শুভ জন্মদিন ফারহা খান, বলিউডের সফলতম কোরিওগ্রাফার পরিচালনার পাশাপাশি করেছেন অভিনয়ও

| Updated on: Jan 09, 2021 | 11:13 AM
বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারহা খানের আজ জন্মদিন। ৫৬ বছরের এই ড্যান্স কোরিওগ্রাফার পরিচালনা করেছেন বেশ কিছু হিন্দি ছবি। রিয়েলিটি শোয়ের জাজ হিসেবেও নির্বাচিত হয়েছেন ফারহা।

বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারহা খানের আজ জন্মদিন। ৫৬ বছরের এই ড্যান্স কোরিওগ্রাফার পরিচালনা করেছেন বেশ কিছু হিন্দি ছবি। রিয়েলিটি শোয়ের জাজ হিসেবেও নির্বাচিত হয়েছেন ফারহা।

1 / 8
সবসময় হাসিখুশি থাকা ফারহার শৈশবটা বিশেষ আনন্দের ছিল না। তাঁর এবং ভাই সাজিদের খুব অল্প বয়সেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন ফারহার মা-বাবা। এরপর থেকে একবার বাবার বাড়ি আর একবার মায়ের কাছে এই নিয়েই কেটেছে জীবন।

সবসময় হাসিখুশি থাকা ফারহার শৈশবটা বিশেষ আনন্দের ছিল না। তাঁর এবং ভাই সাজিদের খুব অল্প বয়সেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন ফারহার মা-বাবা। এরপর থেকে একবার বাবার বাড়ি আর একবার মায়ের কাছে এই নিয়েই কেটেছে জীবন।

2 / 8
সরোজ খানের অ্যাসিসট্যান্ট হিসেবে কেরিয়ার শুরু করেন ফারহা। তখন কাজ চলছিল মনসুর খানে' যো জিতা ওহি সিকন্দর' ছবির। আচমকাই কোদাইকানালে 'পেহেলা নেশা'-র শ্যুটিং ছেড়ে চলে যান সরোজ খান। এরপর মাস্টারজির জায়গায় হাল ধরেন তাঁর অ্যাসিসট্যান্ট। ফারহার বয়স তখন ২৭ বছর। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ফারহাকে।

সরোজ খানের অ্যাসিসট্যান্ট হিসেবে কেরিয়ার শুরু করেন ফারহা। তখন কাজ চলছিল মনসুর খানে' যো জিতা ওহি সিকন্দর' ছবির। আচমকাই কোদাইকানালে 'পেহেলা নেশা'-র শ্যুটিং ছেড়ে চলে যান সরোজ খান। এরপর মাস্টারজির জায়গায় হাল ধরেন তাঁর অ্যাসিসট্যান্ট। ফারহার বয়স তখন ২৭ বছর। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ফারহাকে।

3 / 8
জোয়া আখতার এবং ফারহান আখতার ফারহা খানের কাজিন ব্রাদার এবং সিস্টার। আজ ফারহানেরও জন্মদিন। ফারহানের মা হানি ইরানি এবং ফারহার মা মেনাকা ইরানি ছিলেন দুই বোন।

জোয়া আখতার এবং ফারহান আখতার ফারহা খানের কাজিন ব্রাদার এবং সিস্টার। আজ ফারহানেরও জন্মদিন। ফারহানের মা হানি ইরানি এবং ফারহার মা মেনাকা ইরানি ছিলেন দুই বোন।

4 / 8
পরিচালক হিসেবে ফারহা খানের ডেবিউ ছবি 'ম্যায় হু না'। শাহরুখ খান অভিনীত ২০০৪ সালের এই সিনেমার জনে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফারহা। ফিল্মফেয়ারের এই ক্যাটেগরিতে মীরা নায়ারের পর ফারহাই ছিলেন দ্বিতীয় মহিলা পরিচালক।

পরিচালক হিসেবে ফারহা খানের ডেবিউ ছবি 'ম্যায় হু না'। শাহরুখ খান অভিনীত ২০০৪ সালের এই সিনেমার জনে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফারহা। ফিল্মফেয়ারের এই ক্যাটেগরিতে মীরা নায়ারের পর ফারহাই ছিলেন দ্বিতীয় মহিলা পরিচালক।

5 / 8
কোরিওগ্রাফার আর পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন ফারহা। করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে একটি ক্যামিও রোলে প্রথমবার দেখা গিয়েছিল ফারহাকে। সেটা ছিল ১৯৯৮ সাল। এরপর ২০২১ সালে বোমন ইরানির সঙ্গে 'শিরিন ফারহাস কি তো নিকল পড়ি' নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন ফারহা।

কোরিওগ্রাফার আর পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন ফারহা। করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে একটি ক্যামিও রোলে প্রথমবার দেখা গিয়েছিল ফারহাকে। সেটা ছিল ১৯৯৮ সাল। এরপর ২০২১ সালে বোমন ইরানির সঙ্গে 'শিরিন ফারহাস কি তো নিকল পড়ি' নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন ফারহা।

6 / 8
হলিউডেও জমিয়ে কাজ করেছেন ফারহা খান। 'বম্বে ড্রিমস' ছবির জন্য বেস্ট কোরিওগ্রাফারের নমিনেশন পেয়েছিলেন তিনি। ২০০৪ সালে টোনি অ্যাওয়ার্ডসের জন্য এই নমিনেশন পেয়েছিলেন ফারহা। 'বম্বে ড্রিমস' ছাড়াও 'মনসুন ওয়েডিং', 'ভ্যানিটি ফেয়ার' এইসব হলিউডের ছবিতেও কাজ করেছেন ফারহা।

হলিউডেও জমিয়ে কাজ করেছেন ফারহা খান। 'বম্বে ড্রিমস' ছবির জন্য বেস্ট কোরিওগ্রাফারের নমিনেশন পেয়েছিলেন তিনি। ২০০৪ সালে টোনি অ্যাওয়ার্ডসের জন্য এই নমিনেশন পেয়েছিলেন ফারহা। 'বম্বে ড্রিমস' ছাড়াও 'মনসুন ওয়েডিং', 'ভ্যানিটি ফেয়ার' এইসব হলিউডের ছবিতেও কাজ করেছেন ফারহা।

7 / 8
সূঁচে মারাত্মক ভয় পান ফারহা। ডাক্তারের কাছে গেলেও হাজার প্রয়োজন সত্ত্বেও কিছুতেই ইনজেকশন নিতে চান না তিনি।

সূঁচে মারাত্মক ভয় পান ফারহা। ডাক্তারের কাছে গেলেও হাজার প্রয়োজন সত্ত্বেও কিছুতেই ইনজেকশন নিতে চান না তিনি।

8 / 8
Follow Us: