গরম আসতে না আসতেই নিশ্চয়ই ঘেমে স্নান হচ্ছেন। আর এদিকে পারফিউমের বোতল খালি হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, পুরুষদের ঘাম নারীদের আকর্ষণ করে।
অর্থাৎ আপনার শরীরে ঘাম যে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, তা কিন্তু নয়। সেই ঘামেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে সুন্দরী কোনও মহিলা।
নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই গবেষণা অনুসারে, অন্যান্য জীবের মতো মানুষের ঘামেও একটি বিশেষ গন্ধ থাকে।
আর সেই বিশেষ গন্ধই বিপরীত লিঙ্গের মানুষকে আকৃষ্ট করে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক বার্কলে এই বিষয়ে গবেষণা করতে গিয়েছে নতুন এক ফলাফল পেয়েছেন।
গবেষণায় দেখা গিয়েছে, পুরুষদের ঘামে পাওয়া একটি বিশেষ উপাদান অ্যান্ড্রোস্টাডিনোন মহিলাদের মধ্যে কর্টিসলের মাত্রা বাড়ায়।
কর্টিসল একটি স্ট্রেস হরমোন। তবে মজার বিষয় হল, মহিলাদের মধ্যে এর বৃদ্ধি তাদের মেজাজ এবং যৌন উত্তেজনাকেও প্রভাবিত করতে পারে।
গবেষণার সময়, গবেষকরা মহিলাদের কাছে পুরুষদের ঘাম নিয়ে গিয়েছিলেন। তারপরে দেখেছিলেন, নারীদের রক্তে করটিসলের মাত্রা বেড়ে গিয়েছে। তারপরেই এই ফলাফলে এসেছেন গবেষকরা।
তবে গবেষকদের মতে, এই গবেষণার জন্য আরও গভীর অধ্যয়ন করা প্রয়োজন। তাহলে মানুষের আকর্ষণ হওয়ার আরও কিছু প্রক্রিয়াকে সামনে আনা যাবে।