জিরে, ধনে, মৌরি। রান্নার কাজে এই তিনটি উপাদান রোজই ব্যবহৃত হয়। এই তিনটি উপাদান দিয়েই ত্বকের জেল্লা ফিরতে পারে। কীভাবে জানেন?
জিরে, ধনে এবং মৌরি ভিজিয়ে রাখুন সারারাত। পরে দিন সকালে তা ছেঁকে নিন।
তার পর সেই জল খালি পেটে রোজ খাওয়া শুরু করুন। ওই জলের সঙ্গে মধু এবং লেবুও মেশাতে পারেন।
এই তিনটি মশলা খনিজ এবং ভিটামিনের পাওয়ার হাউস। তা ত্বকের জন্য খুবই ভালো। অ্যান্টিসেপটিক হিসাবেও তা কাজ করে।
জিরে, ধনে, মৌরি ভেজানো জল রোজ খেলে অয়েলি স্কিন বা তেলতেলে ত্বকের সমস্যা থেকে মুক্তি মিলবে।
ব্রণের সমস্যা সমাধানেও দারুণ কার্যকরী এই পানীয়। ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।
ক্যালসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম সমৃদ্ধ থাকে এই পানীয়। তার রোজ খেলে শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে। যা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।
এই পানীয় ডিটক্স ওয়াটার হিসাবেও কাজ করে। তা কাজ করলে শরীরে জমে থাকা নোংরা বেরিয়ে যায়। এর জেরেও ত্বকের জেল্লা কয়েক গুণ বেড়ে যায়।