TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Jan 09, 2023 | 11:54 AM
সোনার দামে লাগাম পড়ানো যাচ্ছে না। প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে হলুদ ধাতুর দর (Gold Price Today)। এতে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের। সপ্তাহের প্রথম দিনেই অনেকটা হারে বাড়ল সোনার দর। তবে রুপোর দামে (Silver Price Today) এদিন কোনও পরিবর্তন দেখা যায়নি।
জানুয়ারির প্রথম থেকেই সোনার দাম বেড়ে চলেছে। এবার পরপর দু'দিন দাম কমল হলুদ ধাতুর। দাম কমল সোনার। আজ ১ কেজি রুপোর দাম কমে রয়েছে ৭১,৫০০ টাকা।
প্রতীকী ছবি
এ দিন সোনার দামের সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে হলুদ ধাতুর দর। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।