Ear Health: ইচ্ছে হলেই হাতের কাছে যা পান তাই দিয়েই কান খোঁচান? হারাতে পারেন শ্রবণ শক্তি
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
May 02, 2023 | 8:50 AM
Eat Health: বিশেষজ্ঞদের মতে, Cotton Bud ব্যবহারের ফলে কানের ভিতরের ময়লা যতটা না পরিস্কার হয়, বরং কানের পর্দার আরও কাছে পৌঁছে যায় ময়লা। কানে ক্ষত সৃষ্টির আশঙ্কা অনেক বেড়ে যায়। কানের হাড়ও ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।
1 / 8
হাতের কাছে যা পান তাই দিয়েই কান খোঁচানোর বদভ্যাস অনেকেরই থাকে। যে কোনও জিনিস কানে ঢুকিয়ে খোঁচানো আসলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
2 / 8
অনেকেই কাঠি, সেফটিপিন, চুলের ক্লিপ ব্যবহার দিয়ে দেদার কান খুঁচিয়ে যান। আবার নানা রকম ব্যাটারি চালিত যন্ত্রও পাওয়া যায় কান খোঁচানোর জন্য়। কিন্তু এগুলি একেবারে নিরাপদ নয়। বরং মারাত্মক ক্ষতি করতে পারে।
3 / 8
বিশেষজ্ঞরা মনে করেন কানের ভিতর কোনও কিছু ঢুকিয়ে পরিষ্কার করার কোনও প্রয়োজন নেই। ছোটদের ক্ষেত্রে এতে কানের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময়ই এর জন্য কান পাকার সমস্যা দেখা যায়। কানের ভিতর পুঁজ হওয়া খুব সাধারণ লক্ষণ।
4 / 8
এভাবে কান খোঁচালে অনেক সময় কানের পর্দা ফেটে জীবাণু সংক্রমণ হতে পারে। সঠিক ভাবে চিকিৎসা না করা হলে সমস্যা গুরুতর পর্যন্ত হতে পারে। এখানেই শেষ নয়, কিছু-কিছু ক্ষেত্রে এই সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে এনসেফালাইটিস হতে পারে।
5 / 8
শুধু তাই নয়, চিকিৎসকদের মতে, Cotton Bud দিয়ে কান খোঁচাতে গিয়ে কানের পর্দায় চোট লেগে, সেই চোট মস্তিষ্কে পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এর ফলে বধির পর্যন্ত হয়ে যেতে পারেন।
6 / 8
বিশেষজ্ঞদের মতে, Cotton Bud কানের এয়ারড্রামকে ক্ষতিগ্রস্থ করে যার ফলে ব্যথা শুরু হতে পারে। এর থেকে রক্তপাত ছাড়াও নানারকম সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
7 / 8
সেই সঙ্গে কানের ভেতরে থাকা নরম অস্থিগুলোর গায়ে আঘাত লাগলে ভবিষ্যতে শ্রবনশক্তি পর্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে। বারবার আঘাত লাগলে কানের পর্দা ফেটে যাওয়ারও আশঙ্কা থাকে।
8 / 8
বিশেষজ্ঞদের মতে, Cotton Bud ব্যবহারের ফলে কানের ভিতরের ময়লা যতটা না পরিস্কার হয়, বরং কানের পর্দার আরও কাছে পৌঁছে যায় ময়লা। কানে ক্ষত সৃষ্টির আশঙ্কা অনেক বেড়ে যায়। কানের হাড়ও ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।