Green Chili Benefits: রোজ কাঁচা লঙ্কা অভ্যেস? শরীরের জন্য আদৌ ভাল তো?

Green Chili Benefits: কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তো কেউ পছন্দ করেন মিষ্টি খাবার। তবে কষা মাংস হোক বা লাল ঝাল চিংড়ি মাছ, সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যেস রয়েছে অনেকেরই। রাতের খাবার হোক বা দুপুরের খাবার, কাঁচা লঙ্কা চাইই চাই।

Green Chili Benefits: রোজ কাঁচা লঙ্কা অভ্যেস? শরীরের জন্য আদৌ ভাল তো?
যন্ত্রণা কমায় - কাঁচালঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, যা প্রদাহনাশক হিসেবে কাজ করে। মাইগ্রেন এবং আর্থ্রাইটিসের ব্যথাও নিয়ন্ত্রণে রাখতে পারে কাঁচালঙ্কা।

Oct 14, 2024 | 9:32 PM