Benefits of ganja: নাম শুনেই ছিঃ ছিঃ নয়, নিয়মিত গাঁজা সেবনে সারে এইসব রোগ

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 17, 2023 | 10:04 PM

Marijuana health benefits: দীর্ঘমেয়াদি ব্যবহারে স্নায়ুতন্ত্রের উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। নার্ভের ক্ষতি হয়। তবে আয়ুর্বেদ চিকিৎসাতে গাঁজার বহুবিধ ব্যবহার রয়েছে। এমনকী ওষুধও তৈরি করা হয়

1 / 8
আমাদের দেশে গাঁজা নেশার দ্রব্য হিসেবেই পরিচিত। বিক্রিও হয় লুকিয়ে চুরিয়ে। গাঁজা-সহ ধরা পড়লে সেই শাস্তিও বেশ কড়া। তবে এই গঞ্জিকা সেবনের একাধিক উপকারিতা রয়েছে

আমাদের দেশে গাঁজা নেশার দ্রব্য হিসেবেই পরিচিত। বিক্রিও হয় লুকিয়ে চুরিয়ে। গাঁজা-সহ ধরা পড়লে সেই শাস্তিও বেশ কড়া। তবে এই গঞ্জিকা সেবনের একাধিক উপকারিতা রয়েছে

2 / 8
দীর্ঘমেয়াদি ব্যবহারে স্নায়ুতন্ত্রের উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। নার্ভের ক্ষতি হয়। তবে আয়ুর্বেদ চিকিৎসাতে গাঁজার বহুবিধ ব্যবহার রয়েছে। এমনকী ওষুধও তৈরি করা হয়

দীর্ঘমেয়াদি ব্যবহারে স্নায়ুতন্ত্রের উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। নার্ভের ক্ষতি হয়। তবে আয়ুর্বেদ চিকিৎসাতে গাঁজার বহুবিধ ব্যবহার রয়েছে। এমনকী ওষুধও তৈরি করা হয়

3 / 8
হিমালয়ের পাদদেশে যে পাঁচ পবিত্র উদ্ভিদের উল্লেখ রয়েছে বেদে তার মধ্যে গাঁজারও নাম রয়েছে। মাদক হিসেবে চরম পরিমাণে ব্যবহৃত হওয়াতে গাঁজার ক্ষতিকারক দিক নিয়েই সকলে কথা বলেন

হিমালয়ের পাদদেশে যে পাঁচ পবিত্র উদ্ভিদের উল্লেখ রয়েছে বেদে তার মধ্যে গাঁজারও নাম রয়েছে। মাদক হিসেবে চরম পরিমাণে ব্যবহৃত হওয়াতে গাঁজার ক্ষতিকারক দিক নিয়েই সকলে কথা বলেন

4 / 8
অন্ত্রের শোষণ ক্ষমতা বাড়াতেও ভীষণ ভাবে কাজে আসে এই ভাং-গাঁজা। আর্থ্রাইটিসের ব্যথা, ঘুমের সমস্যা, মাইগ্রেন বা মাথাব্যথার সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্য খুব ভাল ওষুধ হল এই গঞ্জিকা। যাঁরা সর্বক্ষণ ক্লান্ত থাকেন, ঠিক করে ঘুম হয় না তাঁদের জন্য উপকারী গাঁজা

অন্ত্রের শোষণ ক্ষমতা বাড়াতেও ভীষণ ভাবে কাজে আসে এই ভাং-গাঁজা। আর্থ্রাইটিসের ব্যথা, ঘুমের সমস্যা, মাইগ্রেন বা মাথাব্যথার সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্য খুব ভাল ওষুধ হল এই গঞ্জিকা। যাঁরা সর্বক্ষণ ক্লান্ত থাকেন, ঠিক করে ঘুম হয় না তাঁদের জন্য উপকারী গাঁজা

5 / 8
প্রাচীন আয়ুর্বেদে ভাল ঘুমের ওষুধ হিসেবে ভাঙের সঙ্গে পোস্তবীজ ব্যবহার করা হত। পোস্ত যেমন আমাদের পেট ঠান্ডা রাখে তেমনই ভালকরে পোস্ত-ভাত খেলেও ঘুম ভাল হয়। যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁদের জন্য গাঁজা খুব ভাল। আয়ুর্বেদে পাইলসের চিকিৎসায় এই গাঁজা থেকেই ওষুধ তৈরি করা হত

প্রাচীন আয়ুর্বেদে ভাল ঘুমের ওষুধ হিসেবে ভাঙের সঙ্গে পোস্তবীজ ব্যবহার করা হত। পোস্ত যেমন আমাদের পেট ঠান্ডা রাখে তেমনই ভালকরে পোস্ত-ভাত খেলেও ঘুম ভাল হয়। যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁদের জন্য গাঁজা খুব ভাল। আয়ুর্বেদে পাইলসের চিকিৎসায় এই গাঁজা থেকেই ওষুধ তৈরি করা হত

6 / 8
এমন অনেকেই আছেন যাঁদের সারাবছর সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে। বুকে কফ জমা, কাশি বিশেষত হুপিং কাশির ক্ষেত্রে ভাল কাজ করে গাঁজা। জমে থাকা কফ দূর করতেও ব্যবহার রয়েছে গাঁজা পাতার

এমন অনেকেই আছেন যাঁদের সারাবছর সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে। বুকে কফ জমা, কাশি বিশেষত হুপিং কাশির ক্ষেত্রে ভাল কাজ করে গাঁজা। জমে থাকা কফ দূর করতেও ব্যবহার রয়েছে গাঁজা পাতার

7 / 8
ভাং পাতা এবং গাঁজার তেলে এমন কিছু উপাদান রয়েছে যা ব্যথা কমাতে সাহায্য করে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। মূলত, জয়েন্টে যে সমস্ত প্রদাহজনক প্রতিক্রিয়া আছে ভাং তার উপশমে সাহায্য করে, বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা

ভাং পাতা এবং গাঁজার তেলে এমন কিছু উপাদান রয়েছে যা ব্যথা কমাতে সাহায্য করে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। মূলত, জয়েন্টে যে সমস্ত প্রদাহজনক প্রতিক্রিয়া আছে ভাং তার উপশমে সাহায্য করে, বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা

8 / 8
গাঁজা গাছের প্রতিটি অংশের আলাদা উপকারিতা রয়েছে। পাতা চূর্ণ থেকে মেলে ভাং, ফুলের অংশ থেকে পাওয়া যায় গাঁজা, চরস এবং হাশিশ হল আরও বিশুদ্ধ রেজিন যাতে খুব বেশি পরিমাণে THC (টেট্রাহাইড্রোক্যানাবিনল)  যা মূলত সাইকোঅ্যাকটিভ উপাদান।

গাঁজা গাছের প্রতিটি অংশের আলাদা উপকারিতা রয়েছে। পাতা চূর্ণ থেকে মেলে ভাং, ফুলের অংশ থেকে পাওয়া যায় গাঁজা, চরস এবং হাশিশ হল আরও বিশুদ্ধ রেজিন যাতে খুব বেশি পরিমাণে THC (টেট্রাহাইড্রোক্যানাবিনল) যা মূলত সাইকোঅ্যাকটিভ উপাদান।

Next Photo Gallery