EPL: হ্যারি কেনের রেকর্ডে অন্ধকারে ম্যান সিটি!

Manchester city vs Tottenham Hotspur: একটি মাত্র গোল। ইতিহাস এবং টটেনহ্যাম হটস্পারের জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে আত্মতুষ্টির খেসারত দিল ম্যাঞ্চেস্টার সিটি! হ্যারি কেনের রেকর্ড গোলে ১-০ ব্যবধানে জিতল টটেনহ্যাম হটস্পার। একদিন আগেই লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল হেরেছে এভার্টনের কাছে। আর্সেনালের পয়েন্ট নষ্ট হওয়ায় সুবিধাজনক জায়গায় ছিল ম্যাঞ্চেস্টার সিটি। এই ম্যাচ জিতলে আর্সেনালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলত সিটি। আর্সেনাল ফের পয়েন্ট নষ্ট করলে লিগ টেবলে শীর্ষে ওঠার সুযোগ থাকত।

| Edited By: | Updated on: Feb 06, 2023 | 4:14 AM
একটি মাত্র গোল। ইতিহাস এবং টটেনহ্যাম হটস্পারের জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে আত্মতুষ্টির খেসারত দিল ম্যাঞ্চেস্টার সিটি! (ছবি: টুইটার)

একটি মাত্র গোল। ইতিহাস এবং টটেনহ্যাম হটস্পারের জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে আত্মতুষ্টির খেসারত দিল ম্যাঞ্চেস্টার সিটি! (ছবি: টুইটার)

1 / 8
হ্যারি কেনের রেকর্ড গোলে ১-০ ব্যবধানে জিতল টটেনহ্যাম হটস্পার। একদিন আগেই লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল হেরেছে এভার্টনের কাছে। (ছবি: টুইটার)

হ্যারি কেনের রেকর্ড গোলে ১-০ ব্যবধানে জিতল টটেনহ্যাম হটস্পার। একদিন আগেই লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল হেরেছে এভার্টনের কাছে। (ছবি: টুইটার)

2 / 8
আর্সেনালের পয়েন্ট নষ্ট হওয়ায় সুবিধাজনক জায়গায় ছিল ম্যাঞ্চেস্টার সিটি। এই ম্যাচ জিতলে আর্সেনালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলত সিটি। (ছবি: টুইটার)

আর্সেনালের পয়েন্ট নষ্ট হওয়ায় সুবিধাজনক জায়গায় ছিল ম্যাঞ্চেস্টার সিটি। এই ম্যাচ জিতলে আর্সেনালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলত সিটি। (ছবি: টুইটার)

3 / 8
আর্সেনাল ফের পয়েন্ট নষ্ট করলে লিগ টেবলে শীর্ষে ওঠার সুযোগ থাকত। তেমনটা যদিও হল না। হেরে ম্যান সিটি সুযোগ নষ্ট করল। (ছবি: টুইটার)

আর্সেনাল ফের পয়েন্ট নষ্ট করলে লিগ টেবলে শীর্ষে ওঠার সুযোগ থাকত। তেমনটা যদিও হল না। হেরে ম্যান সিটি সুযোগ নষ্ট করল। (ছবি: টুইটার)

4 / 8
ম্যাচের মাত্র ১৫ মিনিটের মধ্যেই টটেনহ্যাম হটস্পারকে এগিয়ে দেন হ্যারি কেন। টটেনহ্যামের হয়ে সর্বাধিক গোলের নজির গড়লেন। এতদিন এই নজির ছিল জিমি গ্রিভসের। স্পারের হয়ে ২৬৭ গোলে সেই নতুন নজির গড়লেন হ্যারি কেন। (ছবি: টুইটার)

ম্যাচের মাত্র ১৫ মিনিটের মধ্যেই টটেনহ্যাম হটস্পারকে এগিয়ে দেন হ্যারি কেন। টটেনহ্যামের হয়ে সর্বাধিক গোলের নজির গড়লেন। এতদিন এই নজির ছিল জিমি গ্রিভসের। স্পারের হয়ে ২৬৭ গোলে সেই নতুন নজির গড়লেন হ্যারি কেন। (ছবি: টুইটার)

5 / 8
হারের পর ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা স্বীকার করে নিয়েছেন, আর্সেনাল পয়েন্ট নষ্ট করায় সম্ভবত আত্মতুষ্ট হয়ে পড়েছিল তাঁর দল। (ছবি: টুইটার)

হারের পর ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা স্বীকার করে নিয়েছেন, আর্সেনাল পয়েন্ট নষ্ট করায় সম্ভবত আত্মতুষ্ট হয়ে পড়েছিল তাঁর দল। (ছবি: টুইটার)

6 / 8
ম্যান সিটিকে হারানোয় টটেনহ্যামের গোলদাতা হ্যারি কেনকে শুভেচ্ছা জানিয়েছেন আর্সেনাল সমর্থকরা। আখেরে টটেনহ্যামের জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরল আর্সেনালে। (ছবি: টুইটার)

ম্যান সিটিকে হারানোয় টটেনহ্যামের গোলদাতা হ্যারি কেনকে শুভেচ্ছা জানিয়েছেন আর্সেনাল সমর্থকরা। আখেরে টটেনহ্যামের জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরল আর্সেনালে। (ছবি: টুইটার)

7 / 8
এ বারের প্রিমিয়ার লিগে সর্বাধিক গোলদাতা আর্লিং হালান্ড, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য জুলিয়ান আলভারেজ, ইংল্যান্ড তারকা জ্যাক গ্রিলিসের মতো স্ট্রাইকাররা থাকতেও জয় দূর অস্ত সমতা ফেরাতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার সিটি। (ছবি: টুইটার)

এ বারের প্রিমিয়ার লিগে সর্বাধিক গোলদাতা আর্লিং হালান্ড, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য জুলিয়ান আলভারেজ, ইংল্যান্ড তারকা জ্যাক গ্রিলিসের মতো স্ট্রাইকাররা থাকতেও জয় দূর অস্ত সমতা ফেরাতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার সিটি। (ছবি: টুইটার)

8 / 8
Follow Us: