Bangla News » Photo gallery » Ghanaian boxer Samuel Takyi wins his nation's first Olympic medal at Tokyo Olympics since 1992
Tokyo Olympics 2020: ২৯ বছর পর অলিম্পিকে পদক ঘানার
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Aug 01, 2021 | 4:43 PM
১৯৯২ সালের পর প্রথম অলিম্পিক (Olympics) পদক নিশ্চিত করল ঘানা (Ghana)। বক্সিংয়ে (Boxing) পুরুষদের ফেদারওয়েটের (Boxing Featherweight) কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান প্রতিপক্ষ সিবার ডেভিড আভিলাকে সিগুরাকে (Ceiber David Ávila Segura) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ঘানার বক্সার স্যামুয়েল টাকি (Samuel Takyi)। এই মুহূর্তে টোকিও গেমস (Tokyo Games) থেকে ঘানার ব্রোঞ্জ পদক নিশ্চিত। সেমিফাইনালে স্যামুয়েল জিতলে বদলে যাবে পদকের রং। ২৯ বছর পর অপেক্ষার অবসান যখন হয়েছে, ঘানাবাসীরা চাইবে তাদের দেশে সোনাই আসুক।
Aug 01, 2021 | 4:43 PM
২০ বছর বয়সী স্যামুয়েল টাকি ঘানার দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটাল। (সৌজন্যে-টুইটার)
১৯৯২ সালের পর প্রথমবার অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিল পুরুষদের ফুটবল দল। (সৌজন্যে-টুইটার)
টোকিও অলিম্পিকে বক্সিংয়ে পুরুষদের ফেদারওয়েটের সেমিফাইনালে উঠলেন স্যামুয়েল টাকি। (সৌজন্যে-টুইটার)
অলিম্পিক গেমস শুরু হওয়ার পর থেকে ঘানা মাত্র চারটি পদক পেয়েছে। যার মধ্যে ৩টি বক্সিং বিভাগ থেকে। (সৌজন্যে-টুইটার)
টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক নিশ্চিত ঘানার। ৩ অগস্ট সেমিফাইনালে আমেরিকার ডিউক রাগানের (Duke Ragan) বিরুদ্ধে নামবেন ঘানার স্যামুয়েল টাকি। সেই ম্যাচে জিতলে স্যামুয়েলের পদকের রং বদলাবে। (সৌজন্যে-টুইটার)