Air-Purifying Plants: দূষণমুক্ত থাকবে ঘর! বাড়িতে লাগান এইসব গাছ
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 14, 2023 | 4:38 PM
Pollution Cure: ফর্মালডিহাইড, জাইলেন, কার্বন মনোক্সাইড এবং বেনজিনের মতো বিষাক্ত পদার্থ শোষণ করতে খুব কার্যকর আরও একটি গাছ হল গোল্ডেন পোথস। তবে পশুদের জন্য বিষাক্ত এই গাছ।
1 / 8
যতদিন যাচ্ছে বাড়ছে দূষণ। আর এই দূষণের কারণেই বৃদ্ধি পাচ্ছে একের পর এক রোগের ঝুঁকি। কীভাবে মুক্তি পাওয়া সম্ভব এই সমস্যা থেকে?
2 / 8
এটা অনেক বড় আলোচনার বিষয়। এটা একজন বা দু'জন এগিয়ে আসলে হবে না। কারণ এটা একটা বিশ্ব সমস্যা। কিন্তু আমার, আপনার হাতে যেটুকু রয়েছে সেটুকু তো আমরা করতেই পারি। বাড়িতে এমন কিছু গাছ লাগান যাতে ভাল থাকবে পরিবেশ ও দূষণমুক্ত থাকবে আপনার ঘরও।
3 / 8
ঘরের বাতাস পরিশুদ্ধ করার জন্য জন্য একটি আদর্শ গাছ হল অ্যালোভেরা। অ্যালোভেরা বাতাসে থাকা ফর্মালডিহাইড, বেনজিন, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসকে শোষণ করে নেয়। ফলে দূষণমুক্ত থাকে ঘর।
4 / 8
ফর্মালডিহাইড, জাইলেন, কার্বন মনোক্সাইড এবং বেনজিনের মতো বিষাক্ত পদার্থ শোষণ করতে খুব কার্যকর আরও একটি গাছ হল গোল্ডেন পোথস। তবে পশুদের জন্য বিষাক্ত এই গাছ। বাড়িতে পোষ্য থাকলে তাদের থেকে দূরে রাখুন এই গাছ। এই গাছের খুব বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না।
5 / 8
অনেক বাড়িতেই ইংলিশ আইভি গাছ দেখা যায়। বাতাসের প্রায় ৫৫ শতাংশ ক্ষতিকারক গ্যাসকে শোষণ করার ক্ষমতা রাখে এই বিশেষ গাছ। তবে এই গাছ খুব ভালভাবে পরিচর্যার প্রয়োজন। কারণ নইলে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
6 / 8
বাটারফ্লাই পাম বা অ্যারেকা পাম নামেও পরিচিত এই গাছ বেনজিন, ফর্মালডিহাইড এবং ট্রাইক্লোরোইথিলিন কে পরিশোধন করে। আর্দ্র মাটি এবং যেখানে ভাল হাওয়া চলাচল করে, সেখানে এই গাছ রাখা ভাল।
7 / 8
এক্ষেত্রে আরও একটি উপকারি গাছ হল স্পাইডার প্ল্যান্ট। ঘরের বাতাসে থাকা জাইলেন এবং ফর্মালডিহাইড নির্মূল করার ক্ষমতা রয়েছে এই গাছের মধ্যে। সপ্তাহে দুই থেকে তিনবার এই গাছে জল দিলেই ভাল থাকবে এই গাছ।
8 / 8
বাতাস পরিশোধনকারী উদ্ভিদের মধ্যে পিস লিলি হল অন্যতম। সামান্য যত্নেই বেঁচে থাকতে পারে এই গাছ। জাইলেন, বেনজিন, ফর্মালডিহাইড, কার্বন মনোক্সাইডের মতো দূষিত পদার্থ শোষণ করে বাতাস দূষণমুক্ত রাখে এই গাছ। তবে বেশি রোদে না রাখাই ভাল।