Mental Health: এই অভ্যাসগুলি গড়ে তুললেই অবসাদ কাটিয়ে মন থাকবে ফুরফুরে ও ইতিবাচক

Sukla Bhattacharjee |

Mar 03, 2024 | 8:30 AM

Positive mind: কয়েকটি সহজ উপায়েই মনকে সুস্থ ও ইতিবাচক রাখা সম্ভব। প্রতিদিনের রোজনামচায় কয়েকটি অভ্যাস গড়ে তুললেই মন সুস্থ ও স্বাভাবিক থাকে। সকাল থেকে কী কী ভাল কাজ করলেন, সেগুলি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি খাতায় লিখুন। নিজের করা অন্তত ১০টি ভাল কাজ খুঁজে লেখার চেষ্টা করুন। তারপর সেগুলি পড়ুন। তাহলে মন ইতিবাচক হবে।

1 / 8
মন ভাল থাকলে শরীরও অনেকাংশে সুস্থ থাকে। মানসিক চাপ দূরে সরিয়ে মনকে সতেজ রাখা ও ইতিবাচক রাখা জরুরি। মন সুস্থ না থাকলে ও নেতিবাচক থাকলে তার ইতিবাচক প্রভাব পড়ে শরীর ও কাজের উপর

মন ভাল থাকলে শরীরও অনেকাংশে সুস্থ থাকে। মানসিক চাপ দূরে সরিয়ে মনকে সতেজ রাখা ও ইতিবাচক রাখা জরুরি। মন সুস্থ না থাকলে ও নেতিবাচক থাকলে তার ইতিবাচক প্রভাব পড়ে শরীর ও কাজের উপর

2 / 8
 কয়েকটি সহজ উপায়েই মনকে সুস্থ ও ইতিবাচক রাখা সম্ভব। প্রতিদিনের রোজনামচায় কয়েকটি অভ্যাস গড়ে তুললেই মন সুস্থ ও স্বাভাবিক থাকে

কয়েকটি সহজ উপায়েই মনকে সুস্থ ও ইতিবাচক রাখা সম্ভব। প্রতিদিনের রোজনামচায় কয়েকটি অভ্যাস গড়ে তুললেই মন সুস্থ ও স্বাভাবিক থাকে

3 / 8
সকাল থেকে কী কী ভাল কাজ করলেন, সেগুলি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি খাতায় লিখুন। নিজের করা অন্তত ১০টি ভাল কাজ খুঁজে লেখার চেষ্টা করুন। তারপর সেগুলি পড়ুন। তাহলে মন ইতিবাচক হবে

সকাল থেকে কী কী ভাল কাজ করলেন, সেগুলি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি খাতায় লিখুন। নিজের করা অন্তত ১০টি ভাল কাজ খুঁজে লেখার চেষ্টা করুন। তারপর সেগুলি পড়ুন। তাহলে মন ইতিবাচক হবে

4 / 8
সমস্ত মানসিক চাপ দূর করার অন্যতম উপায় হল হাসি। প্রতিদিনের জীবনযাপনে এমন মুহূর্ত রাখুন, যখন মন খুলে হাসতে পারবেন। মন খুলে হাসির চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে জীবনযাপন করুন

সমস্ত মানসিক চাপ দূর করার অন্যতম উপায় হল হাসি। প্রতিদিনের জীবনযাপনে এমন মুহূর্ত রাখুন, যখন মন খুলে হাসতে পারবেন। মন খুলে হাসির চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে জীবনযাপন করুন

5 / 8
জীবনের ভাল মুহূর্ত, যে সব চ্যালেঞ্জে সফল হয়েছেন, সেগুলি মনে করুন। এছাড়া গান গাওয়া, ছবি আঁকা, নাচ, সমাজসেবার মতো যে কাজগুলি করলে মন ভাল হয়, সেগুলি করুন

জীবনের ভাল মুহূর্ত, যে সব চ্যালেঞ্জে সফল হয়েছেন, সেগুলি মনে করুন। এছাড়া গান গাওয়া, ছবি আঁকা, নাচ, সমাজসেবার মতো যে কাজগুলি করলে মন ভাল হয়, সেগুলি করুন

6 / 8
প্রতিদিন সকালে উঠে মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন। এর ফলে শরীর যেমন চাঙ্গা থাকে, তেমনই মন ভাল থাকে

প্রতিদিন সকালে উঠে মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন। এর ফলে শরীর যেমন চাঙ্গা থাকে, তেমনই মন ভাল থাকে

7 / 8
মনকে ভাল করার জন্য ভ্রমণের বিকল্প নেই। সমুদ্র বা নদীর তীরে হোক অথবা পাহাড়ে- যেখানে মন টানে, সুযোগ পেলেই সেখানে চলে যান। মন চাঙ্গা হবে

মনকে ভাল করার জন্য ভ্রমণের বিকল্প নেই। সমুদ্র বা নদীর তীরে হোক অথবা পাহাড়ে- যেখানে মন টানে, সুযোগ পেলেই সেখানে চলে যান। মন চাঙ্গা হবে

8 / 8
অনেকের রান্নার প্রতি বিশেষ ঝোঁক থাকে। নতুন নতুন রান্না করা মন ভাল করার দারুণ উপায়। এছাড়া বাগানের কাজ মানসিক চাপ কমাতে সাহায্য করে

অনেকের রান্নার প্রতি বিশেষ ঝোঁক থাকে। নতুন নতুন রান্না করা মন ভাল করার দারুণ উপায়। এছাড়া বাগানের কাজ মানসিক চাপ কমাতে সাহায্য করে

Next Photo Gallery