সায়ম কৃষ্ণ দেব
Oct 28, 2024 | 8:16 PM
ঋতুস্রাব চলাকালীন সময়ে শারীরিক মিলন নিয়ে অনেকেরই অনেক রকম ধারণা রয়েছে। তাই এই সময় শারীরিক মিলনে ভয় পান অনেকেই। তাই এই সময় খানিকটা সচেতন ভাবেই যৌন মিলন এড়িয়ে চলেন অনেকে। আবার অনেকে অতিরিক্ত যন্ত্রণা হবে ভেবে, ভয়ে মিলন থেকে দূরে থাকেন।
যদিও চিকিৎসকদের মত কিন্তু একদম আলাদা। তাঁদের মতে ঋতুস্রাবের সময় যৌন মিলনে কোনও রকম বাধা নেই। এই সময় মিলন সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। বদলে এই সময় শারীরিক ঘনিষ্ঠতা অনেক বেশি সুখের হতে পারে। কিন্তু এই সময়ে মিলন নিয়ে কী কী ভুল ধারণা রয়েছে?
ঋতুস্রাবের সময় সঙ্গম করলে কি খুব ব্যথা হয়? ঋতুস্রাবের সময় এমনিই মাসের কয়েকটি দিন চরম অস্বস্তিতে কাটে মহিলাদের। পেটে অসহ্য যন্ত্রণা, বমি, মেজাজ বিগড়ে যাওয়ার মতো কয়েকটি সমস্যা লেগেই থাকে। বিশেষ করে মুড সুইংসের মতো বিষয়গুলি ঘটতেই থাকে।
কিন্তু অনেকেরই ধারণা, ঋতুস্রাবকালীন সময় সঙ্গমে লিপ্ত হলে পেটে ব্যথার তীব্রতা অনেক বেড়ে যায়। চিকিৎসকদের মতে, এ ধারণা ভুল। সঙ্গমের কারণে আলাদা করে ব্যথা বেড়ে যাওয়ার কোনও আশঙ্কা থাকে না।
এই সময়ে সঙ্গম করলে কি অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারেন? ঋতুস্রাব চলাকালীন সময়ে সঙ্গমে লিপ্ত হলে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সময় সময় সুরক্ষা ছাড়াই যৌনতায় অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করেন অনেকেই।
তবে চিকিৎসকদের মতে এই ধারণায় খানিকটা ভুল রয়েছে। সকলের ডিম্বস্ফোটন চক্র এক রকম নয়। কন্ডোম ছা়ড়া সঙ্গমে লিপ্ত হচ্ছেন মানেই যে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার চিন্তা রয়েছে, তা কিন্তু মোটে নয়। তবে ঝুঁকি এড়াতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।
এই সময় যৌন আকাঙ্ক্ষা থাকে না? এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। এই সময়ে শরীরের হরমোনের নানা হেরফের ঘটে। বরং চিকিৎসকদের মতে বিবিধ গবেষণায় দেখা গিয়েছে হরমোনের তারতম্যের কারণে ঋতুস্রাবের সময়ে যৌনইচ্ছা প্রবল হয়। এই সময় সঙ্গমে যদি কেউ স্বচ্ছন্দ হন, তা হলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। বরং সেই মিলন অনেক বেশি সুখের হয়।
ঋতুস্রাবের সময় যৌন মিলনে সুরক্ষার প্রয়োজন নেই? ঋতুস্রাবকালীন সময়ে কন্ডোম ছাড়া যৌনতায় লিপ্ত হতে পছন্দ করেন অনেকেই। তবে চিকিৎসকদের মতে এই সময়ে সুরক্ষা ছাড়া শারীরিক মিলনে মহিলাদের যৌনরোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। তা ছাড়া, ইউটিআই-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে। তাই ঋতুস্রাবের সময় সুরক্ষা ছাড়া যৌনমিলন কিন্তু ঠিক নয়।