Menstrual Issues: ঋতুস্রাবে কোনও জটিলতা আছে কি নেই? বলে দেবে এসব লক্ষণ
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 08, 2023 | 12:44 PM
Menstrual Problem: ঋতুস্রাবের সময় অনেকেরই রক্ত জমাট বেঁধে যায়। এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ এটি স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি দেখেন মাসিক ৭ দিনের বেশি রয়েছে এবং রক্ত জমাট বাঁধার আকার পরিমাণে অনেকটাই বড় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
1 / 8
মাসের বিশেষ কয়েকদিন একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে কমবেশি সকলকেই যেতে হয়। সেটা হল মাসিক বা ঋতুস্রাব।
2 / 8
অনেক মহিলারই স্বাভাবিক ঋতুস্রাব হয় না। নানা জটিলতা দেখা যায়। কিন্তু আপনার ঋতুস্রাবে কোনও সমস্যা রয়েছে কি না তা জানান দেয় এইসব লক্ষণ।
3 / 8
4 / 8
যদি দেখেন আপনার ঋতুস্রাবে এর থেকে আলাদা কিছু ঘটে তাহলে বুঝে নেবেন কোনও অসুবিধা রয়েছে।
5 / 8
যদি দেখেন আপনার ঋতুস্রাব ৭ দিনের বেশি স্থায়ী হচ্ছে তবে বুঝে নিতে হলে কোনও জটিলতা রয়েছে। এক্ষেত্রে অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
6 / 8
ঋতুস্রাবের সময় অনেকেরই রক্ত জমাট বেঁধে যায়। এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ এটি স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি দেখেন মাসিক ৭ দিনের বেশি রয়েছে এবং রক্ত জমাট বাঁধার আকার পরিমাণে অনেকটাই বড় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
7 / 8
অনেক মহিলারই পিরিয়ডের আগে পিএমএস অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম দেখা দেয়। এক্ষেত্রে মেজাজের পরিবর্তন, খিটখিটেভাব দেখা দেয়।
8 / 8
শরীরে হরমোনের তারতম্যের জন্য এই সমস্যা হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এই লক্ষণ না দেখা দিলেই ভাল।