Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চা খেলে কি ওজন বাড়ে? এই টোটকা না মানলে আপনারই ‘লস’

Tea for Weight Loss: বেশিরভাগ বাঙালি চা খায় দুধ-চিনি দিয়ে। আবার অনেকের পছন্দ লিকার চাও। সেখানেও স্বাদের জন্য দু-চার দানা চিনি মিশিয়ে দেন। এভাবে কেউ কেউ দিনে তিন-চার কাপ চা খেয়ে ফেলেন। তাঁদের মতে, চা ছাড়া কাজ করা যায় না। কিন্তু ওজন কমানোর থাকলে এত ঘন ঘন চা খেতে কি পারবেন?

| Updated on: Feb 28, 2024 | 2:45 PM
বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় পানীয় হল চা। চায়ের কাপে চুমুক দিলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কাজের চাপের মধ্যে চা যেন স্বস্তি এনে দেয়। কিন্তু চা খেলে কি ওজন কমে? 

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় পানীয় হল চা। চায়ের কাপে চুমুক দিলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কাজের চাপের মধ্যে চা যেন স্বস্তি এনে দেয়। কিন্তু চা খেলে কি ওজন কমে? 

1 / 8
কেউ কেউ দিনে তিন-চার কাপ চা খেয়ে ফেলেন। তাঁদের মতে, চা ছাড়া কাজ করা যায় না। কিন্তু ওজন কমানোর থাকলে এত ঘন ঘন চা খেতে কি পারবেন? চলুন জেনে নেওয়া যাক।

কেউ কেউ দিনে তিন-চার কাপ চা খেয়ে ফেলেন। তাঁদের মতে, চা ছাড়া কাজ করা যায় না। কিন্তু ওজন কমানোর থাকলে এত ঘন ঘন চা খেতে কি পারবেন? চলুন জেনে নেওয়া যাক।

2 / 8
বেশিরভাগ বাঙালি চা খায় দুধ-চিনি দিয়ে। আবার অনেকের পছন্দ লিকার চাও। সেখানেও স্বাদের জন্য দু-চার দানা চিনি মিশিয়ে দেন। এভাবে দিনের পর দিন চা খেলে ওজন বাড়তেই থাকবে।

বেশিরভাগ বাঙালি চা খায় দুধ-চিনি দিয়ে। আবার অনেকের পছন্দ লিকার চাও। সেখানেও স্বাদের জন্য দু-চার দানা চিনি মিশিয়ে দেন। এভাবে দিনের পর দিন চা খেলে ওজন বাড়তেই থাকবে।

3 / 8
এক কাপ চায়ের মধ্যে ৩৩ থেকে ৬৬ ক্যালোরি থাকে। যদিও এটি নির্ভর করে আপনার দুধের মধ্যে কতটা পরিমাণ ফ্যাট রয়েছে, তার উপর। যদি ফুল ফ্যাট বা ক্রিম দুধ দিয়ে চা বানান, তাতে ক্যালোরির পরিমাণ বাড়বেই।

এক কাপ চায়ের মধ্যে ৩৩ থেকে ৬৬ ক্যালোরি থাকে। যদিও এটি নির্ভর করে আপনার দুধের মধ্যে কতটা পরিমাণ ফ্যাট রয়েছে, তার উপর। যদি ফুল ফ্যাট বা ক্রিম দুধ দিয়ে চা বানান, তাতে ক্যালোরির পরিমাণ বাড়বেই।

4 / 8
চায়ে এক চামচ চিনি দেওয়ার অর্থ এই পানীয়তে ১৯ ক্যালোরি বাড়িয়ে দেওয়া। এক চামচের চেয়ে বেশি চিনি মেশালে চায়ের ক্যালোরি ২০-এর বেশিও হতে পারে। তাই লিকার চা চিনি মেশালেও ওজন বাড়বেই।

চায়ে এক চামচ চিনি দেওয়ার অর্থ এই পানীয়তে ১৯ ক্যালোরি বাড়িয়ে দেওয়া। এক চামচের চেয়ে বেশি চিনি মেশালে চায়ের ক্যালোরি ২০-এর বেশিও হতে পারে। তাই লিকার চা চিনি মেশালেও ওজন বাড়বেই।

5 / 8
চায়ের সঙ্গে 'টা' চাই। যদি ১০০ গ্রামের বিস্কুট খান, সেখানে শরীরে ৪৪৫ ক্যালোরি প্রবেশ করে। আর যদি ভাজাভুজি খান, সেখানে দেহে ৫০০ ক্যালোরি প্রবেশ করে। সুতরাং, ওজন কমাতে চাইলে চায়ের সঙ্গে স্ন্যাকস চলবে না। 

চায়ের সঙ্গে 'টা' চাই। যদি ১০০ গ্রামের বিস্কুট খান, সেখানে শরীরে ৪৪৫ ক্যালোরি প্রবেশ করে। আর যদি ভাজাভুজি খান, সেখানে দেহে ৫০০ ক্যালোরি প্রবেশ করে। সুতরাং, ওজন কমাতে চাইলে চায়ের সঙ্গে স্ন্যাকস চলবে না। 

6 / 8
ওজন কমাতে চাইলে ক্যালোরি গ্রহণের উপর নজর দিতেই হবে। চায়ের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। আর ওজন কমাতে গেলে কীভাবে চা খাবেন, রইল টিপস।

ওজন কমাতে চাইলে ক্যালোরি গ্রহণের উপর নজর দিতেই হবে। চায়ের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। আর ওজন কমাতে গেলে কীভাবে চা খাবেন, রইল টিপস।

7 / 8
দিনে ২ কাপ চা খান। চিনি-দুধ ছাড়া। ভারী খাবারের সঙ্গে চা খাবেন না। আর চায়ের সঙ্গে 'টা' হিসেবে বাদাম রাখুন। খালি পেটে, বিকালের পর বা রাতে চা খাওয়া এড়িয়ে চলুন। 

দিনে ২ কাপ চা খান। চিনি-দুধ ছাড়া। ভারী খাবারের সঙ্গে চা খাবেন না। আর চায়ের সঙ্গে 'টা' হিসেবে বাদাম রাখুন। খালি পেটে, বিকালের পর বা রাতে চা খাওয়া এড়িয়ে চলুন। 

8 / 8
Follow Us:
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত