Diabetes: সুগার লেভেল তরতরিয়ে কমবে, রোজ খান এই সবুজ চাটনি
Moringa Leaves: ডায়াবেটিসে আক্রান্তদের নানা রোগের ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকেই ডায়েট মেনে চলেন। কিন্তু, জানেন কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খুব উপকারী একটি পাতা। প্রতিদিন এই পাতার গুঁড়ো বা চাটনি খেলেই ডায়াবেটিস হবে জব্দ। তরতরিয়ে কমবে সুগার লেভেল।