Tokyo Olympics 2020: ২৯ বছর পর অলিম্পিকে পদক ঘানার
১৯৯২ সালের পর প্রথম অলিম্পিক (Olympics) পদক নিশ্চিত করল ঘানা (Ghana)। বক্সিংয়ে (Boxing) পুরুষদের ফেদারওয়েটের (Boxing Featherweight) কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান প্রতিপক্ষ সিবার ডেভিড আভিলাকে সিগুরাকে (Ceiber David Ávila Segura) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ঘানার বক্সার স্যামুয়েল টাকি (Samuel Takyi)। এই মুহূর্তে টোকিও গেমস (Tokyo Games) থেকে ঘানার ব্রোঞ্জ পদক নিশ্চিত। সেমিফাইনালে স্যামুয়েল জিতলে বদলে যাবে পদকের রং। ২৯ বছর পর অপেক্ষার অবসান যখন হয়েছে, ঘানাবাসীরা চাইবে তাদের দেশে সোনাই আসুক।
Most Read Stories