আজ পূর্ণিমা। ইতিমধ্যে বেড়েছে জলস্তর। দীঘায় তৈরি হয়েছে জলোচ্ছ্বাস। রীতিমতো খুশি পর্যটকরা
সৈকত নগরী দিঘায় জলোচ্ছ্বাসের জেরে উত্তাল। ভরা পূর্ণিমায় কোটালের সৈকত নগরীর দিঘা, শঙ্করপুর ও তাজপুর ,জলধা,চাঁদপুর সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।
দিঘা মেরিন ড্রাইভ গাড়োয়াল টপকে লোকালয় জল ঢুকে পড়ছে।
১০-১৫ ফুট জল লোকালয়ে ঢুকে ঢুকে পড়ছে। রাস্তার উপর জমে রয়েছে জল।
শঙ্করপুরে একাধিক গ্রামে ঢুকে পড়েছে সামুদ্রিক জল।