Heavy Bleeding: প্রতি মাসেই হেভি ব্লিডিং? কী করা উচিত জেনে নিন

একটি ঋতুচক্র মোটামুটিভাবে দিন পাঁচেক স্থায়ী হওয়ার কথা। যদি দেখেন যে প্রতিবার প্রায় সাতদিন স্থায়ী হচ্ছে আপনার ঋতুকাল তাহলে তা নিয়ে চিন্তার দরকার রয়েছে। একবার ঋতুস্রাব বন্ধ হওয়ার কয়েকদিন পরই আবার শুরু হয়ে যায়, প্রতি ঘণ্টায় প্যাড পালটাতে হয়, রক্তের ডেলা বেরোয় তা হলে বুঝে নিন যে আপনার অতিরিক্ত রক্তপাতের সমস্যা আছে।

| Updated on: May 12, 2024 | 3:04 PM
হেভি ব্লিডিং বলতে ঠিক কী বোঝায়, তার কোনও সংজ্ঞা নেই কিন্তু! প্রত্যেক মহিলার ঋতুকালীন রক্তপাতের পরিমাণ আলাদা হয়।

হেভি ব্লিডিং বলতে ঠিক কী বোঝায়, তার কোনও সংজ্ঞা নেই কিন্তু! প্রত্যেক মহিলার ঋতুকালীন রক্তপাতের পরিমাণ আলাদা হয়।

1 / 10
একটি ঋতুচক্র মোটামুটিভাবে দিন পাঁচেক স্থায়ী হওয়ার কথা। যদি দেখেন যে প্রতিবার প্রায় সাতদিন স্থায়ী হচ্ছে আপনার ঋতুকাল তাহলে তা নিয়ে চিন্তার দরকার রয়েছে।

একটি ঋতুচক্র মোটামুটিভাবে দিন পাঁচেক স্থায়ী হওয়ার কথা। যদি দেখেন যে প্রতিবার প্রায় সাতদিন স্থায়ী হচ্ছে আপনার ঋতুকাল তাহলে তা নিয়ে চিন্তার দরকার রয়েছে।

2 / 10
একবার ঋতুস্রাব বন্ধ হওয়ার কয়েকদিন পরই আবার শুরু হয়ে যায়, প্রতি ঘণ্টায় প্যাড পালটাতে হয়, রক্তের ডেলা বেরোয় তা হলে বুঝে নিন যে আপনার অতিরিক্ত রক্তপাতের সমস্যা আছে।

একবার ঋতুস্রাব বন্ধ হওয়ার কয়েকদিন পরই আবার শুরু হয়ে যায়, প্রতি ঘণ্টায় প্যাড পালটাতে হয়, রক্তের ডেলা বেরোয় তা হলে বুঝে নিন যে আপনার অতিরিক্ত রক্তপাতের সমস্যা আছে।

3 / 10
এই পরিস্থিতি আচমকাই তৈরি হয় না, নিশ্চয়ই আপনার কোনও শারীরিক সমস্যাই এর জন্য দায়ী। তাই একের বেশি সাইকেলে এই ধরনের সমস্যা হলেই চিকিৎসককে দেখানোর কথা ভাবতে হবে।

এই পরিস্থিতি আচমকাই তৈরি হয় না, নিশ্চয়ই আপনার কোনও শারীরিক সমস্যাই এর জন্য দায়ী। তাই একের বেশি সাইকেলে এই ধরনের সমস্যা হলেই চিকিৎসককে দেখানোর কথা ভাবতে হবে।

4 / 10
এটা নিশ্চয়ই জানেন যে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যই ইউটেরাসের ভিতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম গঠন করে। মাসিক ঋতুচক্রের সময়ে এই এন্ডোমেট্রিয়ামটাই নির্গত হয় শরীর থেকে। তা কিছুদিনের মধ্যে ফের গড়ে ওঠে।

এটা নিশ্চয়ই জানেন যে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যই ইউটেরাসের ভিতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম গঠন করে। মাসিক ঋতুচক্রের সময়ে এই এন্ডোমেট্রিয়ামটাই নির্গত হয় শরীর থেকে। তা কিছুদিনের মধ্যে ফের গড়ে ওঠে।

5 / 10
হরমোনের স্তরে কোনও গোলমাল হলে এন্ডোমেট্রিয়ামও মোটা হয়ে যায়, ফলে রক্তপাতও বেশি হয়। যদি ওভারিতে কোনও সমস্যা থাকে, ইউটেরাসে ফাইব্রয়েড বা পলিপ তৈরি হয় তা হলে অতিরিক্ত রক্তপাত হতে পারে।

হরমোনের স্তরে কোনও গোলমাল হলে এন্ডোমেট্রিয়ামও মোটা হয়ে যায়, ফলে রক্তপাতও বেশি হয়। যদি ওভারিতে কোনও সমস্যা থাকে, ইউটেরাসে ফাইব্রয়েড বা পলিপ তৈরি হয় তা হলে অতিরিক্ত রক্তপাত হতে পারে।

6 / 10
অনেক সময়ে নন-হরমোনাল ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস শরীরে প্রবেশ করালে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও হেভি ব্লিডিং হতে পারে। আর প্রেগন্যান্সির মধ্যে রক্তপাত হলে বুঝতে হবে যে কোথাও কোনও সমস্যা তৈরি হয়েছে বলেই তেমনটা হচ্ছে।

অনেক সময়ে নন-হরমোনাল ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস শরীরে প্রবেশ করালে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও হেভি ব্লিডিং হতে পারে। আর প্রেগন্যান্সির মধ্যে রক্তপাত হলে বুঝতে হবে যে কোথাও কোনও সমস্যা তৈরি হয়েছে বলেই তেমনটা হচ্ছে।

7 / 10
অতিরিক্ত রক্তপাত থেকে কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ডাক্তার দেখানো বা তাঁর পরামর্শ মেনে চলার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খান।

অতিরিক্ত রক্তপাত থেকে কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ডাক্তার দেখানো বা তাঁর পরামর্শ মেনে চলার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খান।

8 / 10
খুব বেশি রক্তক্ষয় হলে ক্লান্তিবোধ থাকবে, নিয়মিত কাজকর্ম করতে পারবেন না। সেক্ষেত্রে বিশ্রাম নিন, জোর করে কাজ করতে যাবেন না। ব্যায়াম করাও বন্ধ রাখুন ক’দিন।

খুব বেশি রক্তক্ষয় হলে ক্লান্তিবোধ থাকবে, নিয়মিত কাজকর্ম করতে পারবেন না। সেক্ষেত্রে বিশ্রাম নিন, জোর করে কাজ করতে যাবেন না। ব্যায়াম করাও বন্ধ রাখুন ক’দিন।

9 / 10
খুব বেশি রক্তপাত হলে কিন্তু আপনার কোষগুলি যথেষ্ট অক্সিজেন পাবে না, সে ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিতে একেবারেই দেরি করবেন না।

খুব বেশি রক্তপাত হলে কিন্তু আপনার কোষগুলি যথেষ্ট অক্সিজেন পাবে না, সে ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিতে একেবারেই দেরি করবেন না।

10 / 10
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...