Periods in Winter: পিরিয়ডের ব্যথায় বিছানায় উঠতে পারছেন না? এই ৫ কাজ করলে শীতে স্বস্তি মিলবে
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 17, 2023 | 7:45 AM
women health: শীতকালে পিরিয়ড যেন আরও বিরক্তিকর। ঠান্ডার মধ্যে বারবার বাথরুম যাওয়া অস্বস্তিকর হয়ে ওঠে। আর তার মধ্যে আবার যদি তলপেটে যন্ত্রণা শুরু হয়, কোমর ও পায়ের যন্ত্রণা শুরু হয়, তখন আরও বিরক্তি বাড়ে। এই অবস্থা কী করলে শরীরে স্বস্তি মিলবে, রইল টিপস।
1 / 8
শীতকালে পিরিয়ড যেন আরও বিরক্তিকর। ঠান্ডার মধ্যে বারবার বাথরুম যাওয়া অস্বস্তিকর হয়ে ওঠে। আর তার মধ্যে আবার যদি তলপেটে যন্ত্রণা শুরু হয়, কোমর ও পায়ের যন্ত্রণা শুরু হয়, তখন আরও বিরক্তি বাড়ে।
2 / 8
শীতকালে ঋতুস্রাবের যন্ত্রণা বেড়ে যায়। আসলে শীতকালে রক্তনালি সঙ্কুচিত হয়ে যায়। এর জেরে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। এই কারণে ঋতস্রাব হলে তলপেটের যন্ত্রণা বাড়তে থাকে।
3 / 8
প্রি-মেন্সট্রুয়ালের উপসর্গগুলো জোরাল হওয়ার আরও একটি কারণ হল শীতকালে মহিলাদের দেহে ভিটামিন ডি-এর অভাব। এই পুষ্টির অভাবে মেজাজ খিটখিটে হয়ে থাকে এবং শরীরে ক্লান্তি তৈরি হয়।
4 / 8
ঋতুস্রাব চলাকালীন খাওয়া-দাওয়ার দিকে নজর দিন। শাকসবজি, ফল বেশির করে খান। তার সঙ্গে এক টুকরো কাঁচা হলুদ খান। হলুদ তলপেটের ব্যথা কমাতে সাহায্য করে।
5 / 8
অনেকের মধ্যে শীতকালে জল খাওয়ার প্রবণতা কম দেখা যায়। শরীরে জলের অভাব থাকলে পেশির ব্যথা তীব্র হবে। তাই ঋতুস্রাব চলাকালীন প্রচুর পরিমাণে জল পান করুন। এতে শারীরিক দুর্বলতাও কমবে।
6 / 8
শীতকালে ঋতুস্রাবের সময় হওয়া ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি পেতে হালকা ব্যায়াম করুন। এতে দেহের রক্ত সঞ্চালন উন্নত হবে।
7 / 8
আপনি তলপেটে গরম সেঁক দিতে পারেন এবং গরম জলে স্নান করতে পারেন। এই মরশুমে শরীর যত গরম থাকবে, রক্ত প্রবাহ সচল থাকবে।
8 / 8
ঋতুস্রাব চলাকালীন ক্যামোমাইল, মৌরি কিংবা আদার তৈরি চা পান করতে পারেন। ভেষজ চায়ে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শারীরিক প্রদাহ থেকে মুক্তি দেবে। এতে ঋতুস্রাবের দিনগুলো আরামে কাটবে।