পেটের গণ্ডগোল পিছু ছাড়ে না? এই ভেষজ চায়ে এক চুমুক দিলেই দূর হবে গ্যাস-অম্বল
megha |
Feb 04, 2024 | 12:24 PM
Herbal Tea for Health: খালি পেটে চা-কফি খেলে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে। এমনকি যত কম চা-কফি খাবেন, হজমের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। কিন্তু চা-কফি থেকে দূরে থাকা একটু বেশিই কঠিন। তবে, হজমের সমস্যা এড়াতে সম্পূর্ণরূপে চায়ের থেকে দূরে থাকার দরকার নেই।
1 / 8
খালি পেটে চা-কফি খেলে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে। এমনকি যত কম চা-কফি খাবেন, হজমের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। কিন্তু চা-কফি থেকে দূরে থাকা একটু বেশিই কঠিন।
2 / 8
হজমের গণ্ডগোল এড়াতে চাইলে স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চলতে হয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে শরীরচর্চা, সব বিষয়ের উপরই নজর রাখতে হয়। তবেই বাড়ে হজম ক্ষমতা।
3 / 8
হজমের সমস্যা এড়াতে সম্পূর্ণরূপে চায়ের থেকে দূরে থাকার দরকার নেই। এমন ৫টি চা রয়েছে, যা খেলে হজমজনিত সমস্যা কমে। বদহজমের সমস্যা এড়াতে এবং ইমিউনিটি বৃদ্ধি করতে এই ৫ চায়ে চুমুক দিন।
4 / 8
তুলসি ও অশ্বগন্ধার চা মানসিক চাপ কমাতে এবং শারীরিক প্রদাহ দূর করতে সাহায্য করে। এই চা খেলে মানসিক চাপের কারণে হওয়া হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি সংক্রমণের হাত থেকে রক্ষা পাবেন।
5 / 8
গরম জলে আদা ও পুদিনা পাতা ফুটিয়ে পান করুন। গ্যাস, বদহজম, পেটের ফোলাভাব সব কিছু দূর করে দেবে এই পানীয়। এছাড়াও এই চায়ে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা পেটের স্বাস্থ্যের জন্য উপকারী।
6 / 8
গরম জলে কাঁচা হলুদ, গোলমরিচ ও আদা ফুটিয়ে নিন। এই চা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণে ভরপুর। হলুদের চা লিভারে জমে থাকা টক্সিন দূর করে দেহে ইমিউনিটি বৃদ্ধি করে। স্বাদের জন্য এতে মধু মিশিয়ে খেতে পারেন।
7 / 8
আদা ও লেবুর চা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই চায়ে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে, আদা হজমজনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি দেয়। পাশাপাশি সর্দি-কাশির সমস্যা দূর করে আদা ও লেবুর চা।
8 / 8
আদা ও মুলেঠির চা স্বাস্থ্যের জন্য উপযোগী। হজমের সমস্যা দূর করার পাশাপাশি এই চা ফুসফুসের স্বাস্থ্য উন্নত করে। সর্দি-কাশিতে ভুগলে আদা ও মুলেঠির চা খেতে পারেন। এই চা রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়।