আজকাল মানুষের রোগ-ভোগের শেষ নেই। একটার পর একটা লেগেই আছে। আর গ্যাস -অম্বলের সমস্যা তো তাঁদের নিত্য সঙ্গী।
অনেকেরই একটা দীর্ঘসময় পেটের ডানদিকে ব্যথা হতে থাকে। যাকে গ্যাসের ব্যথা ভেবে অনেকেই সেভাবে গুরুত্ব দেন না।
আর এতেই বাড়ে বিপদ। কারণ এই ধরনের ব্যথা কিন্তু একাধিক রোগের লক্ষণ হতে পারে। তাই এই ধরনের ব্য়থা ফেলে রাখা উচিত নয়। জানুন কী কারণে এই ধরনের ব্যথা হয়...
আজকাল অনেকেই ফ্যাটি লিভারে আক্রান্ত হন। অস্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য এই ধরনের সমস্যা হয়। আর ফ্যাটি লিভারের সমস্যা হলে কিন্তু পেটে ব্যথা হতে পারে।
এছাড়া তীব্র অ্যাসিডিটি ও গ্যাস-অম্বলের সমস্যা হলেও পেটের ডানদিকে অনেকসময় ব্যথা হয়।
অ্যাপেনডিক্স হল একটি ছোট থলি, যা সকলের শরীরেই থাকে। অনেকসময় এই থলি বড় হয়ে গেলে ব্যথা শুরু হয় পেটের ডানদিকে।
এমনকি পাকস্থলীর ক্যানসার হলেও অনেকসময় পেটের ডানদিকে ব্যথা শুরু হয়। এছাড়া অগ্ন্যাশয়ে ক্যানসার হলেও এই সমস্যা দেখা দিতে পারে।
গলব্লাডারের সমস্যা, কিডনির নানা সমস্যা যেমন- কিডনিতে পাথর, ফুড পয়জনিং, ফুড এলার্জির সমস্যা হলেও পেটের ডানদিকে ব্যথা হতে পারে।