Bangla NewsPhoto gallery Head coach Mario Rivera took the team to train ahead of SC East Bengal's away game against FC Goa on Wednesday
ISL 2021-22: মারিওর কোচিংয়ে অনুশীলনে লাল-হলুদ
নতুন কোচ মারিও রিভেরার (Mario Rivera) অধীনে অনুশীলন শুরু করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কোভিড কাঁটায় পরপর ৩দিন আইএসএলের (ISL) ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। কোভিডের কারণে ৪ দিন হোটেলে বন্দি ছিলেন ফুটবলাররা। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের। এখনও পর্যন্ত করোনা পজিটিভ এসসি ইস্টবেঙ্গলের ৩ ফুটবলার। চোট সারিয়ে অনেকটাই ফিট ফ্রাঞ্জো পর্চে। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ফিট হতে আরও এক সপ্তাহ সময় লাগবে আদিল খানের। বুধবারের ম্যাচ নিয়ে সংশয় থাকলেও অনুশীলন শুরু এসসি ইস্টবেঙ্গলের।