ISL 2021-22: মারিওর কোচিংয়ে অনুশীলনে লাল-হলুদ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 17, 2022 | 9:00 PM

নতুন কোচ মারিও রিভেরার (Mario Rivera) অধীনে অনুশীলন শুরু করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কোভিড কাঁটায় পরপর ৩দিন আইএসএলের (ISL) ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। কোভিডের কারণে ৪ দিন হোটেলে বন্দি ছিলেন ফুটবলাররা। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের। এখনও পর্যন্ত করোনা পজিটিভ এসসি ইস্টবেঙ্গলের ৩ ফুটবলার। চোট সারিয়ে অনেকটাই ফিট ফ্রাঞ্জো পর্চে। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ফিট হতে আরও এক সপ্তাহ সময় লাগবে আদিল খানের। বুধবারের ম্যাচ নিয়ে সংশয় থাকলেও অনুশীলন শুরু এসসি ইস্টবেঙ্গলের।

1 / 5
নতুন কোচ মারিও রিভেরার অধীনে অনুশীলন শুরু এসসি ইস্টবেঙ্গলের। (COURTSEY- SCEB Twitter)

নতুন কোচ মারিও রিভেরার অধীনে অনুশীলন শুরু এসসি ইস্টবেঙ্গলের। (COURTSEY- SCEB Twitter)

2 / 5
কোভিডের কারণে ৪ দিন হোটেলে বন্দি ছিলেন ফুটবলাররা। এফসি গোয়া ম্যাচের প্রস্তুতিতে অঙ্কিত-সৌরভরা।(COURTSEY- SCEB Twitter)

কোভিডের কারণে ৪ দিন হোটেলে বন্দি ছিলেন ফুটবলাররা। এফসি গোয়া ম্যাচের প্রস্তুতিতে অঙ্কিত-সৌরভরা।(COURTSEY- SCEB Twitter)

3 / 5
বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের। এখনও পর্যন্ত করোনা পজিটিভ এসসি ইস্টবেঙ্গলের ৩ ফুটবলার।(COURTSEY- SCEB Twitter)

বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের। এখনও পর্যন্ত করোনা পজিটিভ এসসি ইস্টবেঙ্গলের ৩ ফুটবলার।(COURTSEY- SCEB Twitter)

4 / 5
চোট সারিয়ে অনেকটাই ফিট ফ্রাঞ্জো পর্চে। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ফিট হতে আরও এক সপ্তাহ সময় লাগবে আদিল খানের। (COURTSEY- SCEB Twitter)

চোট সারিয়ে অনেকটাই ফিট ফ্রাঞ্জো পর্চে। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ফিট হতে আরও এক সপ্তাহ সময় লাগবে আদিল খানের। (COURTSEY- SCEB Twitter)

5 / 5
মারিও রিভেরা।
ছবি: টুইটার

মারিও রিভেরা। ছবি: টুইটার

Next Photo Gallery