AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Happy Birthday Manish Pandey: আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটারের আজ জন্মদিন

আইপিএলে (IPL) সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আজীবন মনে রাখা হবে মনীশ পান্ডেকে (Manish Pandey)। আজ ৩৩ পূর্ণ করলেন কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এই ডান হাতি ব্যাটার। দেশের জার্সিতে তিনি ২৯ টি ওয়ান ডে ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। একাধিকবার চোট-আঘাতের সমস্যা ও খারাপ ফর্মের জন্য ভারতীয় দলে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।

| Edited By: | Updated on: Sep 10, 2022 | 9:00 AM
Share
আইপিএলে (IPL) সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আজীবন মনে রাখা হবে মনীশ পান্ডেকে (Manish Pandey)। আজ ৩৩ পূর্ণ করলেন কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এই ডান হাতি ব্যাটার। দেশের জার্সিতে তিনি ২৯ টি ওয়ান ডে ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। একাধিকবার চোট-আঘাতের সমস্যা ও খারাপ ফর্মের জন্য ভারতীয় দলে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।

আইপিএলে (IPL) সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আজীবন মনে রাখা হবে মনীশ পান্ডেকে (Manish Pandey)। আজ ৩৩ পূর্ণ করলেন কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এই ডান হাতি ব্যাটার। দেশের জার্সিতে তিনি ২৯ টি ওয়ান ডে ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। একাধিকবার চোট-আঘাতের সমস্যা ও খারাপ ফর্মের জন্য ভারতীয় দলে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।

1 / 5
২০০৯ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলতেন মনীশ। সে বার তিনি আইপিএলের সেমিফাইনালে ডেকান চার্জার্সেক বিরুদ্ধে ৭৩ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে যান। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেন মনীশ।

২০০৯ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলতেন মনীশ। সে বার তিনি আইপিএলের সেমিফাইনালে ডেকান চার্জার্সেক বিরুদ্ধে ৭৩ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে যান। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেন মনীশ।

2 / 5
মালয়েশিয়ায় হওয়া ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন মনীশ পান্ডে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সেই ম্যাচে ১২ রানে জিতেছিল ভারত। ৩৩ বলে ২০ রান করেছিলেন মনীশ।

মালয়েশিয়ায় হওয়া ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন মনীশ পান্ডে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সেই ম্যাচে ১২ রানে জিতেছিল ভারত। ৩৩ বলে ২০ রান করেছিলেন মনীশ।

3 / 5
২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মনীশের। কেদার যাদবের সঙ্গে জুটিতে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন মনীশ। অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরিও করেন তিনি। শেষ অবধি ৭১ রানে সেই ম্যাচে আউট হয়েছিলেন মনীশ। সে বছরই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটেও অভিষেক হয়েছিল মনীশের। ২৯টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে মনীশের সংগ্রহ ৫৬৬ রান। ৩৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭০৯ রান।

২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মনীশের। কেদার যাদবের সঙ্গে জুটিতে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন মনীশ। অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরিও করেন তিনি। শেষ অবধি ৭১ রানে সেই ম্যাচে আউট হয়েছিলেন মনীশ। সে বছরই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটেও অভিষেক হয়েছিল মনীশের। ২৯টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে মনীশের সংগ্রহ ৫৬৬ রান। ৩৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭০৯ রান।

4 / 5
২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন মনীশ পান্ডে। ৬টি ম্যাচে খেলে তিনি করেন ৮৮ রান। সর্বাধিক করেছিলেন ৩৮ রান।

২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন মনীশ পান্ডে। ৬টি ম্যাচে খেলে তিনি করেন ৮৮ রান। সর্বাধিক করেছিলেন ৩৮ রান।

5 / 5