সঙ্গমে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছে সঙ্গী, এই কাজ একবার করলেই ফের ‘খেলা শুরু’!
Dyspareunia Causes: যত বেশি সঙ্গম করবেন, ততই দাম্পত্য জীবনে আনন্দ নেমে আসবে। আপনি যখন মিলনে লিপ্ত হন, তখন শরীরে অক্সিটোসিন নামে ফিল-গুড হরমোন নিঃসৃত হয়, যা দু'জনের মধ্যে প্রেম আবেগকে বাড়ায়। কিন্তু আপনার পার্টনারের আনন্দের মুহূর্তটাকে আপনি খারাপ করে দিচ্ছেন না তো?
1 / 8
একটা সম্পর্ক তখনই সুন্দর থাকবে, যখন আপনি পার্টনারের কিছু ইচ্ছা বা চাহিদা পূরণ করতে পারবেন। দৈনন্দিন জীবন, স্ট্রেস, উদ্বেগ এবং হতাশা এসবকে জায়গা দিলে দিনের পর দিন খারাপ হবে সম্পর্ক।
2 / 8
এমনকী এসব কারণ একজন দম্পতিকে মানসিক এবং শারীরিকভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই সম্পর্কে যৌনতা জরুরি। কারণ যৌনতা দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা বাড়ায়।
3 / 8
যত বেশি সঙ্গম করবেন, ততই দাম্পত্য জীবনে আনন্দ নেমে আসবে। আপনি যখন মিলনে লিপ্ত হন, তখন শরীরে অক্সিটোসিন নামে ফিল-গুড হরমোন নিঃসৃত হয়, যা দু'জনের মধ্যে প্রেম আবেগকে বাড়ায়।
4 / 8
কিন্তু আপনার পার্টনারের আনন্দের মুহূর্তটাকে আপনি খারাপ করে দিচ্ছেন না তো? বহুবার সঙ্গম করার পরেও আপনার কাছে তা এতটাই বেদনাদায়ক হচ্ছে, যে একেবারেই বেশিক্ষণ মিলনে লিপ্ত হতে পারছেন না। এমনকী সঙ্গমকেই এড়িয়ে যাচ্ছেন।
5 / 8
তাহলে উপায় কী? আর কেনই বা এমনটা হচ্ছে? আসলে সঙ্গম উপভোগ না করা বা সঙ্গম করার সময় ব্যাথা পাওয়াকে চিকিৎসা বিজ্ঞানে ডিসপ্যারেনিয়া নাম দেওয়া হয়েছে। অর্থাৎ এটিকে এড়িয়ে যেতে চলবে না।
6 / 8
এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এমনটা কোন বয়সে বেশি হয়? বিশেষজ্ঞদের মতে, এটা সব বয়সী নারীর ক্ষেত্রেই ঘটতে পারে। এটা এমন একটি সমস্যা, যাতে পঞ্চাশ এবং ষাট বছরের মাঝামাঝি বয়েসী নারীরাও ভুগতে পারেন।
7 / 8
তবে এটিকে অনেকেই এড়িয়ে যান। এতটাই ব্যথা অনুভব করেন, যে পার্টনারের আনন্দের মুহূর্তটাকেও ভেস্তে দেন। কিন্তু এমনটা বার বার হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন গবেষকরা।
8 / 8
অনেক কারণেই সঙ্গম করার সময় ব্যথা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যৌনাঙ্গ শুষ্ক থাকলে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে। সেক্ষেত্রে লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। এছাড়াও যৌনবাহিত কিছু রোগের কারণেও এমনটা হতে পারে।