AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Feet Reveal Diseases: পা দেখেই বোঝা যায় শরীরে কী রোগ বাসা বেঁধেছে, কীভাবে বুঝবেন

মুখ বা শরীরের অন্যান্য অঙ্গের প্রতি যত্ন যত্ন অনেকেই নিয়ে থাকেন। কিন্তু পায়ের ক্ষেত্রে জোটে অবহেলা। পায়ের দিকে অনেকেরই নজর থাকে না। কিন্তু পা দেখে শরীরে রোগের হদিশ কীভাবে পাবেন জানুন।

| Updated on: Mar 29, 2024 | 5:01 PM
Share
মুখ হল মনের আয়না। মুখ দেখেই মনের খবর নেওয়া যায়। কিন্তু আপনি কী জানেন পা দেখেও শরীরে কী রোগ বাসা বেঁধেছে তার হদিশ মিলতে পারে।

মুখ হল মনের আয়না। মুখ দেখেই মনের খবর নেওয়া যায়। কিন্তু আপনি কী জানেন পা দেখেও শরীরে কী রোগ বাসা বেঁধেছে তার হদিশ মিলতে পারে।

1 / 8
মুখ বা শরীরের অন্যান্য অঙ্গের প্রতি যত্ন যত্ন অনেকেই নিয়ে থাকেন। কিন্তু পায়ের ক্ষেত্রে জোটে অবহেলা। পায়ের দিকে অনেকেরই নজর থাকে না। কিন্তু পা দেখে শরীরে রোগের হদিশ কীভাবে পাবেন জানুন।

মুখ বা শরীরের অন্যান্য অঙ্গের প্রতি যত্ন যত্ন অনেকেই নিয়ে থাকেন। কিন্তু পায়ের ক্ষেত্রে জোটে অবহেলা। পায়ের দিকে অনেকেরই নজর থাকে না। কিন্তু পা দেখে শরীরে রোগের হদিশ কীভাবে পাবেন জানুন।

2 / 8
যদি দেখেন পায়ে কোনও ক্ষত তৈরি হয়েছে। এবং কিছুতেই সেই ক্ষত নিরাময় হচ্ছে না। অনেক কিছু করেও ঘুরে ফিরে হচ্ছে সংক্রমণ। তা যদি হয় তাহলে বুঝবেন আপনার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। অর্থাৎ আপনার রক্তে শর্করার পরিমাণ বেড়েছে।

যদি দেখেন পায়ে কোনও ক্ষত তৈরি হয়েছে। এবং কিছুতেই সেই ক্ষত নিরাময় হচ্ছে না। অনেক কিছু করেও ঘুরে ফিরে হচ্ছে সংক্রমণ। তা যদি হয় তাহলে বুঝবেন আপনার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। অর্থাৎ আপনার রক্তে শর্করার পরিমাণ বেড়েছে।

3 / 8
আপনার পায়ের পাতা যদি চুলকানি হয়। এবং কোনও ব়্যাশ বের হয়। তাহলে বুঝবেন শরীরে ফাঙ্গাস সংক্রমণ হয়েছে।

আপনার পায়ের পাতা যদি চুলকানি হয়। এবং কোনও ব়্যাশ বের হয়। তাহলে বুঝবেন শরীরে ফাঙ্গাস সংক্রমণ হয়েছে।

4 / 8
আপনার পা কী ফুলে গিয়েছে? পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকছে সব সময়? এই ধরনের সমস্যার সম্মুখীন যদি হন, তাহলে অবহেলা করবেন না। হার্টের কোনও সমস্যার লক্ষণ হতে পারে এটি।

আপনার পা কী ফুলে গিয়েছে? পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকছে সব সময়? এই ধরনের সমস্যার সম্মুখীন যদি হন, তাহলে অবহেলা করবেন না। হার্টের কোনও সমস্যার লক্ষণ হতে পারে এটি।

5 / 8
বয়স হলেই যে গাঁটে ব্যথা হয়, এমনটা নয়। কমবয়সিদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। পায়ের পাতায় এবং গোঁড়ালিতে যদি প্রায়শই এ রকম ব্যথা করে, তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রা পরীক্ষা করা জরুরি।

বয়স হলেই যে গাঁটে ব্যথা হয়, এমনটা নয়। কমবয়সিদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। পায়ের পাতায় এবং গোঁড়ালিতে যদি প্রায়শই এ রকম ব্যথা করে, তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রা পরীক্ষা করা জরুরি।

6 / 8
পায়ের পাতায় লাগাতার ব্যথা হওয়া কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে। শরীরে থাইরয়েডের মাত্রার গণ্ডগোল হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

পায়ের পাতায় লাগাতার ব্যথা হওয়া কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে। শরীরে থাইরয়েডের মাত্রার গণ্ডগোল হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

7 / 8
আপনার পায়ের পাতা কী সব সময় ঠান্ডা থাকে? প্রায়শই যদি এই সমস্যা দেখেন হিমোগ্লোবিনের মাত্রা মেপে নিন। অ্যানিমিয়া হলে পায়ে রক্ত সঞ্চালন কমে যায়। তখন পায়ের পাতা ঠান্ডা থাকে।

আপনার পায়ের পাতা কী সব সময় ঠান্ডা থাকে? প্রায়শই যদি এই সমস্যা দেখেন হিমোগ্লোবিনের মাত্রা মেপে নিন। অ্যানিমিয়া হলে পায়ে রক্ত সঞ্চালন কমে যায়। তখন পায়ের পাতা ঠান্ডা থাকে।

8 / 8