Black Pepper Benefits: বর্ষা আসতেই ঘন-ঘন রোগে পড়ছেন? পাতে এই মশলা রাখলে কমবে সংক্রমণের ঝুঁকি
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 17, 2023 | 4:59 PM
Monsoon Health Tips: ঋতু পরিবর্তন আসে জাঁকিয়ে বসে জ্বর, সর্দি, কাশির সমস্যা। কোভিডের পর থেকে এই ধরনের সমস্যা ভয় ধরিয়েছে মানুষের মধ্যে। কিন্তু পাতে গোলমরিচ রাখলে আপনি জ্বর, সর্দি-কাশির সমস্যা সহজেই এড়াতে পারবেন। পাশাপাশি আরও রোগের ঝুঁকি এড়াতে পারবেন।
1 / 8
প্রচণ্ড গরমে স্বস্তি এনে দেয় বর্ষা। তার সঙ্গে ধীর পায়ে আসে বিভিন্ন রোগ। সর্দি-কাশি, ডায়ারিয়া, জন্ডিস ইত্যাদি সমস্যা দেখা দেয়। এসব রোগের হাত থেকে বাঁচতে গেলে ইমিউনিটি শক্তিশালী হওয়া জরুরি।
2 / 8
সর্দি-কাশি হোক বা পেট খারাপ, বর্ষায় হওয়া রোগের হাত থেকে বাঁচতে রোজের ডায়েটে রাখুন গোলমরিচ। মশলার রাজা এই গোলমরিচ। প্রতিদিনের ডায়েটে এই মশলা কেন রাখবেন, চলুন জেনে নেওয়া যাক।
3 / 8
গোলমরিচের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে, যা ধে শক্তিশালী রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে। বর্ষায় সংক্রমণের প্রকোপ এড়াতে সাহায্য করে গোলমরিচ। এছাড়াও এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে।
4 / 8
ঋতু পরিবর্তন আসে জাঁকিয়ে বসে জ্বর, সর্দি, কাশির সমস্যা। কোভিডের পর থেকে এই ধরনের সমস্যা ভয় ধরিয়েছে মানুষের মধ্যে। কিন্তু পাতে গোলমরিচ রাখলে আপনি জ্বর, সর্দি-কাশির সমস্যা সহজেই এড়াতে পারবেন।
5 / 8
বর্ষায় বাতাসে ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘুরে বেড়ায়। এসব থেকে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। গোলমরিচের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা বিভিন্ন রোগজীবাণুর হাত থেকে আপনাকে রক্ষা করবে।
6 / 8
গোলমরিচের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। অর্থাৎ, গোলমরিচ খেলে আপনি সহজেই ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে পারবেন।
7 / 8
আপনি যদি ঘন ঘন গ্যাস-অম্বল, পেট ফোলার সমস্যায় ভোগেন, তাহলে অবশ্যই গোলমরিচের সাহায্য নিন। গোলমরিচ পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বাড়িয়ে হজমশক্তি বাড়িয়ে তোলে।
8 / 8
বর্ষাকালে প্রদাহজনিত সমস্যা আরও বাড়ে। গাঁটের ব্যথা, পেশির যন্ত্রণা বর্ষাকালে আরও বাড়ে। এসব ব্যথা-যন্ত্রণা কমাতে সাহায্য করে গোলমরিচ। গোলমরিচের মধ্যে পিপারিন নামের যৌগ প্রদাহ কমায়।