AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garuda Purana:এই জীবনে এমন কাজ করেই পরজন্মে কাক হয়ে জন্মাতে হতে পারে! জানাচ্ছে গরুড় পুরাণ

Bad Karma: হিন্দু ধর্মে, গরুড় পুরাণকে মৃত্যুর পরে ব্যাখ্যা করা হয়েছে যাতে কর্ম অনুসারে পরবর্তী জীবনে ফল নির্ধারণ করা যায়।

| Edited By: | Updated on: Sep 16, 2022 | 11:58 PM
Share
গরুড় পুরাণ অনুসারে, প্রত্যেক জীবেরই পুনর্জন্ম হয় অর্থাৎ সে পুনর্জন্ম লাভ করে। হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে যে ব্যক্তি জন্ম নেয় তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে।

গরুড় পুরাণ অনুসারে, প্রত্যেক জীবেরই পুনর্জন্ম হয় অর্থাৎ সে পুনর্জন্ম লাভ করে। হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে যে ব্যক্তি জন্ম নেয় তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে।

1 / 6
  গরুড় পুরাণ অনুসারে, একজন ব্যক্তি মৃত্যুর পরে কোন জন্মে পাবেন, তা তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে। হিন্দু ধর্মে, গরুড় পুরাণকে মৃত্যুর পরে ব্যাখ্যা করা হয়েছে যাতে কর্ম অনুসারে পরবর্তী জীবনে ফল নির্ধারণ করা যায়।

গরুড় পুরাণ অনুসারে, একজন ব্যক্তি মৃত্যুর পরে কোন জন্মে পাবেন, তা তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে। হিন্দু ধর্মে, গরুড় পুরাণকে মৃত্যুর পরে ব্যাখ্যা করা হয়েছে যাতে কর্ম অনুসারে পরবর্তী জীবনে ফল নির্ধারণ করা যায়।

2 / 6
গরুড় পুরাণে বিশদভাবে বলা হয়েছে যে কর্মফলের ভিত্তিতে মানুষ তার পরবর্তী জন্মে কী রূপে জন্ম নেয়। গরুড় পুরাণ বলে যে ভাল কর্ম এবং খারাপ কর্মের ভিত্তিতে অন্য কর্মের জন্ম নির্ধারণ করা হয়।

গরুড় পুরাণে বিশদভাবে বলা হয়েছে যে কর্মফলের ভিত্তিতে মানুষ তার পরবর্তী জন্মে কী রূপে জন্ম নেয়। গরুড় পুরাণ বলে যে ভাল কর্ম এবং খারাপ কর্মের ভিত্তিতে অন্য কর্মের জন্ম নির্ধারণ করা হয়।

3 / 6
  একইভাবে, গরুড় পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি নিমন্ত্রণ, বিবাহ অনুষ্ঠান বা অন্য কোনও ভোজ ছাড়াই কারও বাড়িতে পৌঁছে খাবার খায় তার পরবর্তী জীবনে কী হয়।

একইভাবে, গরুড় পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি নিমন্ত্রণ, বিবাহ অনুষ্ঠান বা অন্য কোনও ভোজ ছাড়াই কারও বাড়িতে পৌঁছে খাবার খায় তার পরবর্তী জীবনে কী হয়।

4 / 6
গরুড় পুরাণ জানাচ্ছে, বিনা আমন্ত্রণে কারোর বাড়িতে পৌঁছে বা বিয়ের অনুষ্ঠানে পৌঁছে খাবার খায় সে পরবর্তী জীবনে কাক হয়ে জন্মায়।

গরুড় পুরাণ জানাচ্ছে, বিনা আমন্ত্রণে কারোর বাড়িতে পৌঁছে বা বিয়ের অনুষ্ঠানে পৌঁছে খাবার খায় সে পরবর্তী জীবনে কাক হয়ে জন্মায়।

5 / 6
আসলে অনামন্ত্রিত অতিথিকে পরবর্তী জীবনে কাক হয়ে শাস্তি ভোগ করতে হয়। যেন বাড়ির মালিককে বলে যে কেউ একজন আসতে চলেছে যাতে বাড়ির মালিক যতটা সম্ভব তার আগমনের প্রস্তুতি নিতে পারে।

আসলে অনামন্ত্রিত অতিথিকে পরবর্তী জীবনে কাক হয়ে শাস্তি ভোগ করতে হয়। যেন বাড়ির মালিককে বলে যে কেউ একজন আসতে চলেছে যাতে বাড়ির মালিক যতটা সম্ভব তার আগমনের প্রস্তুতি নিতে পারে।

6 / 6