Cervical cancer: জরায়ু মুখের ক্যানসার প্রাণঘাতী, যে উপায়ে নিজেকে সুরক্ষিত রাখবেন
Sukla Bhattacharjee |
Feb 06, 2024 | 4:29 PM
Cervical cancer symptoms: সার্ভাইকাল ক্যানসার প্রাণঘাতী। সময়মতো চিকিৎসা না করালে প্রাণ যেতে পারে। এছাড়া কিডনির সমস্যাও দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না করালে ধীরে-ধীরে কিডনি পর্যন্ত বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রক্ত জমাট বাঁধা, অর্শের মতো নানাবিধ রোগ হতে পারে। তাই সময়মতো এই রোগের চিকিৎসা করা জরুরি।
1 / 8
মহিলাদের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হল, সার্ভাইকাল ক্যানসার বা জরায়ু মুখের ক্যান্সার। এই রোগ শরীরে বাসা বাঁধলে প্রাথমিক পর্যায়ে অধিকাংশই টের পান না। বলা যায়, একেবারে নীরব ঘাতক হল সার্ভাইকাল ক্যান্সার।
2 / 8
সার্ভাইকাল ক্যানসারের প্রধান কারণ হল, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)। বিশেষজ্ঞদের মতে, ৯৯ শতাংশ ক্ষেত্রে দেখা যায়, সার্ভাইকাল ক্যানসারের পিছনে HPV ভাইরাসই দায়ী। যদিও এই ক্যানসার হওয়ার পিছনে আরও অনেক কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল, একাধিক যৌন সংসর্গ
3 / 8
একের বেশি যৌনসঙ্গী, কন্ডোম ছাড়া সেক্স এইডস, এসটিডি-র মতো যৌন রোগের ঝুঁকি বাড়ায়। একইভাবে অসুরক্ষিত সেক্স থেকেও সার্ভাইকাল ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া অত্যধিক ধূমপানও সার্ভাইকাল ক্যানসারের ঝুঁকি বাড়ায়
4 / 8
প্রাথমিক পর্যায়ে সার্ভাইকাল ক্যানসারের লক্ষণ অন্যান্য স্ত্রী রোগের মতোই। তাই সহজে এই ক্যানসারের লক্ষণ বোঝা যায় না। যোনি থেকে রক্তপাত, মেনোপজের পর রক্তপাত, যোনি থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হওয়া, তলপেটে অসহ্য যন্ত্রণা এবং সহবাসের পর যোনি এলাকায় যন্ত্রণা হয়- এই ধরনের কোনও উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
5 / 8
সার্ভাইকাল ক্যানসার প্রাণঘাতী। সময়মতো চিকিৎসা না করালে প্রাণ যেতে পারে। এছাড়া কিডনির সমস্যাও দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না করালে ধীরে-ধীরে কিডনি পর্যন্ত বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রক্ত জমাট বাঁধা, অর্শের মতো নানাবিধ রোগ হতে পারে। তাই সময়মতো এই রোগের চিকিৎসা করা জরুরি
6 / 8
সময়মতো সঠিক চিকিৎসা শুরু করলে সার্ভাইকাল ক্যানসার জয় করা সম্ভব। রেডিয়েশন থেকে শুরু করে অস্ত্রোপচার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সার্ভাইকাল ক্যানসারের চিকিৎসা হয়। অস্ত্রোপচারের ফলে যোনি ছোট-বড় হতে পারে। তবে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব
7 / 8
ভ্যাকসিনের মাধ্যমেও সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকেরা জানান, সার্ভাইকাল ক্যানসারের ভ্যাকসিনে নেওয়ার বয়স ৯ বছর থেকে ২৬ বছর। তবে কেউ এই রোগে আক্রান্ত হলে রোগের গতি-প্রকৃতি দেখে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন চিকিৎসক। সেক্ষেত্রে বয়সের তারতম্য হতে পারে। সম্প্রতি সার্ভাইকাল ক্যানসার ঠেকাতে সরকারও HPV ভ্যাকসিন দিতে তৎপর হয়েছে
8 / 8
সার্ভাইকাল ক্যানসারের সংক্রমণ ঠেকাতে সেক্স করার সময় কন্ডোম ব্যবহার করুন। যাতে HPV ভাইরাস না ছড়ায়। এছাড়া ধূমপানও সার্ভাইকাল ক্যানসারের অন্যতম কারণ বলে গবেষণায় উঠে এসেছে। তাই মহিলাদের ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা