EPL: হ্যারি কেনের রেকর্ডে অন্ধকারে ম্যান সিটি!
Manchester city vs Tottenham Hotspur: একটি মাত্র গোল। ইতিহাস এবং টটেনহ্যাম হটস্পারের জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে আত্মতুষ্টির খেসারত দিল ম্যাঞ্চেস্টার সিটি! হ্যারি কেনের রেকর্ড গোলে ১-০ ব্যবধানে জিতল টটেনহ্যাম হটস্পার। একদিন আগেই লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল হেরেছে এভার্টনের কাছে। আর্সেনালের পয়েন্ট নষ্ট হওয়ায় সুবিধাজনক জায়গায় ছিল ম্যাঞ্চেস্টার সিটি। এই ম্যাচ জিতলে আর্সেনালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলত সিটি। আর্সেনাল ফের পয়েন্ট নষ্ট করলে লিগ টেবলে শীর্ষে ওঠার সুযোগ থাকত।
Most Read Stories