Nasal Congestion: ঠান্ডা লেগে নাক বন্ধ? এই উপায় মানলেই পাবেন নিমেষে মক্তি!

Aug 20, 2024 | 11:08 PM

Nasal Congestion: নাক বন্ধ হয়ে গেলে বারোটা বাজে রাতের ঘুমের। এদিকে সারাদিন মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে থাকে। তবে এই সমস্যা কিন্তু দূর হতে পারে নিমেষে। শুধু মেনে চলতে হবে কয়েকটি ঘরোয়া টোটকা।

1 / 8
এখন যা আবহাওয়া তাতে অনেকের সারা বছর সর্দি-কাশি লেগে থাকে। বর্ষাকালে তো সেই ধাত আর বেশি। তার মধ্যে দু-এক বার বৃষ্টিতে ভিজলে তো কথাই নেই। সর্দি হলে প্রথম সমস্যা হল  নাক বন্ধ হয়ে যাওয়া।

এখন যা আবহাওয়া তাতে অনেকের সারা বছর সর্দি-কাশি লেগে থাকে। বর্ষাকালে তো সেই ধাত আর বেশি। তার মধ্যে দু-এক বার বৃষ্টিতে ভিজলে তো কথাই নেই। সর্দি হলে প্রথম সমস্যা হল নাক বন্ধ হয়ে যাওয়া।

2 / 8
নাক বন্ধ হয়ে গেলে বারোটা বাজে রাতের ঘুমের। এদিকে সারাদিন মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে থাকে। তবে এই সমস্যা কিন্তু দূর হতে পারে নিমেষে। শুধু মেনে চলতে হবে কয়েকটি ঘরোয়া টোটকা।

নাক বন্ধ হয়ে গেলে বারোটা বাজে রাতের ঘুমের। এদিকে সারাদিন মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে থাকে। তবে এই সমস্যা কিন্তু দূর হতে পারে নিমেষে। শুধু মেনে চলতে হবে কয়েকটি ঘরোয়া টোটকা।

3 / 8
একটি বাটিতে বা হাঁড়িতে ফুটন্ত গরম জল নিন। তাতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস বা পিপারমিন্ট অয়েল ফেলে দিন। তারপর মাথা তোয়ালে দিয়ে ঢেকে ৫-১০ মিনিট গরম ভাব নিন। তবে এই কাজ করার সময় ফ্যান চালাবেন না। আর ভাপ নেওয়া শেষে মিনিট ২০ ফ্যানের তলায় যাবেন না।

একটি বাটিতে বা হাঁড়িতে ফুটন্ত গরম জল নিন। তাতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস বা পিপারমিন্ট অয়েল ফেলে দিন। তারপর মাথা তোয়ালে দিয়ে ঢেকে ৫-১০ মিনিট গরম ভাব নিন। তবে এই কাজ করার সময় ফ্যান চালাবেন না। আর ভাপ নেওয়া শেষে মিনিট ২০ ফ্যানের তলায় যাবেন না।

4 / 8
সর্দি-কাশি হলে হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ। তবেই মিউকাস সহজে বেরিয়ে যাবে। তাই চুমুক দিতে পারেন আদা চায়ে। সঙ্গে অল্প লেবু ও মধু মেশালেই এই চায়ের কার্যগুণ বেড়ে যাবে প্রায় দ্বিগুণ।

সর্দি-কাশি হলে হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ। তবেই মিউকাস সহজে বেরিয়ে যাবে। তাই চুমুক দিতে পারেন আদা চায়ে। সঙ্গে অল্প লেবু ও মধু মেশালেই এই চায়ের কার্যগুণ বেড়ে যাবে প্রায় দ্বিগুণ।

5 / 8
ন্যাসাল স্যালাইন রিন্স নাক থেকে মিউকাস বের করে রাস্তা পরিষ্কার করতে সাহায্য করে। তাই বাজার চলতি কোনও স্প্রে ব্য়বহার করতে পারেন। বা ঘরেই ১ কাপ গরম জলে ১/৪ চা চামচ নুন মিশিয়ে তা ব্যবহার করুন।

ন্যাসাল স্যালাইন রিন্স নাক থেকে মিউকাস বের করে রাস্তা পরিষ্কার করতে সাহায্য করে। তাই বাজার চলতি কোনও স্প্রে ব্য়বহার করতে পারেন। বা ঘরেই ১ কাপ গরম জলে ১/৪ চা চামচ নুন মিশিয়ে তা ব্যবহার করুন।

6 / 8
সর্দি-কাশিতে নাক বন্ধ থাকলে লঙ্কা, গোল মরিচ দিয়ে বেশ করে ঝাল দিয়ে কোনও খাবার খান। এতেই দেখবেন বন্ধ নাক থেকে মিলবে আরাম। এক কাপ গরম দুধে বা জলে হলুদ গুড়ো এবং গোল মরিচ দিয়েও ঘুমোতে যাওয়ার আগে পান করুন। দেশি এই টোটকাও নিমেষে খুলে দেবে বন্ধ নাকের দরজা।

সর্দি-কাশিতে নাক বন্ধ থাকলে লঙ্কা, গোল মরিচ দিয়ে বেশ করে ঝাল দিয়ে কোনও খাবার খান। এতেই দেখবেন বন্ধ নাক থেকে মিলবে আরাম। এক কাপ গরম দুধে বা জলে হলুদ গুড়ো এবং গোল মরিচ দিয়েও ঘুমোতে যাওয়ার আগে পান করুন। দেশি এই টোটকাও নিমেষে খুলে দেবে বন্ধ নাকের দরজা।

7 / 8
উষ্ণ, হালকা ভেজা কাপড় কপালে ও নাকে রাখতে পারেন। এতে রক্তজালিকা সব খুল যাবে এবং কয়েক মিনিটে বন্ধ নাক থেকে মিলবে আরাম।

উষ্ণ, হালকা ভেজা কাপড় কপালে ও নাকে রাখতে পারেন। এতে রক্তজালিকা সব খুল যাবে এবং কয়েক মিনিটে বন্ধ নাক থেকে মিলবে আরাম।

8 / 8
নাক বন্ধ থাকলে সব থেকে বেশি কষ্ট হয় ঘুমোনোর সময়। তবে  মাথায় বালিশ দিয়ে একটু উঁচু করে নিয়ে শুয়ে দেখতে পারেন। তাতে শ্বাস কষ্ট কিছুটা হলেও কমবে। ফলে ভালো ঘুম হয়, আরাম মেলে।

নাক বন্ধ থাকলে সব থেকে বেশি কষ্ট হয় ঘুমোনোর সময়। তবে মাথায় বালিশ দিয়ে একটু উঁচু করে নিয়ে শুয়ে দেখতে পারেন। তাতে শ্বাস কষ্ট কিছুটা হলেও কমবে। ফলে ভালো ঘুম হয়, আরাম মেলে।

Next Photo Gallery