Fruits Combo: এই ফলগুলি এক সঙ্গে খেলে হিতে বিপরীতও হতে পারে!
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 13, 2021 | 5:49 PM
ফল শরীরে পক্ষে খুব ভাল, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কিছু কিছু ফল কম্বিনেশন রয়েছে যা এক সঙ্গে না খাওয়াই ভাল। এতে শরীরে প্রভাব পড়তে পারে, আপনি অসুস্থ বোধ করতে পারেন। তাই এই ফলের কম্বিনেশনগুলি এড়িয়ে চলুন...
1 / 6
গাজরের সঙ্গে কমলালেবু খেলে বুক জ্বালা করতে পারে। এমনকি কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
2 / 6
শিশুদের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে পেঁপে ও লেবু। এই দুটি ফল এক সঙ্গে খেলে রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে যেতে পারে, যার ফলে অ্যানেমিয়ার সমস্যা দেখা দিতে পারে।
3 / 6
দুধ ও কমলালেবু এক সঙ্গে খেলে শরীরে অ্যাসিডিটি তৈরি হতে পারে। যেখান থেকে আপনার শরীরে বদহজমের সমস্যা দেখা দেবে।
4 / 6
কলা ও পেয়ারা এক সঙ্গে খেলে অ্যাসিডিটি, বমি বমি ভাব, গ্যাস, এবং ক্রমাগত মাথাব্যথার মত সমস্যা দেখা দিতে পারে।
5 / 6
ফল ও সবজি দুটোই শরীরের জন্য উপকারী। কিন্তু দুটো যদি একসঙ্গে খান তাহলে ডায়রিয়া, মাথাব্যথা, সংক্রমণ এবং পেটে ব্যথার মত সমস্যা দেখা দিতে পারে।
6 / 6
আনারস ও দুধ এক সঙ্গে খেলে পেটে গ্যাস, বমি বমি ভাব, সংক্রমণ, মাথাব্যথা এবং পেটে ব্যথার মত সমস্যা দেখা দিতে পারে।