Child Height: আপনার সন্তানের বাড়বাড়ন্ত নেই? এই ভিটামিনের অভাব হতে পারে
Sukla Bhattacharjee |
Aug 01, 2024 | 6:32 PM
Vitamin Deficiency: শিশুদের উচ্চতা বৃদ্ধির সঙ্গেও পুষ্টি-ভিটামিন জড়িত। শরীরে কয়েকটি ভিটামিনের ঘাটতি হলে তার প্রভাব পড়ে উচ্চতায়। এই বিষয়টি একেবারে অবহেলা করা ঠিক নয়। শিশুর উচ্চতা বৃদ্ধির সঙ্গে কোন-কোন ভিটামিনের প্রভাব রয়েছে, তা জেনে নিন।
1 / 8
অনেক শিশুরই বয়সের তুলনায় বাড়বাড়ন্ত কম থাকে। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকেরা। এই বিষয়টি একেবারে অবহেলা করা ঠিক নয়
2 / 8
শিশুদের উচ্চতা বৃদ্ধির সঙ্গেও পুষ্টি-ভিটামিন জড়িত। শরীরে কয়েকটি ভিটামিনের ঘাটতি হলে তার প্রভাব পড়ে উচ্চতায়। শিশুর উচ্চতা বৃদ্ধির সঙ্গে কোন-কোন ভিটামিনের প্রভাব রয়েছে, তা জেনে নিন
3 / 8
অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে আমাদের শরীরে ভিটামিন-ডি ও ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। কয়েকটি খাবার ডায়েটে রাখলেই একসঙ্গে ভিটামিন-ডি ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন
4 / 8
শরীরের হাড় মজবুত করতে জরুরি ভিটামিন-ডি। এই ভিটামিনের ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে পড়ে। আর হাড় দুর্বল হলে শিশুদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। তাই শিশুদের ডায়েটে ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার রাখুন
5 / 8
ভিটামিন-ডি -র প্রধান উৎস হল, সূর্যালোক। তাই শিশুদের রোদে বের করা, খেলাধূলার সঙ্গে যুক্ত করা জরুরি। তাহলে শরীর ফিট থাকবে এবং বাড়বাড়ন্ত ঠিক থাকবে
6 / 8
হাড়ের বিকাশের জন্য জরুরি ক্যালসিয়ামও। তাই শিশুদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে তার প্রভাব উচ্চতার উপর পড়ে। এই ঘাটতি মেটাতে ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার, যেমন- দুধ ও দুগ্ধজাতীয় দ্রব্য এবং পালংশাক শিশুর রোজের খাদ্যতালিকায় রাখুন
7 / 8
শরীরের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন-বি১২। এছাড়া এটা হজমক্ষমতা বাড়াতে এবং স্নায়ুতন্ত্রের কাজকর্ম ঠিক রাখতেও সাহায্য করে। তাই এই ভিটামিনের অভাব হলে শিশুদের বৃদ্ধি হয় না
8 / 8
শিশুদের শরীরে সমস্ত ভিটামিনের মাত্রা ঠিক রাখতে খাদ্যাভ্যাস সঠিক হওয়া জরুরি। তাই শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি, ফল, দুধ বা দুগ্ধজাতীয় দ্রব্য এবং মাছ,মাংস, ডিমের কোনও একটি অবশ্যই রাখুন