Hardik Pandya and Natasa Stankovic: একই মহিলাকে দু’বার বিয়ে, ছেলে কোলে সাতজন্মের শপথ হার্দিক-নাতাশার

দ্বিতীয়বার বিয়ে করলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। উদয়পুরে নিজের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে দ্বিতীয়বার সাতজন্ম একসঙ্গে থাকার শপথ নিলেন তিনি।

| Edited By: | Updated on: Feb 15, 2023 | 1:25 AM
 যা শোনা গিয়েছিল তাই সত্যি হল। রাজস্থানের উদয়পুরের খোলা আকাশের নিচে সাতজন্ম একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। (ছবি:ইনস্টাগ্রাম)

যা শোনা গিয়েছিল তাই সত্যি হল। রাজস্থানের উদয়পুরের খোলা আকাশের নিচে সাতজন্ম একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 7
পশ্চিমী রীতিনীতিতে বিয়ে সারলেন হার্দিক-নাতাশা। নাতাশার পরণে ছিল অসাধারণ একটি সাদা গাউন। কালো কোট, টাই, প্যান্টে হার্দিক অন্যরকম। (ছবি:ইনস্টাগ্রাম)

পশ্চিমী রীতিনীতিতে বিয়ে সারলেন হার্দিক-নাতাশা। নাতাশার পরণে ছিল অসাধারণ একটি সাদা গাউন। কালো কোট, টাই, প্যান্টে হার্দিক অন্যরকম। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 7
 উদয়পুরে খোলা আকাশের নিচে, পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে পড়তি আলোয় বিয়ে সারলেন যুগলে।  (ছবি:ইনস্টাগ্রাম)

উদয়পুরে খোলা আকাশের নিচে, পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে পড়তি আলোয় বিয়ে সারলেন যুগলে। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 7
"তিনবছর আগে যে শপথ নিয়েছিলাম তা পুনরায় করে এই দ্বীপে ভ্যালেন্টাইন্স ডে পালন করলাম।" ইনস্টাগ্রামের ক্যাপশনে লিখলেন হার্দিক।  (ছবি:ইনস্টাগ্রাম)

"তিনবছর আগে যে শপথ নিয়েছিলাম তা পুনরায় করে এই দ্বীপে ভ্যালেন্টাইন্স ডে পালন করলাম।" ইনস্টাগ্রামের ক্যাপশনে লিখলেন হার্দিক। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 7
২০২০ সালে আইনি বিয়ে সারার পর ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে পশ্চিমী রীতিতে বিয়ে করে নিলেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

২০২০ সালে আইনি বিয়ে সারার পর ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে পশ্চিমী রীতিতে বিয়ে করে নিলেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 7
ভালোবাসার দিনটিকে স্মরণীয় করে রাখলেন ক্রিকেট ও বিনোদন জগতের এই জুটি।(ছবি:ইনস্টাগ্রাম)

ভালোবাসার দিনটিকে স্মরণীয় করে রাখলেন ক্রিকেট ও বিনোদন জগতের এই জুটি।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 7
ছবিতে হার্দিক ও নাতাশার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের দেখা গিয়েছে। ছেলের পক্ষে সবার পোশাকের রং ছিল কালো। মেয়েপক্ষের হালকা গোলাপি।(ছবি:ইনস্টাগ্রাম)

ছবিতে হার্দিক ও নাতাশার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের দেখা গিয়েছে। ছেলের পক্ষে সবার পোশাকের রং ছিল কালো। মেয়েপক্ষের হালকা গোলাপি।(ছবি:ইনস্টাগ্রাম)

7 / 7
Follow Us: