Cholesterol: আপনার শরীরের কোলেস্টেরল মাত্রা কত? বলে দেবে চোখ
Cholesterol: সাধারণত আমরা চিকিৎসকের কাছে গেলে, আমাদের চোখ পরীক্ষা করেই অনেক রোগ ধরা পড়ে। তেমনই কোলেস্টেরল। কেবল চোখের উপসর্গ দেখেই বোঝা যায় শরীরে কোলেস্টেরলের মাত্রা। কী ভাবে?
1 / 8
হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিনে দিনে। আর এই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনার অন্যতম মূল কারণ হল শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া।
2 / 8
কোলেস্টরেল ধরা পড়া মানেই প্রথম হাজার রকম বাধা আসে জীবন যাপনে। অনিয়মিত জীবন যাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই রোগের মূলে। তাই রোগমুক্তির জন্য কেবল ওষুধ খেলেই হল না।
3 / 8
রক্তে খারাপ কোলেস্টরল বৃদ্ধি পেলে, এক ধরনের চটচটে পদার্থ রক্তে ভাসতে থাকে। দীর্ঘ দিন ধরে তা ভাসতে ভাসতে ধমনীর গায়ে গিয়ে আটকে যায়। ফলে রক্ত সঞ্চালনে বাঁধা সৃষ্টি হয়। এর ফলেই বাড়ে হৃদরোগের ঝুঁকি।
4 / 8
রক্ত সঞ্চালনে বাঁধা সৃষ্টি হলে তখনই শরীরে নানা রকম সমস্যা দেখা যায়। বিভিন্ন উপসর্গের মাধ্যমে শরীর জানান দেয়, খারাপ কোলেস্টেরল বাসা বেঁধেছে শরীরে।
5 / 8
তার মধ্যে একটি হল আমাদের চোখ। সাধারণত আমরা চিকিৎসকের কাছে গেলে, আমাদের চোখ পরীক্ষা করেই অনেক রোগ ধরা পড়ে। তেমনই কোলেস্টেরল। কেবল চোখের উপসর্গ দেখেই বোঝা যায় শরীরে কোলেস্টেরলের মাত্রা। কী ভাবে?
6 / 8
সাধারণত বয়স্কদের কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় দেখা যায়। বিজ্ঞানের পরিভাষায় একে বলে অরকাস। এটা স্বাভাবিক। তবে আপনার বয়স যদি কম হয় তাও চোখের চারপাশে এই ধরনের সাদা বলয় দেখা যায় তবে হতে পারে এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ।
7 / 8
চোখের চারপাশে কোনও অস্বাভাবিক মাংসপিণ্ড দেখলে সতর্ক হন। সাদা বা হলুদ রঙের ছোট ছোট দানা ধরনের মাংসপিণ্ড চোখের চারপাশে গজিয়ে উঠলে বুঝতে হবে রক্তে কোলেস্টেরল বেড়েছে। এই সমস্যাকে বলা হয় জ্যানথেলাসমাস।
8 / 8
কোলেস্টেরল বাড়লে রেটিনাতেও সমস্যা হতে পারে। দৃষ্টি ঝাপসা হয়ে গেলে, চোখের সামনে কালো বলয় বা রেখা দেখতে পেলে সতর্ক হোন। এই ধরনের কোনও লক্ষণ দেখতে পেলেই চিকিৎসকের পরামর্শ নিন।