AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Male Infertility: ভুল অন্তর্বাস পরেই বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব, বলছে গবেষণা! আপনি সঠিকটা পরছেন তো?

Male Infertility: বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন, ভুল অন্তর্বাস বেছে নেওয়ার কারণে বড় বিপদে পড়তে পারেন পুরুষরা। গবেষণা বলছে এমনকি পুরুষদের বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ভুল অন্তর্বাস।

| Updated on: May 18, 2025 | 6:11 PM
প্রতিদিন ঘুমোনো, খাওয়ার মতোই গুরুত্বপূর্ণ নিয়মিত অন্তর্বাস বদলানো। এটা কমবেশি আমাদের সকলের জানা। সে পুরুষ হোক বা মহিলা, নিয়ম করে অন্তর্বাস বদলানোটা প্রয়োজনীয়। অন্তর্বাস বেছে নেওয়ার ক্ষেত্রেও একেক জনের একেক রকম পছন্দ থাকে। কেউ খুব টাইট ফিটিং অন্তর্বাস পছন্দ করেন। কেউ পছন্দ করেন একটু ঢিলেঢালা অন্তর্বাস। কিন্তু বিষয়টাকে যতটা হালকা ভাবে নেওয়া হয় ততটাও কিন্তু  হালকা নয়।

প্রতিদিন ঘুমোনো, খাওয়ার মতোই গুরুত্বপূর্ণ নিয়মিত অন্তর্বাস বদলানো। এটা কমবেশি আমাদের সকলের জানা। সে পুরুষ হোক বা মহিলা, নিয়ম করে অন্তর্বাস বদলানোটা প্রয়োজনীয়। অন্তর্বাস বেছে নেওয়ার ক্ষেত্রেও একেক জনের একেক রকম পছন্দ থাকে। কেউ খুব টাইট ফিটিং অন্তর্বাস পছন্দ করেন। কেউ পছন্দ করেন একটু ঢিলেঢালা অন্তর্বাস। কিন্তু বিষয়টাকে যতটা হালকা ভাবে নেওয়া হয় ততটাও কিন্তু হালকা নয়।

1 / 8
বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন, ভুল অন্তর্বাস বেছে নেওয়ার কারণে বড় বিপদে পড়তে পারেন পুরুষরা। গবেষণা বলছে এমনকি পুরুষদের বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ভুল অন্তর্বাস। হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ ঢিলেঢালা-ফিট বক্সার বা শর্টস পরেন, তাঁদের শুক্রাণুর ঘনত্ব টাইট অন্তর্বাস পরা পুরুষদের তুলনায় বেশি।

বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন, ভুল অন্তর্বাস বেছে নেওয়ার কারণে বড় বিপদে পড়তে পারেন পুরুষরা। গবেষণা বলছে এমনকি পুরুষদের বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ভুল অন্তর্বাস। হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ ঢিলেঢালা-ফিট বক্সার বা শর্টস পরেন, তাঁদের শুক্রাণুর ঘনত্ব টাইট অন্তর্বাস পরা পুরুষদের তুলনায় বেশি।

2 / 8
ওই গবেষণা অনুসারে যেসব পুরুষ টাইট-ফিটিং অন্তর্বাস পছন্দ করেন তাঁদের মধ্যে তুলনায় ফলিকেল-উত্তেজক হরমোনের মাত্রাও বেশি ছিল। যেহেতু এই হরমোন শুক্রাণু উৎপাদনকে উদ্দীপিত করে, গবেষকদের অনুমান এগুলি অণ্ডকোষকে শুক্রাণু উৎপাদনে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। সেক্ষেত্রে শুক্রাণুর ঘনত্ব কম হলেও বেশি পরিমাণে শুক্রাণু উৎপাদন খানিকটা হলেও সেই ক্ষতি পূরণ করার চেষ্টা করে।

ওই গবেষণা অনুসারে যেসব পুরুষ টাইট-ফিটিং অন্তর্বাস পছন্দ করেন তাঁদের মধ্যে তুলনায় ফলিকেল-উত্তেজক হরমোনের মাত্রাও বেশি ছিল। যেহেতু এই হরমোন শুক্রাণু উৎপাদনকে উদ্দীপিত করে, গবেষকদের অনুমান এগুলি অণ্ডকোষকে শুক্রাণু উৎপাদনে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। সেক্ষেত্রে শুক্রাণুর ঘনত্ব কম হলেও বেশি পরিমাণে শুক্রাণু উৎপাদন খানিকটা হলেও সেই ক্ষতি পূরণ করার চেষ্টা করে।

3 / 8
হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের গবেষণা বিজ্ঞানী লিডিয়া মিঙ্গুয়েজ-আলারকন জানান, অন্তর্বাসের পছন্দ শুক্রাণু উৎপাদনকে প্রভাবিত করে কিনা তা বেশ কয়েক বছর ধরে গবেষণার বিষয়। এই গবেষণাতে উঠে এসেছে কী ভাবে পুরুষের অন্তর্বাস নির্বাচন তার অণ্ডকোষের কার্যকারিতাকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে।

হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের গবেষণা বিজ্ঞানী লিডিয়া মিঙ্গুয়েজ-আলারকন জানান, অন্তর্বাসের পছন্দ শুক্রাণু উৎপাদনকে প্রভাবিত করে কিনা তা বেশ কয়েক বছর ধরে গবেষণার বিষয়। এই গবেষণাতে উঠে এসেছে কী ভাবে পুরুষের অন্তর্বাস নির্বাচন তার অণ্ডকোষের কার্যকারিতাকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে।

4 / 8
আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন অনুসারে, বীর্য বিশ্লেষণ (স্পার্ম অ্যানালিসিস) হল একজন পুরুষের বীর্যপাতের একটি মাইক্রোস্কোপিক পরীক্ষা। পরীক্ষার পরামিতিগুলির মধ্যে রয়েছে বীর্যের পরিমাণ (অর্গ্যাজমের সময় একজন পুরুষ কতটা তরল বীর্যপাত করে), শুক্রাণুর সংখ্যা (প্রতি নমুনায় মোট শুক্রাণুর সংখ্যা), শুক্রাণুর ঘনত্ব (প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা), শুক্রাণুর গতিশীলতা (চলমান শুক্রাণুর সংখ্যা), এবং শুক্রাণুর রূপবিদ্যা (শুক্রাণু সঠিক আকার এবং আকৃতির কিনা)।

আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন অনুসারে, বীর্য বিশ্লেষণ (স্পার্ম অ্যানালিসিস) হল একজন পুরুষের বীর্যপাতের একটি মাইক্রোস্কোপিক পরীক্ষা। পরীক্ষার পরামিতিগুলির মধ্যে রয়েছে বীর্যের পরিমাণ (অর্গ্যাজমের সময় একজন পুরুষ কতটা তরল বীর্যপাত করে), শুক্রাণুর সংখ্যা (প্রতি নমুনায় মোট শুক্রাণুর সংখ্যা), শুক্রাণুর ঘনত্ব (প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা), শুক্রাণুর গতিশীলতা (চলমান শুক্রাণুর সংখ্যা), এবং শুক্রাণুর রূপবিদ্যা (শুক্রাণু সঠিক আকার এবং আকৃতির কিনা)।

5 / 8
মিঙ্গুয়েজ-আলার্কন জানান, যদিও বীর্য নমুনার বিশ্লেষণ পুরুষের বন্ধ্যাত্ব নির্ণয়ের প্রথম ধাপ। এটি চূড়ান্ত নয়। এই গবেষণার জন্য, তিনি এমন পুরুষদের বেছে নেন যাঁরা ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য এসেছিলেন। ১৮ থেকে ৫৬ বছর বয়সী, প্রতিটি পুরুষ বীর্য এবং রক্তের নমুনা উভয়ই সরবরাহ করেন। তাদের অন্তর্বাস সম্পর্কে প্রশ্নের উত্তর দেন।

মিঙ্গুয়েজ-আলার্কন জানান, যদিও বীর্য নমুনার বিশ্লেষণ পুরুষের বন্ধ্যাত্ব নির্ণয়ের প্রথম ধাপ। এটি চূড়ান্ত নয়। এই গবেষণার জন্য, তিনি এমন পুরুষদের বেছে নেন যাঁরা ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য এসেছিলেন। ১৮ থেকে ৫৬ বছর বয়সী, প্রতিটি পুরুষ বীর্য এবং রক্তের নমুনা উভয়ই সরবরাহ করেন। তাদের অন্তর্বাস সম্পর্কে প্রশ্নের উত্তর দেন।

6 / 8
৬৫৬ জন পুরুষের মধ্যে, অর্ধেকেরও বেশি জানান যে তাঁরা সাধারণত বক্সার শর্টস পরতেন। এই সব পুরুষদের মধ্যে ক্লিঙ-ফিট অন্তর্বাস পরা, গরম জলে স্নান করার ধাত বেশি ছিল। অনান্য অভ্যাস, শারীরিক কার্যকলাপ সব বিবেচনা করার পর গবেষকরা দেখেন, ঢিলেঢালা অন্তর্বাস পরা পুরুষদের মধ্যে শুক্রাণুর ঘনত্ব ২৫% বেশি, শুক্রাণুর সংখ্যা ১৭% বেশি, গতিশীল শুক্রাণু ৩৩% বেশি এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা ১৪% কম ছিল।

৬৫৬ জন পুরুষের মধ্যে, অর্ধেকেরও বেশি জানান যে তাঁরা সাধারণত বক্সার শর্টস পরতেন। এই সব পুরুষদের মধ্যে ক্লিঙ-ফিট অন্তর্বাস পরা, গরম জলে স্নান করার ধাত বেশি ছিল। অনান্য অভ্যাস, শারীরিক কার্যকলাপ সব বিবেচনা করার পর গবেষকরা দেখেন, ঢিলেঢালা অন্তর্বাস পরা পুরুষদের মধ্যে শুক্রাণুর ঘনত্ব ২৫% বেশি, শুক্রাণুর সংখ্যা ১৭% বেশি, গতিশীল শুক্রাণু ৩৩% বেশি এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা ১৪% কম ছিল।

7 / 8
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসলে পুরুষদের যৌনাঙ্গের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হল তাপমাত্রা। শরীরের তাপমাত্রা বেশি হয়। কিন্তু যৌনাঙ্গ শরীরের বাইরে থাকায় তার তাপমাত্রা সাধারণ নিয়মে খানিকটা কম হয়। যদিও এই দুই রকমের অন্তর্বাস গ্রুপের মধ্যে ডিএনএর কোনও ক্ষতি হয় বা অন্যান্য প্রজনন হরমোনের ক্ষেত্রে কোনও সমস্যা হয় এমনটা জানা যায়নি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসলে পুরুষদের যৌনাঙ্গের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হল তাপমাত্রা। শরীরের তাপমাত্রা বেশি হয়। কিন্তু যৌনাঙ্গ শরীরের বাইরে থাকায় তার তাপমাত্রা সাধারণ নিয়মে খানিকটা কম হয়। যদিও এই দুই রকমের অন্তর্বাস গ্রুপের মধ্যে ডিএনএর কোনও ক্ষতি হয় বা অন্যান্য প্রজনন হরমোনের ক্ষেত্রে কোনও সমস্যা হয় এমনটা জানা যায়নি।

8 / 8
Follow Us: