শুভ জন্মদিন দিলজিৎ দোসাঞ্জ, অভিনয় আর গায়কির দক্ষতায় দর্শকদের ‘দিল’ জিতেছেন তিনি

Jan 06, 2021 | 11:50 AM

ভাল অভিনেতা হওয়ার পাশাপাশি নিজের গান দিয়েও দর্শকমহলে জায়গা করে নিয়েছিলেন দিলজিৎ।

1 / 9
শুভ জন্মদিন দিলজিৎ দোসাঞ্জ। আজ ৩৭ বছরে পা দিলেন অভিনেতা। বিগ স্ক্রিনে অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গান দিলজিৎ। এর মধ্যেই ‘উড়তা পাঞ্জাব’, ‘সুরমা’, ‘গুড নিউজ’ ও আরও অনেকে ছবিতে দিলজিতের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এছাড়াও অনুরাগীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দিলজিতের দরাজ গলা।

শুভ জন্মদিন দিলজিৎ দোসাঞ্জ। আজ ৩৭ বছরে পা দিলেন অভিনেতা। বিগ স্ক্রিনে অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গান দিলজিৎ। এর মধ্যেই ‘উড়তা পাঞ্জাব’, ‘সুরমা’, ‘গুড নিউজ’ ও আরও অনেকে ছবিতে দিলজিতের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এছাড়াও অনুরাগীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দিলজিতের দরাজ গলা।

2 / 9
জন্মের পর এই গায়ক-অভিনেতার নাম ছিল দলজিৎ সিং। এরপর ২০০৪ সালে নিজের প্রথম গানের অ্যালবাম ‘ইশক দা উড়া আদা’ রিলিজ করেন তিনি। তখনই নাম বদলে ফেলেন। দলজিৎ থেকে হয়ে যান দিলজিৎ।

জন্মের পর এই গায়ক-অভিনেতার নাম ছিল দলজিৎ সিং। এরপর ২০০৪ সালে নিজের প্রথম গানের অ্যালবাম ‘ইশক দা উড়া আদা’ রিলিজ করেন তিনি। তখনই নাম বদলে ফেলেন। দলজিৎ থেকে হয়ে যান দিলজিৎ।

3 / 9
খুব অল্প বয়সে গানের জগতে আত্মপ্রকাশ হয় দিলজিতের। ছোট থেকেই বাড়ির কাছাকাছি স্থানীয় গুরুদ্বারায় গুরুবানি গান গাইতেন দিলজিত। পরে ধীরে ধীরে অ্যালবাম বের করেন। তারপর শুরু হয় বলিউডের জার্নি।

খুব অল্প বয়সে গানের জগতে আত্মপ্রকাশ হয় দিলজিতের। ছোট থেকেই বাড়ির কাছাকাছি স্থানীয় গুরুদ্বারায় গুরুবানি গান গাইতেন দিলজিত। পরে ধীরে ধীরে অ্যালবাম বের করেন। তারপর শুরু হয় বলিউডের জার্নি।

4 / 9
২০১৩ সালে নিজের জন্মদিনের দিন একটি এনজিও শুরু করেন দিলজিৎ। নাম দিয়েছিলেন ‘সানঝ ফাউন্ডেশন’। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে দিলজিতের এই এনজিও। এছাড়াও বিভিন্ন অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমেও দানধ্যান করে এই সংস্থা।

২০১৩ সালে নিজের জন্মদিনের দিন একটি এনজিও শুরু করেন দিলজিৎ। নাম দিয়েছিলেন ‘সানঝ ফাউন্ডেশন’। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে দিলজিতের এই এনজিও। এছাড়াও বিভিন্ন অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমেও দানধ্যান করে এই সংস্থা।

5 / 9
সম্প্রতি কৃষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জকে। একদম মাঠে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তিনি। প্রতিবাদ স্থলে কৃষকদের পাশে বসে কৃষি আইনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এ নিয়ে অবশ্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তাঁর টুইট যুদ্ধ চলেছে। পরিস্থিতির কারণে রাতারাতি দিলজিতের টুইটারে ফলোয়ারের সংখ্যাও বেড়ে গিয়েছে।

সম্প্রতি কৃষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জকে। একদম মাঠে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তিনি। প্রতিবাদ স্থলে কৃষকদের পাশে বসে কৃষি আইনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এ নিয়ে অবশ্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তাঁর টুইট যুদ্ধ চলেছে। পরিস্থিতির কারণে রাতারাতি দিলজিতের টুইটারে ফলোয়ারের সংখ্যাও বেড়ে গিয়েছে।

6 / 9
শোনা যায় দিলজিৎ সিং বিবাহিত। তাঁর একটি ছেলেও রয়েছে। তবে পরিবারকে লাইমলাইট থেকে একেবারেই দূরে রেখেছেন তিনি। বহু সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে যে তাঁর কাজের প্রভাব তাঁর পরিবারের উপর কোনওভাবেই পড়ুক এটা তিনি চান না একেবারেই। সেই জন্যই পরিবারের ব্যাপারে ক্যামেরার সামনে কখনও মুখ খুলতে দেখা যায়নি দিলজিৎকে।

শোনা যায় দিলজিৎ সিং বিবাহিত। তাঁর একটি ছেলেও রয়েছে। তবে পরিবারকে লাইমলাইট থেকে একেবারেই দূরে রেখেছেন তিনি। বহু সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে যে তাঁর কাজের প্রভাব তাঁর পরিবারের উপর কোনওভাবেই পড়ুক এটা তিনি চান না একেবারেই। সেই জন্যই পরিবারের ব্যাপারে ক্যামেরার সামনে কখনও মুখ খুলতে দেখা যায়নি দিলজিৎকে।

7 / 9
গুরদাস মানের পর দিলজিৎ দোসাঞ্জ দ্বিতীয় পাঞ্জাবি গায়ক যিনি লন্ডনের Wembley Arena-তে জমিয়ে শো করেছেন। ১২,৫০০ সিটের অডিটোরিয়ামের সব সিট বুক ছিল দিলজিতের শোয়ের দিন।

গুরদাস মানের পর দিলজিৎ দোসাঞ্জ দ্বিতীয় পাঞ্জাবি গায়ক যিনি লন্ডনের Wembley Arena-তে জমিয়ে শো করেছেন। ১২,৫০০ সিটের অডিটোরিয়ামের সব সিট বুক ছিল দিলজিতের শোয়ের দিন।

8 / 9
দিলজিৎই প্রথম পাগড়ি বাঁধা শিখ যাঁর মোমের মূর্তি রয়েছে মাদাম তুসোয়। গায়ক-অভিনেতার ঝুলিতে রয়েছে আরও খেতাব। দিলজিৎ সাতটি Brit Asia TV World Music Award জিতেছেন। তাঁর প্রথম মিউজিক ভিডিও ছিল ‘প্রপার পাটোলা’।

দিলজিৎই প্রথম পাগড়ি বাঁধা শিখ যাঁর মোমের মূর্তি রয়েছে মাদাম তুসোয়। গায়ক-অভিনেতার ঝুলিতে রয়েছে আরও খেতাব। দিলজিৎ সাতটি Brit Asia TV World Music Award জিতেছেন। তাঁর প্রথম মিউজিক ভিডিও ছিল ‘প্রপার পাটোলা’।

9 / 9
জামাকাপড় এবং জুতোর ব্যাপারে বড়ই শৌখিন দিলজিৎ দোসাঞ্জ। ‘Urban Pendu’, এবং ‘WEARED 6’---- এই দুটো ফ্যাশন ব্র্যান্ড রয়েছে দিলজিতের নামের সঙ্গে। স্নিকার কালেকশন করা দিলজিতের অন্যতম শখ। তাঁর সবচেয়ে দামি স্নিকারের নাম Adidas Yeezy 750 Boost। এর দাম ৫,৮০,৬৫০ টাকা।

জামাকাপড় এবং জুতোর ব্যাপারে বড়ই শৌখিন দিলজিৎ দোসাঞ্জ। ‘Urban Pendu’, এবং ‘WEARED 6’---- এই দুটো ফ্যাশন ব্র্যান্ড রয়েছে দিলজিতের নামের সঙ্গে। স্নিকার কালেকশন করা দিলজিতের অন্যতম শখ। তাঁর সবচেয়ে দামি স্নিকারের নাম Adidas Yeezy 750 Boost। এর দাম ৫,৮০,৬৫০ টাকা।

Next Photo Gallery