AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Thyroid: অবসাদে ভোগেন, ক্লান্তি লাগে, থাইর‍য়েডে আক্রান্ত নন তো? আর কোন লক্ষণ দেখলে সাবধান হবেন?

ছেলেদের থেকেও মেয়েদের মধ্যে থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু থাইর‍য়েড রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। যা দেখলে আগেভাগে সতর্ক হোন।

| Updated on: Jul 29, 2024 | 8:15 PM
Share
গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটি হল থাইরয়েড। মানুষের বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই থাইর‍য়েড গ্রন্থি।

গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটি হল থাইরয়েড। মানুষের বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই থাইর‍য়েড গ্রন্থি।

1 / 8
থাইর‍য়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন এই সব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল জীবনযাপনের ধরনের ফলে আরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়।

থাইর‍য়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন এই সব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল জীবনযাপনের ধরনের ফলে আরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়।

2 / 8
ছেলেদের থেকেও মেয়েদের মধ্যে থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু থাইর‍য়েড রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। যা দেখলে আগেভাগে সতর্ক হোন।

ছেলেদের থেকেও মেয়েদের মধ্যে থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু থাইর‍য়েড রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। যা দেখলে আগেভাগে সতর্ক হোন।

3 / 8
খুব একটা শীত নেই, তবু আপনার বেজায় ঠাণ্ডা লাগে? হতে পারে আপনি হয়তো থাইরয়েডে আক্রান্ত। শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি না ঝরিয়ে যদি সঞ্চয় করে রাখে তাহলে অতিরিক্ত ঠান্ডা লাগে, যা থাইরয়েডের লক্ষণ হতে পারে।

খুব একটা শীত নেই, তবু আপনার বেজায় ঠাণ্ডা লাগে? হতে পারে আপনি হয়তো থাইরয়েডে আক্রান্ত। শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি না ঝরিয়ে যদি সঞ্চয় করে রাখে তাহলে অতিরিক্ত ঠান্ডা লাগে, যা থাইরয়েডের লক্ষণ হতে পারে।

4 / 8
থাইরয়েড হলে শরীরের সামগ্রিক বিপাকক্রিয়া প্রভাবিত হয় ফলে ওজনের হেরফের দেখা যায়। অনেকেই ভাবেন থাইরয়েড হলে কেবল মোটা হয়। তবে আসলে তা সত্যি নয়। ওজন কমতে পারে। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া থাইরয়েডের লক্ষণ হতে পারে।

থাইরয়েড হলে শরীরের সামগ্রিক বিপাকক্রিয়া প্রভাবিত হয় ফলে ওজনের হেরফের দেখা যায়। অনেকেই ভাবেন থাইরয়েড হলে কেবল মোটা হয়। তবে আসলে তা সত্যি নয়। ওজন কমতে পারে। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া থাইরয়েডের লক্ষণ হতে পারে।

5 / 8
থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি জোগায়। তাই যদি দেখেন দিনের বেশিরভাগ সময় ক্লান্ত লাগে বা অল্পতে হাফিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে উঠতে হাফ ধরছে, তা হলে সতর্ক হোন।

থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি জোগায়। তাই যদি দেখেন দিনের বেশিরভাগ সময় ক্লান্ত লাগে বা অল্পতে হাফিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে উঠতে হাফ ধরছে, তা হলে সতর্ক হোন।

6 / 8
পড়াশোনা হোক বা অন্য কোনও কাজ মনোযোগ দিতে না পারা, সহজেই ভুলে যাওয়া হতে পারে থাইরয়েডের লক্ষণ। খুব বেশি মাত্রায় এগুলি হলে চিকিৎসকের পরামর্শ নিন। এমনকি  অবসাদে ভোগাও হতে পারে থাইরয়েডের আক্রান্তের লক্ষণ।

পড়াশোনা হোক বা অন্য কোনও কাজ মনোযোগ দিতে না পারা, সহজেই ভুলে যাওয়া হতে পারে থাইরয়েডের লক্ষণ। খুব বেশি মাত্রায় এগুলি হলে চিকিৎসকের পরামর্শ নিন। এমনকি অবসাদে ভোগাও হতে পারে থাইরয়েডের আক্রান্তের লক্ষণ।

7 / 8
থাইরয়েড হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, ফলে চুল পড়ার সমস্যা দেখা যায়। বিপাকের সমস্যার কারণে পেশি এবং জয়েন্টের শক্তির ক্ষয়, ফলে পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে পড়ে।

থাইরয়েড হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, ফলে চুল পড়ার সমস্যা দেখা যায়। বিপাকের সমস্যার কারণে পেশি এবং জয়েন্টের শক্তির ক্ষয়, ফলে পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে পড়ে।

8 / 8