AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Symptoms of Breast Cancer: স্তনবৃন্ত থেকে এই তরল নিঃসৃত হলেই সাবধান, শরীরে বাসা বাঁধতে পারে মারণ রোগ

Breast Cancer: বিশেষজ্ঞরা বলছেন, ৩৫ বছরের পর থেকে মহিলার স্তন নিয়মিত পরীক্ষা করানো উচিত। স্তন পরীক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। বাড়িতেও তা করা যায়।

| Updated on: Mar 08, 2024 | 5:51 PM
Share
স্তন ক্যানসার মহিলাদের অন্যতম বড় সমস্যা। গোটা বিশ্বেই মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ বেড়েছে। কিন্তু অধিকাংশ মহিলাই শুরুতে বুঝতে পারেন না নিজের স্তনের সমস্যা।

স্তন ক্যানসার মহিলাদের অন্যতম বড় সমস্যা। গোটা বিশ্বেই মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ বেড়েছে। কিন্তু অধিকাংশ মহিলাই শুরুতে বুঝতে পারেন না নিজের স্তনের সমস্যা।

1 / 9
স্তন ক্যানসার শুরুতেই ধরা পড়লে তার চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই ক্যানসারেরে লক্ষণগুলি সম্পর্কে প্রত্যেক মহিলার সচেতন থাকা একান্ত প্রয়োজন।

স্তন ক্যানসার শুরুতেই ধরা পড়লে তার চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই ক্যানসারেরে লক্ষণগুলি সম্পর্কে প্রত্যেক মহিলার সচেতন থাকা একান্ত প্রয়োজন।

2 / 9
স্তন ক্যানসার হলে স্তনের কোষগুলির বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুগ্ধ উৎপাদনকারী গ্রন্থি এবং নালীর কোষগুলি অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে শুরু করে।

স্তন ক্যানসার হলে স্তনের কোষগুলির বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুগ্ধ উৎপাদনকারী গ্রন্থি এবং নালীর কোষগুলি অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে শুরু করে।

3 / 9
কিন্তু এক দিনেই তা বেড়ে যায় না। ধীরে ধীরে ক্যানসার ছড়িয়ে পড়ে স্তনে। এই সমস্যা দেখা দিলে তার কিছু লক্ষণ ফুটে ওঠে। জেনে নিন স্তন ক্যানসারের লক্ষণ।

কিন্তু এক দিনেই তা বেড়ে যায় না। ধীরে ধীরে ক্যানসার ছড়িয়ে পড়ে স্তনে। এই সমস্যা দেখা দিলে তার কিছু লক্ষণ ফুটে ওঠে। জেনে নিন স্তন ক্যানসারের লক্ষণ।

4 / 9
স্তন ক্যানসার হলে স্তনের ভিতর পিণ্ড দেখা যায়। টিস্যু ঘন হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্তনে ব্যথা শুরু হয়।

স্তন ক্যানসার হলে স্তনের ভিতর পিণ্ড দেখা যায়। টিস্যু ঘন হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্তনে ব্যথা শুরু হয়।

5 / 9
ক্যানসার ছড়িয়ে পড়া শুরু হলে অনেকের স্তনে লাল ফুসকুড়ি হয়। এমনকি স্তনের ত্বকের রঙেও পরিবর্তন দেখা যায়।

ক্যানসার ছড়িয়ে পড়া শুরু হলে অনেকের স্তনে লাল ফুসকুড়ি হয়। এমনকি স্তনের ত্বকের রঙেও পরিবর্তন দেখা যায়।

6 / 9
অনেক সময় স্তনবৃন্ত দিয়ে অস্বাভাবিক রস বের হয়। কোনও কারণ ছাড়া এ রকম হলে সাবধান হয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিন।

অনেক সময় স্তনবৃন্ত দিয়ে অস্বাভাবিক রস বের হয়। কোনও কারণ ছাড়া এ রকম হলে সাবধান হয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিন।

7 / 9
এই রোগ বাসা বাঁধলে স্তন বৃন্তের আকারেও অনেক সময় পরিবর্তন আসে। তা ভিতরে ঢুকে যাওয়া বা উল্টে যাওয়ার মতো সমস্যাও হয়। অসমান বা বেঁকেও যেতে পারে।

এই রোগ বাসা বাঁধলে স্তন বৃন্তের আকারেও অনেক সময় পরিবর্তন আসে। তা ভিতরে ঢুকে যাওয়া বা উল্টে যাওয়ার মতো সমস্যাও হয়। অসমান বা বেঁকেও যেতে পারে।

8 / 9
বিশেষজ্ঞরা বলছেন, ৩৫ বছরের পর থেকে মহিলার স্তন নিয়মিত পরীক্ষা করানো উচিত। স্তন পরীক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। বাড়িতেও তা করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ৩৫ বছরের পর থেকে মহিলার স্তন নিয়মিত পরীক্ষা করানো উচিত। স্তন পরীক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। বাড়িতেও তা করা যায়।

9 / 9