Hansika Controversy: রাতারাতি মেয়েকে বড় করতে হবে, হৃত্বিকের নায়িকা হতেই শুরু একের পর এক ইঞ্জেকশন? তারপর…

Inside Story: মাত্র ১২ বছর বয়সে হৃত্বিক রোশনের ছবিকে কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু চার বছরের মধ্যেই পরিণত ফিগার?

| Edited By: | Updated on: Feb 18, 2023 | 3:01 PM
মাত্র ১২ বছর বয়সে হৃত্বিক রোশনের ছবিকে কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু চার বছরের মধ্যেই পরিণত ফিগার? মাত্র ১৬ বছর বয়সে ২০ বছরের বেশি লুকেই ধরা দিয়েছিলেন তিনি।

মাত্র ১২ বছর বয়সে হৃত্বিক রোশনের ছবিকে কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু চার বছরের মধ্যেই পরিণত ফিগার? মাত্র ১৬ বছর বয়সে ২০ বছরের বেশি লুকেই ধরা দিয়েছিলেন তিনি।

1 / 8
এই প্রসঙ্গে তাঁর মাও চুপ থাকেননি। তিনিও সাফ জানিয়েছিলেন, যে যদি এটা সত্যি হয় তবে তিনি নিঃসন্দেহে টাটা-বিড়লাদের থেকে অনেক বড়। আর যদি হয়ে থাকতেন, তবে তিনি নিশ্চয়ই বলতেন, তিনি দিয়েছেন।

এই প্রসঙ্গে তাঁর মাও চুপ থাকেননি। তিনিও সাফ জানিয়েছিলেন, যে যদি এটা সত্যি হয় তবে তিনি নিঃসন্দেহে টাটা-বিড়লাদের থেকে অনেক বড়। আর যদি হয়ে থাকতেন, তবে তিনি নিশ্চয়ই বলতেন, তিনি দিয়েছেন।

2 / 8
তবে এই জল্পনা কি আদৌ সত্যি! সম্প্রতি এক শো-তে নিজেই এই প্রসঙ্গে মুখ খুললেন হনসিকা। অভিনেত্রী জানিয়েছিলেন, সেলিব্রিটি হওয়ার এটাই পার্শ্বপতিক্রিয়া। যে যা পারে তাই লিখে দেয়।

তবে এই জল্পনা কি আদৌ সত্যি! সম্প্রতি এক শো-তে নিজেই এই প্রসঙ্গে মুখ খুললেন হনসিকা। অভিনেত্রী জানিয়েছিলেন, সেলিব্রিটি হওয়ার এটাই পার্শ্বপতিক্রিয়া। যে যা পারে তাই লিখে দেয়।

3 / 8
হনসিকা মতওয়ানি, নামে হয়তো অনেকেই চিনবেন না, তবে তাঁর একটা ছবিই পরিচিতি তৈরি করে দিয়ে গিয়েছিল। ছবির নাম কই মিল গেয়া। হৃত্বিক রোশনের এই ছবির মাধ্যমেই সর্বাধিক জনপ্রিয় হয়েছিল এই শিশুশিল্পী।

হনসিকা মতওয়ানি, নামে হয়তো অনেকেই চিনবেন না, তবে তাঁর একটা ছবিই পরিচিতি তৈরি করে দিয়ে গিয়েছিল। ছবির নাম কই মিল গেয়া। হৃত্বিক রোশনের এই ছবির মাধ্যমেই সর্বাধিক জনপ্রিয় হয়েছিল এই শিশুশিল্পী।

4 / 8
হনসিকার মা ঠিক তেমনটা চাননি বলেই শোনা যায়। প্রাথমিকভাবে জল্পনা ছড়ায় তাঁর মা নাকি রীতিমত হরমোন বৃদ্ধির ইঞ্জেকশন দেওয়া শুরু করেছিলেন। যাঁকে যোগাযোগ থাকতে থাকতেই মেয়ে অভিনেত্রী হয়ে ওঠে।

হনসিকার মা ঠিক তেমনটা চাননি বলেই শোনা যায়। প্রাথমিকভাবে জল্পনা ছড়ায় তাঁর মা নাকি রীতিমত হরমোন বৃদ্ধির ইঞ্জেকশন দেওয়া শুরু করেছিলেন। যাঁকে যোগাযোগ থাকতে থাকতেই মেয়ে অভিনেত্রী হয়ে ওঠে।

5 / 8
আর তাঁর সেই লুক সামনে আসতেই শুরু হয়ে গিয়েছিল রাতারাতি চর্চা। সকলেই বলা শুরু করেছিল বলিউডে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য বড্ড তাড়াহুরো করেন তাঁর মা। সেই কারণেই শরীরের এই বৃদ্ধি।

আর তাঁর সেই লুক সামনে আসতেই শুরু হয়ে গিয়েছিল রাতারাতি চর্চা। সকলেই বলা শুরু করেছিল বলিউডে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য বড্ড তাড়াহুরো করেন তাঁর মা। সেই কারণেই শরীরের এই বৃদ্ধি।

6 / 8
ভাইরাল ছবির পরিপ্রেক্ষিতে হনসিকার মা এও জানান, তাঁরা পঞ্চাবী, আর পঞ্জাবীদের মেয়েরা ১২ থেকে ১৬-র মধ্যেই বেড়ে ওঠে। সেই কারণেই এই বার চোখে পড়ে সকলের।

ভাইরাল ছবির পরিপ্রেক্ষিতে হনসিকার মা এও জানান, তাঁরা পঞ্চাবী, আর পঞ্জাবীদের মেয়েরা ১২ থেকে ১৬-র মধ্যেই বেড়ে ওঠে। সেই কারণেই এই বার চোখে পড়ে সকলের।

7 / 8
Hansika Controversy: রাতারাতি মেয়েকে বড় করতে হবে, হৃত্বিকের নায়িকা হতেই শুরু একের পর এক ইঞ্জেকশন? তারপর…

8 / 8
Follow Us: