ঘি খাওয়া শরীরে পক্ষে ভালো না খারাপ? জানলে অবাক হবেন আপনিও
Health Benefits Of Ghee:ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করে ঘি। শীতে এমনিতেই ত্বকে আর্দ্রতা কমে যায়। ফলে শুষ্ক ও খসখসে দেখায় ত্বক। ঘি এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে। রোজ ঘি খেলে ত্বক ভিতর থেকে আর্দ্রতা পায়। ফলে জেল্লা ফেরে। (ছবি:Pinterest)
1 / 8
বাঙালি বাড়িতে ঘি খাওয়ার চল রয়েছে। কিন্তু এখন অনেকেই ঘি থেকে দূরে থাকেন পাছে শরীরের ক্ষতি হয় এই ভেবে। (ছবি:Pinterest)
2 / 8
তবে অনেকেই হয়তো জানেন না যে ঘি হল স্বাস্থ্যকর ফ্যাট। যা শরীরের জন্য উপকারী। তবে অবশ্যই মেপে খেতে হবে। নইলে হিতে বিপরীত হবে। (ছবি:Pinterest)
3 / 8
এই আবহে জেনে নিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটা ঘি খাওয়া উচিত। পাশাপাশি জেনে নি ঘি খেলে কী-কী উপকার পাবেন। সপ্তাহে ২ থেকে তিন দিন এক চামচ করে ঘি খেতে পারেন।(ছবি:Pinterest)
4 / 8
ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করে ঘি। শীতে এমনিতেই ত্বকে আর্দ্রতা কমে যায়। ফলে শুষ্ক ও খসখসে দেখায় ত্বক। ঘি এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে। রোজ ঘি খেলে ত্বক ভিতর থেকে আর্দ্রতা পায়। ফলে জেল্লা ফেরে। (ছবি:Pinterest)
5 / 8
ক্ষত সারাতে ঘিয়ের জুড়ি নেই। শরীরের যেকোনও ছোট থেকে বড় ক্ষত সারাতে সাহায্য করে এই ঘি। শরীরের কোনও স্থান পুড়ে গেলে ঘি খেলে সেই ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়। (ছবি:Pinterest)
6 / 8
শীতকালে জ্বর, সর্দিকাশির সমস্যা লেগেই থাকে। জানেন কি ঘি খেলে সারবে গলা খুশখুশ, সর্দিকাশির সমস্যা। এর জন্য দুধে ঘি মিশিয়ে পান করতে হবে। (ছবি:Pinterest)
7 / 8
ঘি খেলে পরিপাকতন্ত্র পরিষ্কার হয়। ফলে হজম পক্রিয়া উন্নত হয়। বদহজমের কোনও সমস্যা হয় না। (ছবি:Pinterest)
8 / 8
অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। ঘি খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এই জন্য সকালে খালি পেটে এক চামচ ঘি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।