Affordable Geyser: এই শীতে 200 টাকারও কমে বাড়ি নিয়ে আসুন গিজ়ার, Amazon-এ অফার থাকবে আর কয়েক ঘণ্টা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 20, 2023 | 4:17 PM

Low Price Geysers: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Amazon গ্র্যান্ড রিপাবলিক ডে সেল (Amazon Grand Republic Day Sale) নিয়ে হাজির হয়েছে। গ্র্যান্ড রিপাবলিক ডে সেলে গিজা়রের উপর অনেক ছাড় দিচ্ছে Amazon।

1 / 6
শীতে বেশিরভাগ কাজের জন্য়ই গরম জলের প্রয়োজন হয়। গ্যাসের দাম দিন দিন বাড়তে থাকায় সেখানে জল গরম করার খরচ অনেকটাই বেশি। অনেকে আবার রড হিটারের মাধ্যমে বালতিতে জল গরম করেন। তাই শীতের জন্য় অনেকেই প্রায় গিজা়র কেনার কথা ভাবেন।

শীতে বেশিরভাগ কাজের জন্য়ই গরম জলের প্রয়োজন হয়। গ্যাসের দাম দিন দিন বাড়তে থাকায় সেখানে জল গরম করার খরচ অনেকটাই বেশি। অনেকে আবার রড হিটারের মাধ্যমে বালতিতে জল গরম করেন। তাই শীতের জন্য় অনেকেই প্রায় গিজা়র কেনার কথা ভাবেন।

2 / 6
তবে শীত এলেই গিজা়র একটু দামি হয়ে যায়। যে কারণে এটি কেনা একটু কঠিন হয়ে পড়ে। তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Amazon গ্র্যান্ড রিপাবলিক ডে সেল (Amazon Grand Republic Day Sale) নিয়ে হাজির হয়েছে।

তবে শীত এলেই গিজা়র একটু দামি হয়ে যায়। যে কারণে এটি কেনা একটু কঠিন হয়ে পড়ে। তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Amazon গ্র্যান্ড রিপাবলিক ডে সেল (Amazon Grand Republic Day Sale) নিয়ে হাজির হয়েছে।

3 / 6
গ্র্যান্ড রিপাবলিক ডে সেলে গিজা়রের উপর অনেক ছাড় দিচ্ছে Amazon। কিন্তু এই বিক্রি শুধুমাত্র 20 জানুয়ারি পর্যন্ত। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অফারটির সুবিধা নিন। তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন গিজা়রের উপর ছাড় দিচ্ছে Amazon।

গ্র্যান্ড রিপাবলিক ডে সেলে গিজা়রের উপর অনেক ছাড় দিচ্ছে Amazon। কিন্তু এই বিক্রি শুধুমাত্র 20 জানুয়ারি পর্যন্ত। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অফারটির সুবিধা নিন। তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন গিজা়রের উপর ছাড় দিচ্ছে Amazon।

4 / 6
Bajaj New Shakti Neo 15L গিজা়রটির আসল দাম 13,150 টাকা। তবে Amazon সেলে গিজা়রটি 5,499 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি এটিকে 263 টাকার ইএমআইতেও কিনতে পারবেন।

Bajaj New Shakti Neo 15L গিজা়রটির আসল দাম 13,150 টাকা। তবে Amazon সেলে গিজা়রটি 5,499 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি এটিকে 263 টাকার ইএমআইতেও কিনতে পারবেন।

5 / 6
Crompton Amica 15L গিজা়রটিতে আপনি 42% ছাড় পাবেন। এই গিজা়রটির আসল দাম 10,500 টাকা। তবে  আপনি 320 টাকার ইএমআইতে এই গিজারটি 6,690 টাকায় কিনতে পারবেন।

Crompton Amica 15L গিজা়রটিতে আপনি 42% ছাড় পাবেন। এই গিজা়রটির আসল দাম 10,500 টাকা। তবে আপনি 320 টাকার ইএমআইতে এই গিজারটি 6,690 টাকায় কিনতে পারবেন।

6 / 6
Hindware Atlantic Acero Neo-এর উপরেও অনেক ছাড় মিলছে। 15 লিটারের এই গিজা়রটির আসল দাম 5,999 টাকা। তবে আপনি গিজারটি ছাড় সহ 4,769 টাকায় পেতে পারেন। আপনি এটি 199 টাকার ইএমআইতেও কিনতে পারবেন।

Hindware Atlantic Acero Neo-এর উপরেও অনেক ছাড় মিলছে। 15 লিটারের এই গিজা়রটির আসল দাম 5,999 টাকা। তবে আপনি গিজারটি ছাড় সহ 4,769 টাকায় পেতে পারেন। আপনি এটি 199 টাকার ইএমআইতেও কিনতে পারবেন।

Next Photo Gallery
IND W vs SA W: অভিষেকে নজর কাড়লেন আমনজোৎ, দীপ্তিদের দাপটে জয় ভারতের
New Parliament Building: আধুনিকতা আর সংস্কৃতির মেলবন্ধন! কেমন হবে নয়া সংসদ ভবনের অন্দরমহল? দেখুন ছবি