব চালাতে সিদ্ধহস্ত সাদাব। অনেকেই রবীন্দ্র জাদেজার সঙ্গে মিল খুঁজে পান তাঁর।(ছবি:টুইটার)

পাকিস্তানের ইউটিলিট প্লেয়ার। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার পাকিস্তানের শাদাব খান। এশিয়া কাপে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে তিনি। শুধু তাই নয়, ব্যাট হাতেও তাণ্ডব চালাতে সিদ্ধহস্ত সাদাব। অনেকেই রবীন্দ্র জাদেজার সঙ্গে মিল খুঁজে পান তাঁর।(ছবি:টুইটার)

4 / 5
দক্ষ অলরাউন্ডারদের তালিকায় উপরের দিকেই নাম থাকে রবীন্দ্র জাদেজার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং - তিনটে বিভাগেই সম পারদর্শী। টি-২০ ফরম্যাটে শুধুমাত্র জাদেজার পরিসংখ্যান দেখে নামলে ভুগতে হবে বাবরদের।(ছবি:টুইটার)

দক্ষ অলরাউন্ডারদের তালিকায় উপরের দিকেই নাম থাকে রবীন্দ্র জাদেজার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং - তিনটে বিভাগেই সম পারদর্শী। টি-২০ ফরম্যাটে শুধুমাত্র জাদেজার পরিসংখ্যান দেখে নামলে ভুগতে হবে বাবরদের।(ছবি:টুইটার)

5 / 5
পাক টিমের কিপার অলরাউন্ডার। টি-২০তে শতরান হাঁকানোর নজির রয়েছে মহম্মদ রিজওয়ানের। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে রিজওয়ানের পারফরম্যান্স।(ছবি:টুইটার)

পাক টিমের কিপার অলরাউন্ডার। টি-২০তে শতরান হাঁকানোর নজির রয়েছে মহম্মদ রিজওয়ানের। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে রিজওয়ানের পারফরম্যান্স।(ছবি:টুইটার)

Next Photo Gallery