Uric Acid: এই ৪ রকম বাদাম খেলেই কমবে ইউরিক অ্যাসিড, গাউটের ব্যথা কমাতে খান আরও একটি বীজ
megha |
Mar 28, 2024 | 12:15 PM
Nuts and Seeds for Uric Acids & Gout: অতিরিক্ত ইউরিক অ্যাসিড যখন শরীর থেকে বেরোতে পারে না, তখনই সেটা জয়েন্টে জমতে থাকে। আর দেখা দেয় গাউটের সমস্যা। তাই ইউরিক অ্যাসিড বাড়লে অত্যধিক প্রোটিন ও দানাযুক্ত খাবার থেকে একটু দূরেই থাকতে হয়।
1 / 8
বয়স বাড়লেই যে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগবেন, এমনটা নয়। আপনার খাদ্যতালিকায় যদি অত্যধিক পরিমাণে প্রোটিন থাকে, তখন দেহে পিউরিনের মাত্রা বেড়ে যায়। এই পিউরিন ভেঙেই তৈরি হয় ইউরিক অ্যাসিড।
2 / 8
অতিরিক্ত ইউরিক অ্যাসিড যখন শরীর থেকে বেরোতে পারে না, তখনই সেটা জয়েন্টে জমতে থাকে। আর দেখা দেয় গাউটের সমস্যা। তাই ইউরিক অ্যাসিড বাড়লে অত্যধিক প্রোটিন ও দানাযুক্ত খাবার থেকে একটু দূরেই থাকতে হয়।
3 / 8
ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে এবং গাউটের ব্যথা কমানোর জন্য ওষুধ খেতেই হয়। খাওয়া-দাওয়া নিয়েও একটু সচতেন থাকতে হয়। এই সময় ৫ ধরনের বাদাম ও বীজ রয়েছে, যা খেলে কমতে পারে ইউরিক অ্যাসিড।
4 / 8
ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে আখরোট খেতে পারেন। আখরোটের মধ্যে ভিটামিন ই ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে এই বাদাম। তাছাড়া আখরোটে থাকা প্রোটিন স্বাস্থ্যের জন্য সুরক্ষিত।
5 / 8
আমন্ডের মধ্যে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজের মতো পুষ্টিকর উপাদান রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। আমন্ড থেকে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। পাশাপাশি ব্যথা-যন্ত্রণা থেকেও সুরক্ষিত থাকবেন।
6 / 8
কাজু এলডিএল কোলেস্টেরল কমাতে এবং ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই বাদামের মধ্যে পিউরিনের মাত্রাও কম। তাই কাজু খেলে গাউটের ব্যথা থেকে রেহাই পাবেন এবং ইউরিক অ্যাসিডও বশে থাকবে।
7 / 8
ফ্ল্যাক্স সিডের মধ্যে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়াও এই বীজের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে হওয়া শারীরিক ব্যথা-যন্ত্রণা কমাতে সহায়ক।
8 / 8
ব্রাজিল নাটের মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার রয়েছে। আর পিউরিনের পরিমাণ কম। এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি ব্রাজিল নাট খেলে গাউটের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।